18/10/2025
শেরপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় গতরাতে যাত্রা জারি গানের একটি অনুষ্ঠান বন্ধ করার আহ্বান জানান এলাকার আলেম ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ। তারা জানান, এমন অনুষ্ঠানে অশালীনতা ও ধর্মবিরোধী কর্মকাণ্ড দেখা যাওয়ায় তারা শান্তিপূর্ণভাবে আয়োজকদের বোঝানোর চেষ্টা করেন।
কিন্তু দুর্ভাগ্যবশত, যাত্রা জারি গানের আয়োজকরা উল্টো আলেমদের ওপর হামলা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরই প্রতিবাদে আজ শনিবার সকাল ৯টায় আলেম সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।
পরবর্তীতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে এসে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা আপাতত অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।