
25/06/2025
সম্মানিত সুধি,
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী জুলাই মাসের ২৪-২৫-২৬ ( বৃহস্পতিবার -শুক্রবার -শনিবার) এই তিন দিন ব্যাপী মরিয়মনগর ধর্মপল্লীতে যুব সেমিনার এর আয়োজন করা হয়েছে । যুবদের নিয়ে একত্রে কাজ করার লক্ষ্যে বিসিএসএম ও ওয়াইসিএস এর আয়োজনে এই সেমিনারটি হবে।
অনেক ধন্যবাদ জানাই ফাদার লরেন্স রিবেরু পাল-পুরোহিত মরিয়মনগর ধর্মপল্লী। যুবদের নিয়ে কাজ করার এই উদ্যোগ কে সফল করার জন্য মরিয়মনগর ধর্মপল্লীর সকল যুবক-যুবতিদের অংশগ্রহণ করার বিনতি অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
রজার দফো
প্রতিনিধি মরিয়মনগর বিসিএসএম পর্যবেক্ষণ ইউনিট।