AT Page

AT Page আপনার ভালোবাসা দিলে আমার পেইজ টা বড় হবে যারা ফলো করেছেন সবাই কে অনেক অনেক ধন্যবাদ। ইউটুব চ্যালেন https://youtube.com/

23/07/2025

বলার মতো ভাষা হারাই ফেলছি, চোখের পানি দরা রাখার মতো না🥺🥲🥲

আমরা সেই জাতি যারা, সুযোগ পেলে কাফনের কাপড়ের দাম ও বাড়িয়ে দিবো ।। 🫢
22/07/2025

আমরা সেই জাতি যারা, সুযোগ পেলে কাফনের কাপড়ের দাম ও বাড়িয়ে দিবো ।। 🫢

21/07/2025

End of daily homework ❤️‍🩹

মাইলস্টোন স্কুল এর বিমান দূর্ঘটনায় এই বাচ্চাগুলোকে এখনো পাওয়া যাচ্ছে না। কেউ কোন হাসপাতালে বা কোথাও সন্ধান পেলে যোগাযোগ...
21/07/2025

মাইলস্টোন স্কুল এর বিমান দূর্ঘটনায় এই বাচ্চাগুলোকে এখনো পাওয়া যাচ্ছে না। কেউ কোন হাসপাতালে বা কোথাও সন্ধান পেলে যোগাযোগ করবেন প্লিজ। 👏

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ...
21/07/2025

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে।

অনেক স্টুডেন্ট এবং টিচার পুড়ে ঝলসে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। লাশ বের করা শুরু করেছে

#মাইলস্টোনকলেজ #মাইলস্টোন

কলিজাটা ছিড়ে যায় বাচ্চা গুলোর ছবি ,আইডি কার্ড, কান্না, দেখলে।😥হে আল্লাহ যারা বেঁচে আছেন সবাইকে সুস্থতা দান কর যারা মার...
21/07/2025

কলিজাটা ছিড়ে যায় বাচ্চা গুলোর ছবি ,আইডি কার্ড, কান্না, দেখলে।😥
হে আল্লাহ যারা বেঁচে আছেন সবাইকে সুস্থতা দান কর যারা মারা গিয়েছে সবাইকে সহিদের মর্যাদা দান কর।

19/07/2025

সম্ভবত কিছু কারণ:
নিজেকে ঠিকভাবে প্রকাশ না করা: অনেক সময় আমরা যা অনুভব করি বা চাই, তা পরিষ্কারভাবে অন্যদের জানাতে পারি না। এতে অন্যরা বুঝতে পারে না, ফলে অবহেলা করে ফেলে।

আত্মসম্মান কমে যাওয়া: যখন আপনি নিজেই নিজেকে তেমন গুরুত্ব দেন না, তখন অন্যরাও তা করে না।

ভুল মানুষদের সঙ্গে সম্পর্ক রাখা: সবাই আপনার মূল্য বুঝবে না—তাই সঠিক মানুষের পাশে থাকা গুরুত্বপূর্ণ।

সবসময় "হ্যাঁ" বলা: যদি আপনি সবসময় অন্যদের খুশি করতে গিয়ে নিজের প্রয়োজন ও সম্মানকে বিসর্জন দেন, তাহলে মানুষ আপনাকে taken for granted ভাবে।

অতীতের ট্রমা বা দুঃখজনক অভিজ্ঞতা: কোনো কষ্ট বা অবহেলার অভিজ্ঞতা আপনাকে সন্দেহপ্রবণ করে তুলতে পারে, যার ফলে আপনি হয়তো সবকিছুকে অবহেলা হিসেবে ব্যাখ্যা করছেন।

কী করা যায়?
✅ নিজের মানসিকতা তৈরি করুন – আপনি নিজের চোখে কতটা মূল্যবান, সেটাই আসল।
✅ সীমা তৈরি করুন (Boundaries) – কে কীভাবে আপনার সঙ্গে আচরণ করবে, সেটা আপনি ঠিক করবেন।
✅ নিজের যত্ন নিন – নিজের শখ, পছন্দ, স্বাস্থ্য ও মানসিক প্রশান্তিকে গুরুত্ব দিন।
✅ সঠিক সম্পর্ক তৈরি করুন – যারা আপনাকে সম্মান দেয় ও বোঝে, তাদের সঙ্গে সময় কাটান।
✅ প্রয়োজনে কাউন্সেলিং নিন – যদি খুব বেশি কষ্ট হয়, তবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিন।

পৃথিবীর মানচিত্র থেকে অবশেষে গাজাবাসি মুছে গেলো।ওনি ঠিকই বলেছেন।এখন সারা বিশ্ব মুসলিম জাতি হইতো ওনাকে চিনবেন😭🙂আমি ১০লক্ষ...
06/04/2025

পৃথিবীর মানচিত্র থেকে অবশেষে গাজাবাসি মুছে গেলো।
ওনি ঠিকই বলেছেন।এখন সারা বিশ্ব মুসলিম জাতি হইতো ওনাকে চিনবেন😭🙂আমি ১০লক্ষ ইহুদি কে হত্যা করতে পারি নি ৬০ লক্ষ কে হত্যা করেছি।এই ১০ লক্ষ ইহুদিই পরবর্তী তে মানুষ কে জানিয়ে দিবে কেন আমি ৬০ লক্ষ কে হত্যা করেছিলাম। এডলফ হিটলার।

20/03/2025

শুধু দোয়া ছাড়া কিছু করতে পারলাম না। 🥹😭

19/03/2025

কী জবাব দিবো আল্লাহর কাছে ?
ফিলিস্তিনের মুসলিমদের জন্য?
ইয়া আল্লাহ তুমি কি তাদের আর্তনাদ শুনতে পাও না?
৪০০ মুসলিমকে শহীদ হয়ে গেলো?
আল্লাহ যেই চোখে ফ্যাসিস্ট দের পতন দেখিয়েছো সেই চোখে ইসরাইলের পতন দেখাইয়ো
কত ফুল জোরে যাচ্ছে আহ!💔

আহা জীবন। 😭গাজার আকাশে আজ রক্তিম সন্ধ্যা, ১৭ রমাদানের স্মৃতিতে মিশে শহীদের কান্না!হে আল্লাহ, ন্যায়বিচারের সূর্য উদিত করো...
19/03/2025

আহা জীবন। 😭
গাজার আকাশে আজ রক্তিম সন্ধ্যা, ১৭ রমাদানের স্মৃতিতে মিশে শহীদের কান্না!
হে আল্লাহ, ন্যায়বিচারের সূর্য উদিত করো,
জালিমদের পতন অনিবার্য করো!
হে আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাই বোনদের কে
ঐ জালেমদের থেকে হেফাজত করো।
আমিন।🤲🤲
اللهم انصر إخواننا في فلسطين، وارفع الظلم عنهم.

Address

Sherpur
2100

Telephone

+8801825852795

Website

Alerts

Be the first to know and let us send you an email when AT Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share