সত্যের সন্ধানে

সত্যের সন্ধানে My Allah is sufficient for me,
Alhamdulillah✍️
Md.Fazlul Karim Hridoy
(50)

13/06/2025

প্রত্যেকটা কাজ যার যার বিবেকের উপর নির্ভর করে।
হোক সেটা,ভালো কিংবা মন্দ।
এই দুটির মাধ্যমে আল্লাহ পাক বান্দার পরিক্ষা নিবেন।
কেউ কারও পাপের বোঝা বহন করবেনা।

13/06/2025

মা,বাবা"ভাই বড় ধন!
রক্তের বাঁধন।
যদি পৃথক হয়_বউয়ের কারণ!!

10/06/2025

আল্লাহর সৃষ্টির জগতে মানবজাতি যেমনটি সৃষ্টির সেরা।
ঠিক তেমনি, বেঈমানী,অকৃতজ্ঞতা,সুবিদাবাদী
মন্দের যা দিক আছে সব বিষয়েই সেরা✍️

01/06/2025

আপনি যার পোষ্টই দেখেন,আগে পোষ্টের ধারা,টা বুঝেন!
দেখেন যুক্তিসংগত কি-না!
তারপর সঠিক মন্তব্য করেন,নয়তো কেটে পড়েন।

01/06/2025

কিছু মানুষের এ কেমন মনমানসিকতা"
যুক্তিসংগত কথা বললেও,
কথা না বুঝে নেগেটিভ বুঝে।

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
01/06/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

স্টারদের বিষয়ে কিছু কথা,দুঃখের বিষয় এক মাসেও এমন করে ৫-১০টা হয় না ৩৫হাজার ফলোয়ারদের মধ্যে একটাও কি স্টার ওয়ালা,আমার পেইজ...
01/06/2025

স্টারদের বিষয়ে কিছু কথা,দুঃখের বিষয় এক মাসেও এমন করে ৫-১০টা হয় না ৩৫হাজার ফলোয়ারদের মধ্যে একটাও কি স্টার ওয়ালা,আমার পেইজে কি নাই,আমি কি তাদের অন্তত ৫/১০কেউ সাপোর্ট করি না। এটা বললাম কথার কথা,এই হচ্ছে মানুষের বিবেক!!

31/05/2025

মানুষ তেলের মাথায় তেল যে দেয়,সব জায়গায় দেয়। এটা কিন্তু_বাস্তব সত্য। ছলিমদ্দি,কলিমদ্দি,ছকিনাবানু,দিলরুবা বানু,অনেক স্টারদের সাপোর্ট করেছি,এখনও করি।
তাদের থেকে দু,একজন হঠাৎ যদিও দুই,একটা দেয়,আর বাকিগুলা দেখে দেখে সুন্দরআপাগো দেয়,আর এক স্টার,আরেকদের স্টারদের দেয়। এইডা হইছে তাদের ব্যবসা। একটা কথা তাদের ভাবা উচিৎ যারা সাপোর্ট করে তারা কিন্তুু_ফুলের আশায়। লাইভে যায়,সাপোর্ট করে।

31/05/2025
31/05/2025

Thank you everyone
35k🫰
Alhamdulillah✍️

30/05/2025

শুনতে খারাপ লাগলেও কথা কিন্তু_চিরসত্য"যারা সৎ এবং গরীব।তারা অধিকাংশ্য মানুষের কাছে অবহেলিত,মূল্যহীন✍️

30/05/2025

দুনিয়া-টা"এমনই নরমের যম!!
শক্তের ভক্ত।

Address

Islamic Pages
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share