SherDigital

SherDigital ভবিষ্যতের প্রযুক্তি, আজকের সমাধান। ওয়েবসাইট, মার্কেটিং ও অন্যান্য আইটি সার্ভিস এই সবকিছুই এক ছাদের নিচে। যোগাযোগ- 01916-688311, 09649-710071

01/11/2025

Bangladesh Nationalist Party-BNP

বিশেষ বিজ্ঞপ্তি ---------------------প্রিয় নালিতাবাড়ী,ঝিনাইগাতি ও শ্রীবরদির সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আপনার  সন্...
22/06/2024

বিশেষ বিজ্ঞপ্তি
---------------------
প্রিয় নালিতাবাড়ী,ঝিনাইগাতি ও শ্রীবরদির সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আপনার সন্তান কিংবা আত্মীয় স্বজন সন্ধ্যার পর কোথায় যায় কার সাথে মিশে খোঁজ রাখুন।রাত বারোটার পর কাউকে রাস্তাঘাটে মোটরসাইকেল শোডাউন বা অযথা আড্ডা দিতে দেখা গেলে মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনা অনুযায়ী তাদেরকে গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সংক্রান্তে বিশেষ অভিযান চলছে । পাশাপাশি রাত 12.00 ঘটিকার মধ্যে জরুরি ঔষধ,রেস্টুরেন্ট ছাড়া সকল দোকানপাট,টি স্টল বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বখাটে ও মাদকমুক্ত এলাকা গঠনে আপনাদের সহযোগিতা কামনা করছি।
বিষয়টি অতীব জরুরি।

বিনীত
এএসপি,নালিতাবাড়ী সার্কেল।

আজ বিকেলের কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ, ডালপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে ও উপড়ে পড়েছে। এতে প্রায় সমগ্র উপজেলায় বিদ্...
23/03/2024

আজ বিকেলের কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ, ডালপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে ও উপড়ে পড়েছে। এতে প্রায় সমগ্র উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিভাগ জরুরী মেরামত কার্যক্রম পরিচালনা করছে। মেরামত শেষ হলে বিদ্যুৎ সংযোগ চালু হবে। কারও এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেলে কিংবা খুঁটি ক্ষতিগ্রস্ত হলে দ্রুত বিদ্যুত বিভাগকে জানানোর অনুরোধ জানানো হল। বিদ্যুৎ সংযোগ চালুর পরও সকলকে রাস্তা কিংবা বাড়ীর আশপাশে জমে থাকা পানি এড়িয়ে চলা সহ সাবধানতার সাথে চলাফেরা করার অনুরোধ জানানো হয়েছে।

-
Uno Jhenaigati Sherpur
উপজেলা নির্বাহী অফিসার
ঝিনাইগাতী, শেরপুর।

প্রিয় স্যার মূল্যবান কথা শুনতে চোখ রাখুন ঠিক ৭.৩০ মিনিটে SherpurLive ফেসবুক পেইজে📣
01/03/2024

প্রিয় স্যার মূল্যবান কথা শুনতে চোখ রাখুন ঠিক ৭.৩০ মিনিটে SherpurLive ফেসবুক পেইজে📣

শোক বার্তা: আমাদের সহকর্মী ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলা টিভির শেরপুর জেলা প্রতিনিধ...
09/02/2024

শোক বার্তা:

আমাদের সহকর্মী ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলা টিভির শেরপুর জেলা প্রতিনিধি নাঈম ইসলামের মায়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

মরহুমার জানাজা নামাজ আগামীকাল শনিবার নয়টায় (০৯টায়) যোগনীমুড়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শেরপুর এবং ঝিনাইগাতীর কর্মরত সকল গনমাধ্যমকর্মীকে জানাজা নামাজে শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

আপনি প্রস্তুত তো.??৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের শীতকালীন প্রতিযোগীতা/২০২৪  এর "সাইক্লিং" ইভেন্ট.....
19/01/2024

আপনি প্রস্তুত তো.??

৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের শীতকালীন প্রতিযোগীতা/২০২৪ এর "সাইক্লিং" ইভেন্ট..!!

তারিখ: ২১/০১/২০২৪ রোজ: রবিবার

সময়: সকাল ১০:০০ টা (সরাসরি সম্প্রচার করা হবে)।

প্রধান অতিথি: মাননীয় সংসদ সদস্য, এ.ডি.এম শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার।

বিশেষ অতিথি: মো. আশরাফুল কবির, সহকারী কমিশনার (ভূমি)

সভাপতিত্ব করবেন: মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)

প্রতিযোগীতার স্থান: রাংটিয়া হতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণ।

বাস্তবায়নে: উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী শেরপুর।



মিডিয়া পার্টনার: Team Sherpur71

পুরো আয়োজন SherpurLive ও Sherpur71 এর ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।

Uno Jhenaigati Sherpur

07/01/2024

বালিয়াচন্ডি উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দিতে এসে ধরা।
তাও আবার সাংবাদিক এর সামনে?😳

অভিনন্দন ও শুভ কমনা রইলো
06/01/2024

অভিনন্দন ও শুভ কমনা রইলো

02/01/2024

নির্বাচনের উৎসবে, আমরা আছি আপনার পাশে...
জনস্বার্থে : শেরপুর জেলা পুলিশ

02/01/2024

সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীর উন্নয়নের কিছু অংশের প্রামাণ্যচিত্র। শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ রইলো। DC Sherpur

Hello, Smart Bangladesh
01/01/2024

Hello, Smart Bangladesh

Address

Office Team 71
Sherpur
2120

Alerts

Be the first to know and let us send you an email when SherDigital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SherDigital:

Share