গ্রাম বাংলার মিডিয়া

  • Home
  • গ্রাম বাংলার মিডিয়া

গ্রাম বাংলার মিডিয়া সবাই কে গ্রাম বাংলার মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম

শেরপুর, নালিতাবাড়ী উপজেলার বন্যহাতি এবং সীমান্ত এলাকার সৌন্দর্য দেখতে আমার সাথেই থাকুন।

12/07/2025

নিখোঁজের ১৪ দিন পার হলেও এখনো সন্ধান পায়নি সোহেল রানা কে! ফিরে পেতে চায় তার পরিবার।

বিস্তারিত : ভিডিও তে দেখুন

ব্রেকিং নিউজ -শেরপুরের গারো পাহাড়ের দাওধারা কাটাবাড়ি এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃ'ত্যু। বিস্তারিত আসছ...
05/07/2025

ব্রেকিং নিউজ -

শেরপুরের গারো পাহাড়ের দাওধারা কাটাবাড়ি এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃ'ত্যু।

বিস্তারিত আসছে -

হারানো বিজ্ঞপ্তিঃ নাম: সাগর আহমেদ সোহেল, ডাক নাম সোহেল রানাবয়স: ১০ বছরপিতা: মোঃ মনজুরুল আলমঠিকানা: বৈশাখী বাজার, নালিতা...
03/07/2025

হারানো বিজ্ঞপ্তিঃ

নাম: সাগর আহমেদ সোহেল, ডাক নাম সোহেল রানা
বয়স: ১০ বছর
পিতা: মোঃ মনজুরুল আলম
ঠিকানা: বৈশাখী বাজার, নালিতাবাড়ী, শেরপুর

গত রবিবার ২৯ জুন আনুমানিক সকাল ০৯-৩০ মিনিটের সময় সোহেল বাড়ি থেকে বাহিরে যায় এরপর থেকে আর বাড়ি ফিরেনি পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

যদি কোনো সহৃদয় ব্যক্তি সোহেলের খোঁজ পান বা কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের মোবাইল নম্বরগুলোর যেকোনোটিতে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

📞 ০১৭৭৭৮৭৫৭৬০
📞 ০১৭২৪৩০২২৪৭

সোহেলের পরিবারের পক্ষ থেকে সবার কাছে সহযোগিতা প্রার্থনা করছি।

নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে ঘরবাড়ি তছনছ নালিতাবাড়ী, শেরপুর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউন...
21/06/2025

নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে ঘরবাড়ি তছনছ

নালিতাবাড়ী, শেরপুর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা ও তারানী গ্রামে একদল বন্যহাতি তান্ডব চালিয়ে তিনটি পরিবারের বসতবাড়ি ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছে। শুক্রবার (২০ জুন) রাতব্যাপী তান্ডব চালিয়ে এসব পরিবারের ঘরে রাখা ধান, চাল ও গাছের কাঁঠাল এবং কলাগাছ খেয়ে সাবার করে হাতির দল।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- কালাকুমা গ্রামের হাবি মিয়া ও তার মেয়ে পুতুল। তাদের একটি করে বসত ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। এছাড়া তারানী গ্রামের বাসিন্দা হোসেন আলীর একটি বসত ও একটি রান্না ঘরে তান্ডব চালিয়ে লন্ডভন্ড করে দিয়েছে। সেই সাথে বসতঘরে মজুদ করে রাখা ধান, চাল, গাছের কাঁঠাল ও বাড়ির আঙ্গিনায় রোপিত কলাগাছ খেয়ে সাবার করেছে বন্যহাতির দল।

গ্রামবাসীরা জানান, দীর্ঘ দুই যুগ ধরে গারো পাহাড়ি এলাকায় শতাধিক বন্যহাতির কয়েকটি দলে বিভক্ত হয়ে পাহাড়ের ঢালে বসবাসরত মানুষের ঘরবাড়ি ও ফসলের মাঠে হানা দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে আসছে। প্রায় প্রতিদিনই উপজেলার কোন না কোন এলাকায় তান্ডব চালাচ্ছেই বন্যহাতির পাল। এলাকার মানুষ জানমাল রক্ষা করতে বন্যহাতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেও কোন ফল পাচ্ছেন না। তারা হাতির অত্যাচার বন্ধ করতে সরকারিভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান।

এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন প্রাপ্তী সাপেক্ষে তাদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।

21/06/2025

নির্ঘুম রাত, হাতি আতংকে সীমান্ত এলাকার মানুষ
পাহাড়ে পর্যাপ্ত খাবার না থাকায় হানা দিচ্ছে লোকালয়ে
নালিতাবাড়ী, শেরপুর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারানী গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বী বিকান্ত রেমা (২৬) নামে এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্র...
19/06/2025

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারানী গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বী বিকান্ত রেমা (২৬) নামে এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. আব্দুর রহমান।

বিকান্ত রেমা ঢাকায় আটো রিকশা চালাক। সে উপজেলার তারানী গ্রামের মৃত. মসিয়াতার ছেলে।

বিকান্ত রেমা ওরফে আব্দুর রহমান সাংবাদিকদের জানান, ‘আগে আমি ধর্মের গভীরতা বুঝতে পারিনি। কিন্তু পরে বুঝতে পারি, আল্লাহ আছেন, আমার মৃত্যু হবে এবং মৃত্যুর পরও একটি জীবন রয়েছে—যার শুরু আছে, শেষ নেই। সেই অনন্ত জীবনের জন্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘মুসলিম ধর্মই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি তাঁরই ইবাদত করব, তাঁর বিধান মেনে চলব।’

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবক আব্দুর রহমান ধর্মান্তরের পর থেকে নিয়মিত নামাজ পড়ছেন এবং ইসলাম ধর্ম বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পাশে দাঁড়িয়েছেন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মৃত হস্তী শাবকটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে দাওধারা গারো পাহাড় এ...
09/06/2025

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মৃত হস্তী শাবকটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে দাওধারা গারো পাহাড় এলাকায়
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মৃত হস্তী শাবকটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গারো পাহাড়ের ভেতরে একটি মৃত বন্য হস্তী শাবক পাওয়া গেছে। কয়েক দিন আগে শাবকটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দাওধারা বনে ময়নাতদন্ত শেষে নিয়ম মেনে সেটিকে মাটিচাপা দেওয়া হয়।

বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন গত শুক্রবার উপজেলার দাওধারা গারো পাহাড় এলাকায় বন্য হাতির চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তবে ঠিক কী কারণে হাতির দল এমন আচরণ করছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। ঈদের দিন শনিবার কেউ বনের দিকে না গেলেও গতকাল রোববার বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয় লোকজন একসঙ্গে পাহাড়ে অনুসন্ধানে যান। বিকেলে তাঁরা সদ্য ভূমিষ্ঠ একটি হস্তী শাবকের মৃতদেহ খুঁজে পান। তবে আশপাশের বন্য হাতির একটি দলের উপস্থিতি থাকায় শাবকটি উদ্ধার এবং পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি।

আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন
মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীসহ বন বিভাগের কর্মকর্তারা এসে মৃত শাবকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে বন বিভাগের একটি দল শাবকটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেন।

Breaking Newsশেরপুর, নালিতাবাড়ী পোড়াগাঁও ইউনিয়নের নামা-বাতকুচি গ্রামে হাতির আ'ক্র'ম'ণে বৃদ্ধা নি'হ'ত...
30/05/2025

Breaking News
শেরপুর, নালিতাবাড়ী পোড়াগাঁও ইউনিয়নের নামা-বাতকুচি গ্রামে হাতির আ'ক্র'ম'ণে বৃদ্ধা নি'হ'ত...

শেরপুর, ঝিনাইগাতীতে বন্য হাতির আ/ক্র/ম/ণে নি/হ/ত দুই পরিবারকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন |
22/05/2025

শেরপুর, ঝিনাইগাতীতে বন্য হাতির আ/ক্র/ম/ণে নি/হ/ত দুই পরিবারকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন |

22/05/2025

বন্যহাতি আর কুকুরের মজার দুষ্টুমি 🐘🐘

Address


Telephone

+8801303078273

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রাম বাংলার মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রাম বাংলার মিডিয়া:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share