07/11/2025
শেরপুরের জ্যোতি সহ বেশ কয়েকজনকে ক্ষমা করবেন না জাহানারা!
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম এক আবেগঘন মুহূর্তে নিজের কষ্টের কথা প্রকাশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন – “তৌহিদ ভাই, মঞ্জু ভাই, ইমন স্যার — ওনাদের আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনো দিন না। জ্যোতি, পিঙ্কি, নাহিদা, ঋতুমনি — এই ব্যক্তিগুলারে আমি কোনোদিনই ক্ষমা করবো না।”
#বিসিবি #নারীক্রিকেট #জাহানারা #জ্যােতি #বাংলাদেশ
#শেরপুর #আমাদেরনকলা