TAQWA

TAQWA সত্যের পথে চলুন,নীতিবান হোন,অন্যায়কে প্রতিবাদ করুন,ন্যায়কে গ্রহণ করুন,হালাল হারাম চিহ্নিত করুন।

25/05/2025

পাপ কে পুণ্য মনে করলেই পাপ তো আর পুণ্য হবেনা, আল্লাহ আইন স্বর্ণাক্ষরে লেখা, চাইলেইে যে কেউ বদলাতে পারবে না।

03/05/2025

একটুখানি ভালো থাকার তাগিদে মানুষ কত অপছন্দের জিনিসও এডজাস্ট করে নেয়।

03/05/2025

আমার স্বপ্নগুলো আমার স্বার্থের বাইরে, তবে আমি ভরসা রাখি আল্লাহর উপরে ইনশাআল্লাহ একদিন পূরণ হবে আল্লাহ চাইলে।

03/05/2025

মানুষ ঠকায়েন না ভাই, মানুষ বাঁচেই বা কয়দিন মানুষের বদ-দোয়া মানুষকে ভালো থাকতে দেয়না।

20/04/2025

❝ রাসুলুল্লাহ ﷺ বলেছেন। একজন মানুষ তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার সময়।
(মুসলিম,হাদিস-৯৭৯) ❞

20/04/2025

❝ মহামারীতে মৃত্যু হওয়া প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাত।।
[সহীহ বুখারীঃ ২৮৩০] ❞

20/04/2025

❝ সবসময়ই ধৈর্য্য ধরে থাকি। কারণ, ধৈর্য্যশীলদের আল্লাহ তায়ালা পছন্দ করেন। ❞

20/04/2025

❝ আল্লাহ মাঝে- মাঝে বিপদ দেন। -কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। ❞

20/04/2025

❝ দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক -সুবাহানাল্লাহ ❞

20/04/2025

যদি আমি মরে যাই কেঁদো না,শুধু আকাশের দিকে তাকিয়ে বলো
::: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন :::
আর আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবে না, কারণ আমি আমার রবের নির্ধারিত রিজিক উপভোগ করে ফেলেছি।

20/04/2025

যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!

খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু আনহুকে মুশরিকেরা হত্তা করার জন্যে যখন মক্কা থেকে দূরের উপত্যকায় নিয়ে যাচ্ছিল, তখন তিনি এমন ...
18/03/2025

খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু আনহুকে মুশরিকেরা হত্তা করার জন্যে যখন মক্কা থেকে দূরের উপত্যকায় নিয়ে যাচ্ছিল, তখন তিনি এমন চমৎকারভাবে বদদুয়া করেছিলেন যে—যালিমদের বিরুদ্ধে মাযলুমের হৃদয়ছেঁড়া অভিশাপ হিশেবে তা সীরাতের পাতায় পাতায় লিপিবদ্ধ হয়ে আছে।

তিনি বলেছিলেন— ‘ইয়া আল্লাহ! আপনি এদের প্রত্যেককে এক এক করে গুনে রাখুন। এদেরকে বিক্ষিপ্তভাবে হত্তা করুন। এদের একজনকেও আপনি ছাড় দেবেন না’।

মাযলুম উপত্যকার চারশোরও অধিক মানুষকে একদিনের মধ্যে হত্তা করেছে যালিমেরা, যার মধ্যে একশো ত্রিশেরও বেশি শিশু।

আপনার রামাদানের দুয়ায় এই মাযলুম ভাই বোনদের ভুলে যাবেন না৷ আর, তাহাজ্জুদের সিজদাহতে যালিমদের জন্য ঠিক সেভাবে বদদুয়া করুন যেভাবে বদদোয়া শিখিয়ে গেছেন সাহাবি খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু আনহু।

ইয়া আল্লাহ, আপনি এদের একজনকেও ছাড় দিবেন না।

-আরিফ আজাদ

Address

Nalitabari
Sherpur
2110

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share