
04/01/2025
টান
শেখ ফয়জুর রহমান
ঘুমহীন রাতগুলো প্রসব বেদনায় কাটে !
ঘুঘুগুলো পায়ে পরে
দাসত্বের মুক্তা খচিত শেকল
তবুও উজ্জ্বল দিনের মতো হেসে যায় ,
আবর্জনার মতো বন্যায় ভেসে যায়
তবুও শেকড়ের সেকি টান !