16/10/2025
HSC ফলাফল ২০২৫
আজ সারাদেশের ফলাফল দেখে মনে হলো —
আমাদের প্রিয় ছোট ভাই–বোনেরা এখনো কেউ কেউ আন্দোলন, রাজনীতি, সমন্বয়ক এসবের ভেতরেই ব্যস্ত 😔
এখনো ঠিকভাবে পড়ার টেবিলে ফিরে বসা শুরু হয়নি।
🎯 একটা কথা বলব — এখনো দেরি হয়নি।
একবার হেরে যাওয়া মানেই শেষ নয়।
সামনে আরও ভালো করার সুযোগ আছে।
এখনই মনোযোগ ফেরাও, পড়ার টেবিলে ফিরে যাও। 📚
👩🏫 শিক্ষকদের দিকেও একটু নজর দিই —
তারা নিশ্চয়ই সঠিকভাবে খাতা মূল্যায়ন করেছেন।
এত বেশি ফেল হওয়া অস্বাভাবিক মনে হলেও তাদের দোষ দেওয়া যায় না;
কারণ তারা নম্বর কমিয়ে কোনো লাভ পান না।
তবু যদি কোথাও অন্যায়ভাবে নম্বর কম পড়ে থাকে,
বোর্ড চ্যালেঞ্জের পর যেন তা ন্যায্যভাবে বিবেচিত হয় — এই আশা রাখি।
🌟 যারা ভালো ফল করেছো — অভিনন্দন!
পড়াশোনার পাশাপাশি এখন থেকেই একটা স্কিল অর্জন করার চেষ্টা করো।
আর যারা ফলাফল নিয়ে হতাশ — মন খারাপ কোরো না।
ইংরেজি বলার অনুশীলন শুরু করো,
আর একটা কাজে লাগার মতো স্কিল শেখো।
দেখবে, একদিন এই দুই জিনিসই তোমার জীবন বদলে দেবে। 💪
🤲 সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ❤️
#পরীক্ষা #শিক্ষা #প্রেরণা