Mₒₙᵢᵣ ₒf ₜₕₑ Dᵤₜyₖₐₗ

Mₒₙᵢᵣ ₒf ₜₕₑ Dᵤₜyₖₐₗ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mₒₙᵢᵣ ₒf ₜₕₑ Dᵤₜyₖₐₗ, Digital creator, gazirkhamar, Sherpur.

dutykal —
এক নাম,
যা চিৎকার নয়, বরং কাজ আর প্রমাণের শক্তিতে দাঁড়ায়।
স্কিল, স্বাধীনতা আর সিগমা মাইন্ডসেট দিয়ে,
স্বাধীনতা অর্জন কঠিন,
আরো কঠিন সেটা রক্ষা করা। অর্জন করে সব কথা ধরে রেখে কাজ করার অন্যতম মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং এটাই বেস্ট।

🌀সকাল ১০টা, ট্রাফিকে আটকে নেই।কারণ তার অফিসটা… একটা ল্যাপটপ আর ভালো ইন্টারনেট।📶শুধু Wi-Fi থাকলেই হয়।সাগরের পাশে বসে কিং...
25/07/2025

🌀
সকাল ১০টা, ট্রাফিকে আটকে নেই।
কারণ তার অফিসটা… একটা ল্যাপটপ আর ভালো ইন্টারনেট।

📶
শুধু Wi-Fi থাকলেই হয়।
সাগরের পাশে বসে কিংবা গ্রামের সবুজ মাঠে—
কাজ ঠিকই চলছে, আয়ও হচ্ছে।

🕊️
বস নেই, ডেডলাইন আছে।
তবে সেটা ঠিক করে নেয় সে নিজেই।

🌍
দুনিয়ার যেকোনো প্রান্তে ক্লায়েন্ট।
আর পেমেন্ট? এক ক্লিকে ঢুকে যায় বিকাশে বা ব্যাংকে।

🔑
এই জীবনটা প্ল্যান করে কেউ গিফট করেনি।
সে নিজেই শিখেছে, তৈরি হয়েছে, এখন উপভোগ করছে।

---

👀
তোমার চারপাশেও এমন কেউ আছে, শুধু মুখে বলে না।

তুমি হতে পারো পরের জন।

১৮ জুলাই | শহীদ ফ্রিল্যান্সার মীর মুগ্ধের মৃত্যুবার্ষিকীতিনি ছিলেন শুধু একজন ছাত্র নয়—ছিলেন লাখো তরুণের স্বপ্ন ও সাহসের ...
18/07/2025

১৮ জুলাই | শহীদ ফ্রিল্যান্সার মীর মুগ্ধের মৃত্যুবার্ষিকী

তিনি ছিলেন শুধু একজন ছাত্র নয়—
ছিলেন লাখো তরুণের স্বপ্ন ও সাহসের প্রতীক।
একজন গর্বিত ফ্রিল্যান্সার,
একজন মানবিক যোদ্ধা।

শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলনরত ভাই-বোনদের মাঝে পানি বিলিয়েছেন।
তার শেষ কথা—
“পানি লাগবে, পানি…”
আজও আমাদের বিবেককে নাড়া দেয়।

১৮ জুলাই, এক নিখুঁত স্নাইপার বুলেটে নিভে গেলো এক দীপ্তিমান জীবন।
কিন্তু তার আত্মত্যাগ হয়ে রইল আমাদের অনুপ্রেরণার আগুন।

শ্রদ্ধা শহীদ মীর মুগ্ধ ও সব নাম না জানা শহীদের প্রতি।
তাদের রক্তেই লেখা হবে আগামী দিনের বাংলাদেশ।
#শহীদ_মুগ্ধ




#১৮জুলাই
#শ্রদ্ধা_ও_প্রেরণা

With তাহমিনা আক্তার তিন্নি – I just got recognized as one of their top fans! 🎉
18/06/2025

With তাহমিনা আক্তার তিন্নি – I just got recognized as one of their top fans! 🎉

Bas kunjo
15/06/2025

Bas kunjo

With Md Tawhid – I just got recognized as one of their top fans! 🎉
13/06/2025

With Md Tawhid – I just got recognized as one of their top fans! 🎉

Done 👍
13/06/2025

Done 👍

একটা অধ্যায় শেষ হলো, আরেকটা শুরু হচ্ছে।শেরপুরের নরম আলো, চেনা গন্ধ, আপন মুখগুলোকে রেখে এবার ঢাকার ব্যস্ততার দিকে পা বাড়...
11/06/2025

একটা অধ্যায় শেষ হলো, আরেকটা শুরু হচ্ছে।
শেরপুরের নরম আলো, চেনা গন্ধ, আপন মুখগুলোকে রেখে এবার ঢাকার ব্যস্ততার দিকে পা বাড়ালাম।
নতুন স্বপ্ন, নতুন লড়াই—সব কিছু নিয়েই এগিয়ে যাচ্ছি।
শেরপুর থাকবে মনের ভেতরে, ঠিক সেই আগের মতোই।
দোয়া কইরো, শুরুটা যেন ঠিক মতো হয়। 🛤️🌆

"প্রতিদিনই স্বাধীন, এটা তো আমার ফ্রিল্যান্সিং লাইফের অভ্যাস।কিন্তু আজকের দিনটা আলাদা—গ্রামে, সবার মাঝে, ঈদের নামাজের পর ...
08/06/2025

"প্রতিদিনই স্বাধীন, এটা তো আমার ফ্রিল্যান্সিং লাইফের অভ্যাস।
কিন্তু আজকের দিনটা আলাদা—গ্রামে, সবার মাঝে, ঈদের নামাজের পর প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক মুহূর্ত।
ছবিটা হঠাৎ তোলা, কিন্তু এর পেছনে যতটা শান্তি, ততটাই গর্ব—
কারণ সবটা নিজের উপার্জনে, নিজের সময়ে।
এটাই হয়তো জীবনের সেই স্বাদ, যেটা শুধু কাজ নয়—
নিজের মতো করে বাঁচার পথ থেকেই আসে।"


— স্বাধীনতা যার প্রতিদিন, শান্তি তার ঈদের সকাল।

শুধু ফসলই কাটা হয়নি — সময়ও থেমে গেছে একটু, নিস্তব্ধ সবুজের কোলে।ধান কাটা হয়ে গেছে অনেক আগেই, কিন্তু সেই ঘ্রাণ, সেই শোভার...
06/06/2025

শুধু ফসলই কাটা হয়নি — সময়ও থেমে গেছে একটু, নিস্তব্ধ সবুজের কোলে।
ধান কাটা হয়ে গেছে অনেক আগেই, কিন্তু সেই ঘ্রাণ, সেই শোভার রেশ এখনো মাটিতে গন্ধ ছড়ায়।
একটা সময় ছিল, এই মাঠে ছিল খরতাপ, কৃষকের ঘাম আর স্বপ্নের গল্প।
এখন শুধু মাঠ পড়ে আছে — যেন অপেক্ষায়, আরেকটি মৌসুম, আরেকটি জীবনের।

📍গ্রামের নামহীন এক কোণ
📸Captured with love |

"কিছুদিনের জন্য ফিরে যাচ্ছি শেকড়ের কাছে…সেখানে একটু নিঃশ্বাস, একটু মাটি,আর পুরনো কিছু চেনা মুখ অপেক্ষা করে।" #গ্রাম #গ্...
05/06/2025

"কিছুদিনের জন্য ফিরে যাচ্ছি শেকড়ের কাছে…
সেখানে একটু নিঃশ্বাস, একটু মাটি,
আর পুরনো কিছু চেনা মুখ অপেক্ষা করে।"
#গ্রাম

#গ্রামীণজীবন

#গ্রামের_সুন্দরতা
#গ্রামবাংলা
#পল্লীজীবন

#গ্রামবাংলার_ছবি

#গ্রামবাংলার_সুন্দরতা
#গ্রামের_জীবন
#গ্রামের_মাটির_গন্ধ
#পল্লীজীবনের_সুখ









Address

Gazirkhamar
Sherpur
2100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mₒₙᵢᵣ ₒf ₜₕₑ Dᵤₜyₖₐₗ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share