
25/07/2025
🌀
সকাল ১০টা, ট্রাফিকে আটকে নেই।
কারণ তার অফিসটা… একটা ল্যাপটপ আর ভালো ইন্টারনেট।
📶
শুধু Wi-Fi থাকলেই হয়।
সাগরের পাশে বসে কিংবা গ্রামের সবুজ মাঠে—
কাজ ঠিকই চলছে, আয়ও হচ্ছে।
🕊️
বস নেই, ডেডলাইন আছে।
তবে সেটা ঠিক করে নেয় সে নিজেই।
🌍
দুনিয়ার যেকোনো প্রান্তে ক্লায়েন্ট।
আর পেমেন্ট? এক ক্লিকে ঢুকে যায় বিকাশে বা ব্যাংকে।
🔑
এই জীবনটা প্ল্যান করে কেউ গিফট করেনি।
সে নিজেই শিখেছে, তৈরি হয়েছে, এখন উপভোগ করছে।
---
👀
তোমার চারপাশেও এমন কেউ আছে, শুধু মুখে বলে না।
তুমি হতে পারো পরের জন।