
23/09/2025
#জরিনা
সালটা হবে আনুমানিক প্রায় ২০৬৬' বারান্দায় চেয়ারে চা/কফি খেতে খেতে হঠাৎ তোমার কথা মনে পড়ে যাবে, যৌবন কালে একটা বড় আফসোস ছিলো। সেই আফসোস বৃদ্ধকালেও কাটেনি , হাতটা বুকের ডান দিকে রেখে কান্না করতে করতে বলবো।ছিলো এক মায়াবতী,গুণবতী, রূপবতী, সেই ২০২৫ সালের আমার চোখে দেখা জেনারেশন এর শ্রেষ্ঠ নারী। যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম, কিন্তু আফসোস সেই নারী আমার ভাগ্যে জুটেনি!