Pranto Das

Pranto Das আমিও একদিন ছায়াপদ্মের মতো বিলীন হয়ে যাবো 🍂🍂
শুধু পড়ে থাকবে আমার কিছুটা স্মৃতি 🍃🍃

আজ ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ ইং,১৮ ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ রোজঃ বৃহস্পতিবার,পূর্ণব্রহ্মপুরুষ শিবকল্পরূপী ত্রিকালদর্শী মহাযোগী শ্...
03/09/2025

আজ ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ ইং,১৮ ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ রোজঃ বৃহস্পতিবার,পূর্ণব্রহ্মপুরুষ শিবকল্পরূপী ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

"আমার চরন ধরিস না, আচরন ধর।"~ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী
06/03/2025

"আমার চরন ধরিস না, আচরন ধর।"
~ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী

06/03/2025

অনেক শখ ছিল একজন কে পাওয়ার যা শুধু শখ'ই রয়ে গেল আর পাওয়া হলো না!

26/02/2025

হর হর মহাদেব
🔱👏শুভ শিব চতুর্দশী। 🕉️🔱
আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে জানাই পবিত্র শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা 🕉️❤️

মহান বিজয় দিবসের শুভেচ্ছা
15/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

Joy Baba Loknath 🌿🌺🌺
15/12/2024

Joy Baba Loknath 🌿🌺🌺

28/05/2024
তুমি রবে নীরবে বাঙালির হৃদয়ে ❤️আজ ১৭ ই মার্চ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিব...
16/03/2024

তুমি রবে নীরবে বাঙালির হৃদয়ে ❤️
আজ ১৭ ই মার্চ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। এই বিশেষ দিনে, আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

" জয় ত্রিকালদর্শী মহাযোগী শিব কল্পতরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার অহৈতুকী কৃপায় ও সকলের সহযোগীতায় আজ আমরা ৩০০০০ হা...
07/02/2024

" জয় ত্রিকালদর্শী মহাযোগী শিব কল্পতরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার অহৈতুকী কৃপায় ও সকলের সহযোগীতায় আজ আমরা ৩০০০০ হাজার সদস্যের পরিবার।এগিয়ে যেতে চাই বহুদূর সকলের আর্শিবাদ ও সহযোগিতা কামনা করছি।
এডমিন: Joy Baba Loknath Group

সবাইকে পৌষ সংক্রান্তির কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।পৌষ সংক্রান্তি বা মকরসংক্রান্তি একটা ফসলী উৎসব যা শুধু দক্ষিণ ...
14/01/2024

সবাইকে পৌষ সংক্রান্তির কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।
পৌষ সংক্রান্তি বা মকরসংক্রান্তি একটা ফসলী উৎসব যা শুধু দক্ষিণ এশিয়ায় পালিত হয়। ভারতে পৌষসংক্রান্তি নামেই, বাংলাদেশে এর নাম সাকরাইন, নেপালে এটা পরিচিত মাঘি নামে, থাইল্যান্ডে সংক্রান, লাওসে পি-মা-লাও, মিয়ানমারে থিং-ইয়ান এবং কম্বোডিয়ায় মহাসংক্রান নামে পরিচিত। মকরসংক্রান্তি হল সেই ক্ষণ যাকে ঘিরে এই উৎসব পালিত হয়।
প্রাচীনকাল থেকেই এই উৎসব চলে আসছে। তবে সুস্পষ্টভাবে কোন তথ্য পাওয়া যায় না। হতে পারে এটা হাজার বছরের উৎসব বা তারও আগের তবে পুরাণেও এর উল্লেখ আছে। যার মধ্যে আমরা উত্তর পেয়ে যাই। পুরাণ অনুযায়ী, মকর সংক্রান্তির এই মহাতিথিতেই মহাভারতের পিতামহ ভীষ্ম শরশয্যায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। আবার অন্য মত অনুযায়ী, এই দিনই দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল।
বিষ্ণুদেব অসুরদের বধ করে তাঁদের কাটা মুন্ডু মন্দিরা পর্বতে পুঁতে দিয়েছিলেন, তাই মকরসংক্রান্তির দিনই সমস্ত অশুভ শক্তির বিনাস হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল বলে আজও মানা হয়ে থাকে। আবার অন্য মতে, সূর্য এ দিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কের একটি বিশেষ দিন হিসাবেও ধরা হয়।
জড় বিজ্ঞান অনুযায়ী, সূর্যের গতি দুই প্রকার, উত্তরায়ণ এবং দক্ষিণায়ণ। ২১ ডিসেম্বর সূর্য উত্তরায়ন থেকে দক্ষিণায়নে প্রবেশ করে। এ দিন রাত সবথেকে বড় হয় আর দিন সবথেকে ছোট হয়। এর পর থেকে দিন বড় আর রাত ছোট হতে শুরু করে। মাঘ থেকে আষাঢ় পর্যন্ত ছয় মাস উত্তরায়ণ। আবার শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত ছয় মাস দক্ষিণায়ণ। পৌষ মাসের সংক্রান্তিকেই বলা হয় উত্তর সংক্রান্তি বা মকর সংক্রান্তি। শাস্ত্র মতে উত্তরায়ণে মৃত্যু হলে মুক্তি প্রাপ্তি হয় এবং দক্ষিণায়ণে মৃত্যু হলে ঘটে পুনরাবৃত্তি অর্থাৎ তাঁকে আবার সংসারে ফিরে আসতে হয়। সূর্য এ দিনই ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। এর থেকেই মকর সংক্রান্তির উৎপত্তি।

🌿🙏মানব জন্মের উদ্দেশ্য 🙏🌿আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল কর্ম করা উচিত।  মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম - তত্ত্ব সম্বন্...
14/01/2024

🌿🙏মানব জন্মের উদ্দেশ্য 🙏🌿

আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল কর্ম করা উচিত।
মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম - তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা ।এ ছাড়া অন্য কোনও উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়।তাই যারা পরম সত্যের অনুসন্ধানী , তারা কখনই ইন্দ্রিয় - সুখভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না । কেন না তারা পরম সত্যের অনুসন্ধানে সর্বদাই মগ্ন । তাই জীবনের প্রতিটি স্তরেই আমাদের পরম সত্যের অনুসন্ধান করা উচিত এবং তার ফলেই কেবল আমরা সুখী হতে পারি । আমরা যদি কৃষ্ণ ভক্ত হই তখন আমাদের ইন্দ্রিয় - সুখভােগের সমস্ত প্রচেষ্টা থেকে বিরত হওয়া যায়।।
🌿🙏🥀জয় শ্রী রাধে রাধে🥀🙏🌿

Address

Sherpur
2110

Telephone

+8801310339800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pranto Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share