Future Goal Organization

Future Goal Organization Empowering dreams, shaping futures—join us on the path to lasting impact.

30/07/2025
আসিতে চলিতেছে ঢাকা টু নালিতাবাড়ী ❤️💥🇧🇩
30/07/2025

আসিতে চলিতেছে ঢাকা টু নালিতাবাড়ী ❤️💥🇧🇩

আমাদের সংগঠনের নামে চাবির রিং বানাইলাম....  কারো লাগলে বলবেন।  ゚viralシviralシfypシ゚viralシalシ
23/07/2025

আমাদের সংগঠনের নামে চাবির রিং বানাইলাম....
কারো লাগলে বলবেন।

゚viralシviralシfypシ゚viralシalシ

18/07/2025

১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন এক জিবি ফ্রি ইন্টারনেট। ফ্রি ডাটা পেতে ডায়াল Gp *121*1807 # BL *121*1807 # Robi *4*1807 #
উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ

আমাদের সপ্ন❤️❤️❤️
07/07/2025

আমাদের সপ্ন❤️❤️❤️

কেমন হলো ডিজাইন টা? সবাই জনিয়ে জাবেন।
05/07/2025

কেমন হলো ডিজাইন টা? সবাই জনিয়ে জাবেন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আশা করছি, আপনারা সবাই আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে ভালো ও সুস্থ আছেন। ঈদের ছুটিতে অ...
06/06/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আশা করছি, আপনারা সবাই আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে ভালো ও সুস্থ আছেন।

ঈদের ছুটিতে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি যাচ্ছেন।
অনুরোধ রইল — যাত্রাপথে সতর্ক থাকুন, রাস্তাঘাটে চোখ-কান খোলা রাখুন।
আল্লাহ যেন আপনাদের যাত্রা করেন নিরাপদ ও সার্থক।

ঈদের এই আনন্দঘন সময়ে নিজের পরিবারের পাশাপাশি পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন ও অসহায়দের খবর নিন।
তাদের দুঃখ-সুখের অংশীদার হোন, কারণ ঈদের আনন্দ একে-অপরের মধ্যে ভাগ করে নেয়ার মাঝেই রয়েছে এর প্রকৃত সৌন্দর্য।

ফিউচার গোল অর্গানাইজেশন-এর পক্ষ থেকে বিশেষ অনুরোধ:
সংগঠনের বার্তা ও উদ্দেশ্য ছড়িয়ে দিন আপনার চারপাশে।
আসুন আমরা একসঙ্গে এই সংগঠনকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে তুলতে কাজ করি।

আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানি কবুল করেন, আমাদের ত্যাগের মাধ্যমে গড়ে ওঠে সহমর্মিতা, সংহতি ও মানবিকতা।

৩০ মে ২০২৫, সোমবার — আবারো ফিউচার গোল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের সম্মানিত সদস্য আব্দুল আলিম ভাই-এর হাতে একটি ফ্রীজ ...
01/06/2025

৩০ মে ২০২৫, সোমবার — আবারো ফিউচার গোল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের সম্মানিত সদস্য আব্দুল আলিম ভাই-এর হাতে একটি ফ্রীজ তুলে দেওয়া হয়েছে, যা তিনি ইনশাআল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন।

এই সহযোগিতামূলক উদ্যোগ আমাদের সংগঠনের মূল্যবোধকে আবারো স্পষ্ট করে তোলে — “সহযোগিতা, সচ্ছলতা এবং সম্মানের ভিত্তিতে গড়ে উঠুক একটি সুন্দর সমাজ।”
আলিম ভাইয়ের প্রয়াস, নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি দায়বদ্ধতার সাথে তা পরিশোধের অঙ্গীকার সত্যিই অনুপ্রেরণাদায়ক।
এটি আবারো প্রমাণ করে — সহযোগিতা কখনও কারও প্রতি করুণা নয়, বরং একে অপরকে এগিয়ে নেওয়ার সম্মিলিত প্রচেষ্টা।

ফিউচার গোল অর্গানাইজেশন সবসময়ই চাই সমাজের প্রতিটি সদস্য যেন সম্মান ও আত্মমর্যাদা বজায় রেখেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে।

সঞ্চয় করুন, সুন্দর ভবিষ্যতে গড়ুন।

সবাইকে ঈদের দাওয়াত রইলো🥰
23/05/2025

সবাইকে ঈদের দাওয়াত রইলো🥰

আলহামদুলিল্লাহ!ফিউচার গোল অর্গানাইজেশনের এক বছরের সফল যাত্রাসময়ের পরিক্রমায় আমাদের প্রিয় সংগঠন "ফিউচার গোল অর্গানাইজেশন"...
21/05/2025

আলহামদুলিল্লাহ!
ফিউচার গোল অর্গানাইজেশনের এক বছরের সফল যাত্রা

সময়ের পরিক্রমায় আমাদের প্রিয় সংগঠন "ফিউচার গোল অর্গানাইজেশন" এক বছর পূর্ণ করেছে।
আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজ প্রায় ৩ লক্ষ টাকার সঞ্চয় গড়ে তুলতে পেরেছি।
এই অর্জন শুধু সংখ্যায় নয়, বরং এটি আমাদের ঐক্য, নিষ্ঠা ও স্বপ্নপূরণের পথে এগিয়ে চলার প্রতিফলন।

বিশ্বে বহু সংগঠন তৈরি হয়, কিন্তু অনেকেই একতা ও সঠিক পরিচালনার অভাবে টিকে থাকতে পারে না।
আমরা চাই, আমাদের সংগঠন হোক একটি ব্যতিক্রম— যেখানে থাকবে পারস্পরিক শ্রদ্ধা, মতামতের মূল্যায়ন, স্বচ্ছতা ও সম্মিলিত পরিকল্পনা।

আমরা সবাই মিলে গঠনমূলক পরামর্শ দেবো, প্রয়োজন হলে সমালোচনাও করবো,
কিন্তু সবশেষে সিদ্ধান্ত গ্রহণ করবো সবাই মিলে, এক মন এক প্রাণ হয়ে।
আমাদের সংগঠনের প্রতিটি পদক্ষেপ হবে সম্মিলিত প্রচেষ্টার ফল।

একান্ত অনুরোধ:
আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ,
এবং সবাই চেষ্টা করি নতুন সদস্য যুক্ত করার জন্য।
তবে সদস্য অবশ্যই হতে হবে আমাদের নীতিমালার অনুগামী—
ভালো মনের, স্বপ্নবান, দায়িত্ববান, এবং 'Zen' মানসিকতার অধিকারী।
কারো দ্বারা যেন আমাদের লক্ষ্যে ব্যাঘাত না ঘটে— এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

ইনশাআল্লাহ, শীঘ্রই আমরা একটি অনলাইন মিটিং আয়োজন করবো,
সভাপতির সঙ্গে পরামর্শক্রমে সময় নির্ধারণ করে তা সবাইকে জানানো হবে।

আল্লাহ যেন আমাদের এই সংগঠনকে বরকতপূর্ণ করে তোলেন,
আমাদের সবাইকে সফলতা ও কল্যাণের পথে পরিচালিত করেন— আমিন।

সবার পরিবারই সবার প্রথম সংগঠন.......!
20/05/2025

সবার পরিবারই সবার প্রথম সংগঠন.......!

পরিকল্পনা তো সবাই করে.....,           বাস্তবায়ন কয় জনে করতে পারে.....?
19/05/2025

পরিকল্পনা তো সবাই করে.....,
বাস্তবায়ন কয় জনে করতে পারে.....?

Address

Balugota Nakshi Nosompur Bazar, Nalitabari
Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Future Goal Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share