
25/05/2025
জিলক্বদ মাসের ফজিলতঃ
1.হারাম মাসের অন্তর্ভুক্ত:
*জিলক্বদ মাস হল হারাম মাসের একটি,সেগুলো হল: রজব, জিলক্বদ,জিলহজ,মুহাররম।
কোরআন শরিফে আল্লাহ তায়ালা বলেন:
ان عدة الشهور عند الله اثنا عشر شهرا فى كتاب الله يوم خلق السموات والارض منها اربعة حرم ذلك الدين القيم
অর্থ: নিশ্চয় আল্লাহর বিধান ও গননায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান;
(সূরা আত- তাওবা, আয়াত ৩৬)
এই মাসগুলোতে পাপের শাস্তি এবং ভালো কাজের প্রতিদান আরো বাড়িয়ে বড় করে লেখা হয়।
সহীহ বোখারী শরীফে বলা হয়
قال رسول الله صلى الله عليه وسلم
ان الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والارض،السنة اثنا عشر شهرا،منها اربعة حرم،ثلاث متواليات:ذو القعدة،وذالحجة،والمحرم،ورجب مضر...
অর্থ: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
বলেছেন:
"নিশ্চয়ই সময় তার আসল অবস্থায় ফিরে এসেছে যেদিন আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন।বছরে ১২ টি মাস আছে,তার মধ্যে চারটি হল সম্মানিত মাস। তিনটি পর পর:জিলক্বদ,জিলহজ, মুহাররম, এবং এককভাবে রজব।"
2.হজ্জের প্রস্তুতির মাস :
* হজ্জ পালনের জন্য তিনটি মাস নির্ধারিত,সেগুলো হলো শাওয়াল, জিলক্বদ,ও জিলহজ্জ।তাই হাজ্জের প্রস্তুতির জন্য এই মাস খুবই গুরুত্বপূর্ণ।
3.নফল ইবাদত করা:
এই মাসে নফল রোজা,কোরআন তেলাওয়াত,জিকির দান সদকা এবং অন্যান্য নেক আমলের মাধ্যমে আল্লহর নৈকট্য অর্জনের একটি সুবর্ণ সুযোগ।
4.যুদ্ধ-বিগ্রহ থেকে বিরত থাকার মাস:
ইসলামের শুরুর যুগে মুসলিমরা এই মাসে যুদ্ধ করা থেকে বিরত থাকতো।এর মূল শিক্ষা হলো শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।