কলমে ভাব প্রকাশ করা মানুষ

কলমে ভাব প্রকাশ করা মানুষ বনলতার আগমনে অর্থবহ দীর্ঘ হয় ছন্দ,
কাটে নির্ঘুম রাত মনে সাধ হব জীবনানন্দ।
কলমজুড়ে,জীবনজুড়ে বনলতা থাকুক যত্নে।
(1)

30/08/2025

কোত্থেকে উদয় হলে বলো তো!!

29/08/2025

that's enough🥰

27/08/2025

সে রাখলে আমি থাকতে বাধ্য।

বিদায়ের সুর🥹---মন মন্দিরে বাজে আজ বিদায়ের সুর,অপূর্ণ রয়ে গেলো স্বপ্ন ছিল যদ্দুর।বিদায়ের করুণ সুরে আজ বাজে যে কবিতা,ব্যথি...
26/08/2025

বিদায়ের সুর🥹---

মন মন্দিরে বাজে আজ বিদায়ের সুর,
অপূর্ণ রয়ে গেলো স্বপ্ন ছিল যদ্দুর।
বিদায়ের করুণ সুরে আজ বাজে যে কবিতা,
ব্যথিত হয়েন না তাতে এ বিদায় নিয়তির লেখা।
পরাণ পাখি উড়ে গেলে দেখবো না আর আলো,
পাশে বসে বলবে না কেউ বাসি তোরে ভালো।
দুইদিন থাকবে কবরে ভিড় তিনদিনে ফাঁকা,
মুছে যাবে রঙিন স্মৃতি যত্নে যাহা আকাঁ।
কার জন্য কি করিলাম কেনো এতো মায়া,
বিদায় বেলায় চেয়ে দেখি সঙ্গে নাই মোর ছায়া।
বিদায়ের ক্লান্তিলগ্নে আপনারে জানাই,
মান-অভিমান ভুলে আজ দিয়ে দেন বিদায়।

✍️ দিদারুল ইসলাম রবিউল

আমি জানি না ঠিক কতোটুকু পথ পাড়ি দিলেআপনার হৃদয়ের খুব কাছাকাছি পৌছানো যায়,কিংবা হৃদয় ছোঁয়া যায় অনায়াসে।আমাকে কি একটু জানা...
20/08/2025

আমি জানি না ঠিক কতোটুকু পথ পাড়ি দিলে
আপনার হৃদয়ের খুব কাছাকাছি পৌছানো যায়,
কিংবা হৃদয় ছোঁয়া যায় অনায়াসে।
আমাকে কি একটু জানাবেন,
আর কতোটুকু ভালোবাসলে
আপনি আমার শুন্যতা টের পাবেন।
যেমন করে আমি আপনার শুন্যতায়
জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই।
আপনি আমারে সেই পাথরের নাম বলে দিয়েন,
যা বুকে চেপে ধরলে
কেউ খুব করে ভালোবাসলেও
তারে ছুড়ে ফেলে দেওয়া যায় পরিত্যক্ত ডাস্টবিনে।
একদিন ভুল করে হলেও আমারে শিখায়ে দিয়েন,
কোন মন্ত্র পাঠ করলে কাউকে হারানোর ভয়ে
মাঝরাতে বুকের বাঁ পাশটায় টিপটিপ করে ব্যাথা করবে না।

✍️ দিদারুল ইসলাম রবিউল

13/08/2025

আপনি জিতে যাবেন

🗣️ jumu's vlog

✍️ দিদারুল ইসলাম রবিউল

09/08/2025

মানুষটা সঠিক না হলে
জীবনটা একটু বেশেই বিচ্ছিরি লাগে।
কেউ বা যত্ন করে রেখে দেয় বুকের বাঁ পাশে
আবার কেউ অবহেলায় মেরে ফেলে ধুকে ধুকে।
ছোট্ট জীবনে একটুখানি নিরাপদ আশ্রয় ছাড়া
কোনো কিছুই ভালো রাখতে জানে না।

শেরপুরে অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা।
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এক অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই নারী স্বামীর হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে আসছেন।
(তথ্যচিত্র সংগ্রহীত)

রঙ্গিন বিকাল ফুরিয়ে গেলেমনের আকাশে ধূসর মেঘ জমা হয়ে অন্ধকার নেমে এলেআপনি ফিরে আসিয়েন। অপরুপ সৌন্দর্যে ভরা চামড়া কুঁকড়ে গ...
04/08/2025

রঙ্গিন বিকাল ফুরিয়ে গেলে
মনের আকাশে ধূসর মেঘ জমা হয়ে অন্ধকার নেমে এলে
আপনি ফিরে আসিয়েন।

অপরুপ সৌন্দর্যে ভরা চামড়া কুঁকড়ে গেলে
লাঠির উপর সমস্ত শরীরের ভর দিয়ে
টিপটিপ পায়ে এগিয়ে এসে পাশে বসিয়েন।

যখন কেউ আপনাকে সময় দিবে না
পাশে বসে গল্প করার সঙ্গীর অভাব বোধ হবে
আপনাকে আর কেউ চাইবে না
তখন আপনি আমারে ডেকে নিয়েন
আমি শুধু আপনাকেই চাইবো।
সব শেষে আপনি আমার হয়েন
শেষ বয়সে আমারে ভালোবাসিয়েন
প্রিয় বনলতা সেন।

✍️ দিদারুল ইসলাম রবিউল

13/07/2025

ভালোই হয়ছে.....

🗣️আবির চৌধুরী
✍️রবিউল

Address

Sreebordi
Sherpur

Telephone

+8801994702430

Website

Alerts

Be the first to know and let us send you an email when কলমে ভাব প্রকাশ করা মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share