17/05/2025
পৃথিবীতে নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়। কেউ কারো হয়ে প্রয়োজন মি'টি'য়ে দেয় না।☘️
এটাই বাস্তবতা। জীবনে যত কাছের মানুষই হোক না কেন, প্রত্যেকে নিজের স্বার্থ আর প্রয়োজনেই ব্যস্ত। কেউ তোমার হয়ে দায়িত্ব নেবে না, কেউ তোমার কষ্ট পুরোপুরি বুঝবে না।🌷
তাই নিজের প্রয়োজন, স্বপ্ন, আর লক্ষ্য পূরণে নিজেই সংগ্রাম করো।
নিজেকে শক্ত করে গড়ে তোলো, কারণ শেষে নিজেই নিজের সবচেয়ে বড় ভরসা।।😌🥀