Rs Sojib official

  • Home
  • Rs Sojib official

Rs Sojib official __স্ত্রী বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে শহীদ হওয়া মুসলিম জাতি__!🙂
_কখনো নারী লোভী হতে পারে না__!🤲🤲

27/06/2025

🥹💔

21/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Shanta Islam, Md Morshed Shikdar, MD Alamgir, Afran Ahmed, Tamim Yabik, Abdur Sattar, Yeasin Arif

19/06/2025

গল্প: "শেষবার দেখা"

বৃষ্টি পড়ছিল সেদিনও। ঠিক যেমনটা তারা ভালোবাসত। মেঘলা আকাশ, হালকা ঠাণ্ডা বাতাস, আর শহরের কোলাহল থেকে দূরে একটা ছোট্ট চা-স্টল। রুদ্র বসে ছিল ওখানে, হাতে ধরা ছিল একটা পুরনো খাম—যেখানে লেখা ছিল, “তোমার সঙ্গে আরেকবার দেখা হওয়া দরকার...”

সে জানত, হয়তো সে আর আসবে না। তবুও প্রতীক্ষা—ভালোবাসার সবচেয়ে বিষাক্ত অভ্যাসের নাম।

মায়া, যে একসময় রুদ্রর প্রাণ ছিল, সে চলে গিয়েছিল নিজের এক অনিচ্ছাকৃত সিদ্ধান্ত নিয়ে। সময়, পরিস্থিতি, মানুষ সবকিছু বদলে দিয়েছিল। তবুও, একপাশে ভালোবাসা যে জমে ছিল অলক্ষ্যে। মায়া হয়তো ভুলে যেতে চেয়েছিল, কিন্তু রুদ্র কিছুই ভুলতে পারেনি।

একদিন হঠাৎ একটা চিঠি এসেছিল মায়ার কাছ থেকে—যেখানে ছিল কবিতার মতো কিছু লাইন। সেই লাইনগুলোই রুদ্র বারবার পড়ত:

> "আমাদের দেখা হওয়া দরকার, ...তবুও আমাদের - আরেকটিবার দেখা হোক।"

সে চিঠির প্রতিটি অক্ষরে যেন ছিল মায়ার কান্না, অপরাধবোধ, আর শেষবার চোখে চোখ রাখার আকুতি।

রুদ্র সেই চায়ের দোকানে প্রতিদিন যায়। চুপচাপ বসে থাকে, যেমন আজও। হঠাৎ একটা ছায়া পাশে এসে দাঁড়ায়। চেনা গন্ধ, চেনা নিঃশ্বাস।

মায়া।

চোখে জল, মুখে কোন কথা নেই। রুদ্র তাকায়, মুচকি হেসে বলে—

“তুমিও কি আজ বলবে... আমাদের দেখা হওয়া দরকার ছিল?”

মায়া কিছু বলে না, শুধু হাতে রাখে একটা চিঠি—যেখানে আবারও সেই লাইনটা লেখা:

> “যা জমিয়ে রেখেছিলাম কুড়ি বছর ধরে, তবুও আমাদের - আরেকটিবার দেখা হোক।”

আর এইবার... তারা দুজনেই জানত, এটা শেষ দেখা না।

---

16/06/2025

শিরোনাম: “ভাঙা সৌন্দর্য”

সন্ধ্যার আলো নিভে আসছে। আমি দাঁড়িয়ে আছি নদীর ঘাটে, একটা ডায়েরি হাতে। ডায়েরির পেছনের পাতায় লেখা:

“তুমি সুন্দর।
তোমার হাসি, তোমার চোখ, তোমার মন।
আর তাই আমি ভয় পাই…
যেন এই পৃথিবী তোমাকে আমার থেকে কেড়ে না নেয়।”

মায়া ছিল এক অপার সৌন্দর্যের নাম। চোখে স্বপ্ন ছিল, কথায় ছিল কোমলতা, আর মনে ছিল গভীর ভালোবাসা।
আমি প্রথম দিন থেকেই বুঝেছিলাম — মায়া অন্যরকম। খুবই স্পেশাল। কিন্তু আমি ভয় পেতাম।
ভয় পেতাম, এই সমাজ, এই মানুষ— যারা সুন্দর জিনিস মানতে পারে না, তারা হয়তো একদিন মায়াকে ভেঙে দেবে, কষ্ট দেবে।

মায়া বলেছিল একদিন, — “তুমি ভয় পাও কেন?” আমি চোখ নামিয়ে বলেছিলাম, — “তুমি খুব সুন্দর। আর আমি জানি, মানুষ সুন্দর জিনিস ভাঙতে চায়। তোমাকে রক্ষা করতে পারব না হয়তো, এই ভয়ই আমার সবচেয়ে বড় কষ্ট।”

শেষে মায়া সত্যিই হারিয়ে গেল… হয়তো সমাজের ভয়ে, হয়তো নিজের পরিবারের চাপে।
আমি শুধু রেখে দিলাম তার কথা, একটা ডায়েরির পাতায়—
আর প্রতিদিন ঘাটে এসে বলে যায়,
“তুমি সুন্দর, আর আমি এখনো ভয় পাই… কারণ সুন্দর জিনিসগুলো খুব কম টেকে।”

13/06/2025

"ভালোবাসার শেষ পরিনতি "

আমাকে কাছে টেনে নাও,
শুনে যাও শত অভিমান...
প্রিয় মহারাজ,
কেমন আছো তুমি...? ভালো আছো হয়তো।। ভালো থাকারই কথা...।
আমার কথা কি মনে আছে তোমার?তোমার সাথে হুট করে দেখা আমার খালামনির বাসায়!!
তারপর অনেক চেস্টার পর তোমাকে পেয়েছি।। আর তারপর.......!!
তারপর ৯ মাসের ভালোবাসা।
আমার জীবনের ৯ মাস রঙিন দিন।
ভালোই যাচ্ছিল আমাদের দিন গুলো। অনেক সপ্ন দেখতাম আমরা।মাঝে মাঝে ভাবতাম এই গুলো আমার দুসপ্ন নয়তো..!
একটা সময় আমি ঠিক তোমার ইগনোর বুঝতাম। কিন্তু বলিনি।ভাবতাম ''নাহ ঠিক হয়ে যাবে সব''।
হঠাৎ করে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেলো। চেষ্টা করলে তোমার খুজ নিতে পারতাম, করিনি।কিন্তু "তোরে আমি অনেক ভালোবাসতাম রে " !! কি থেকে যে কি হয়ে গেলো!! একই শহরে থেকেও আমাদের মাঝে আকাশ সমান দূরত..!!
আচ্ছা আমাকে তোমার কি একটুও মনে পরে নি?? হয়তো মনে পরবে কোনো একদিন। সেদিন অনেক আফসোস করবে।। "তরে বড্ড মিস করি রে "তোমারে ভালোবাসতে গিয়ে আমার ভালো থাকাটাও হলো না। কারণ একটাই, আমিতো তোমারে ভুলতে পারিনি।
হয়তো পারবোও না।।ভিতর টা আজ বড্ড ক্লান্ত....
তোমার প্রতি আমার কোনোঅভিযোগ নেই। আর থাকবেও না।।
হয়তো তুমি বুঝতে পারনি আমায়। ভালো থাইকো আমার বা হওয়া মহারাজ। মনে রাইখো কেও একজন ছিলো, যে আজও তোমাকে বোকার মতো ভিষন ভালোবাসে..!!💔🥀

𝑨 𝑴𝒊𝒍𝒍𝒊𝒐𝒏 𝑻𝒊𝒎𝒆𝒔 𝑶𝒗𝒆𝒓 𝒍'𝒍𝒍 𝑪𝒉𝒐𝒐𝒔𝒆 𝒀𝒐𝒖...😢💔

"তোমার মায়াবতী" 🌸🌸

🖋 Raisa Islam Ruhi

13/06/2025

"গল্পের শেষ পৃষ্ঠা "💔🥀

প্রিয়...!
আমি কোনোদিন ও গল্প লিখি নি !
তবে রোজ নিয়ম করে গল্প পড়া হয়, আমার গল্প পড়তে ভালো লাগে তাই!
কেউ কেউ তার প্রিয়তমা, প্রিয়তমর জন্য গল্প লিখে
কিন্তু আমি লিখতে পারি না!

খুব ইচ্ছে করে মাঝেমধ্যে লিখতে, কিন্তু লিখি না তার কি কারন আমি হয়তো-বা জানিনা...!

কিন্তু আজ হঠাৎ একজনের একটা গল্প পড়ে হৃদয় ব্যাকুল হ'য়ে ছে! তা-ই একটু লিখেছি ....

জানিনা সে পড়বে কি-না আমার এ-সব এলোমেলো লিখা.....!

কিন্তু তার সবগুলো লিখা আমি একটু আগেই পড়ে শেষ করে নিজেই একটু প্রয়াস করলুম🤦‍♀️

হ্যা,, আমি অপেক্ষা করছি খুবই আগ্রহের সাথে কারো আসার অপেক্ষায়.......

সে কি কখনো জানবে!
আমি কতোটা আপেক্ষায়, আক্ষেপ নিয়ে এ-ই কথাগুলো তাঁকে লিখছি........!
হয়তোবা না।
প্রিয়,, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, রোজ মোনাজাতে রব্বে কারীমএর কাছে এটাই পার্থনা করি।

ইতি
নামটা না হয় অজানাই থাক..!
💝

✏️✏️ Raisa Islam Ruhi

12/06/2025

🌫️ মায়াবতী – এক না-পাওয়া ভালোবাসার গল্প 🌫️

তার নাম ছিল মায়াবতী।
এই নামটা শুনলেই আমার ভেতরটা কেঁপে উঠে এখনো। যেন অদ্ভুত এক চেনা গন্ধ ভেসে আসে—বৃষ্টির আগে মাটির গন্ধের মতো, অথবা সেই পুরনো চিঠির পাতায় লুকিয়ে থাকা শুকনো গোলাপের মতোন কষ্টের সৌরভ।

আমি তাকে ভালোবেসেছিলাম… না, ভালোবাসা বললে কম হয়। আমি তাকে আমার শ্বাসের ভেতর মিশিয়ে নিয়েছিলাম।
আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ, আমার নাম—সব কিছুর পাশে একটিই নাম ছিল, মায়াবতী।

সে আসতো ধীরে, হাসতো নরম করে, চোখ দুটো কথা বলত—যেন পৃথিবীর সব মায়া সেখানে বন্দী।
সে আমার বুকের উপর মাথা রাখত, বলত, “তুমি ছাড়া বাঁচবো না।”
আর আমি নির্বাক হয়ে থাকতাম, কারণ আমি জানতাম—আমি তার চেয়ে বেশি ভালোবাসি তাকে।

কিন্তু মায়াবতী কি বুঝেছিল সেই ভালোবাসার গভীরতা?

সে চলে গেল… একদিন নিঃশব্দে।
না কোনো অভিযোগ, না কোনো বিদায়বেলা।
শুধু রেখে গেল কিছু প্রশ্ন…
“আমি কি কম ভালোবেসেছিলাম?”
“না কি ওর চোখে আমি কখনোই ছিলাম না?”

আজ আমি একা।
সারাদিনের ব্যস্ত শহর যখন ঘুমিয়ে পড়ে, তখন আমার নিঃশ্বাসে ভেসে আসে তার নাম।
আমি এখনো সেই পুরনো মেসেজগুলো পড়ি, যেখানে সে লিখত—
“তুমি ছাড়া আমি অন্ধকার।”
আর এখন? সেই আলোই তো আমাকে পুড়িয়ে দিয়েছে, ভাই।

তাকে দেখতে চাই এখনো…
না, অভিযোগ করতে নয়।
শুধু একবার জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়—
"মায়াবতী, এত সুন্দর করে ভালোবেসে তুমি কেন ধরে রাখতে পারলে না?"

✏️🖋 Ramadan Islam Sojib

゚viralシ

Address


Telephone

+8801750661811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rs Sojib official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rs Sojib official:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share