
22/07/2025
নি*হ*ত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ ১২টাই ঢাকায় অনুষ্ঠিত হয়ে দুপুর ১টায় রাজশাহীর উদ্দেশ্যে আকাশ পথে রওনা হবে। এরপর রাজশাহী বিমান বন্দর হয়ে উপশহর ভাড়া বাসার সামনে আসবে।
এরপর সপুরা কবরস্থানে বিকেল সাড়ে ৫ দাফন সম্পন্ন করা হবে।
সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বি*ধ্ব*স্তে*র ঘটনায় তিনি আ*হ*ত হন। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সি এম এইচ হাসপাতালে মৃ*ত্যু*বরণ করেন।