Emran Vlog

Emran Vlog "ইতিহাসের গর্ব, ঐতিহ্যের আলো আর গ্রামবাংলার বাস্তব গল্প—এই তো Emran Vlog-এর কথা।"

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

নি*হ*ত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ ১২টাই ঢাকায় অনুষ্ঠিত হয়ে দুপুর ১টায় রাজশাহীর উদ্দেশ্যে আকাশ...
22/07/2025

নি*হ*ত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ ১২টাই ঢাকায় অনুষ্ঠিত হয়ে দুপুর ১টায় রাজশাহীর উদ্দেশ্যে আকাশ পথে রওনা হবে। এরপর রাজশাহী বিমান বন্দর হয়ে উপশহর ভাড়া বাসার সামনে আসবে।
এরপর সপুরা কবরস্থানে বিকেল সাড়ে ৫ দাফন সম্পন্ন করা হবে।
সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বি*ধ্ব*স্তে*র ঘটনায় তিনি আ*হ*ত হন। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সি এম এইচ হাসপাতালে মৃ*ত্যু*বরণ করেন।

আজ থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সব...
22/07/2025

আজ থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সবাই ছুটি পাবে।

কিন্তু জানেন? এই শিক্ষার্থীদের মধ্যেই কেউ কেউ চিরস্থায়ী ছুটি পেয়ে গেছে। তাদের আর কখনও মাইলস্টোনে যেতে হবে না। স্কুলে যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হতে হবে না। আর কখনও মা-বাবা বা শিক্ষকের বকা শুনতে হবে না। আর কখনও খাতা-কলম নিয়ে পড়ার টেবিলে বসতে হবে না। আর পড়ালেখা নিয়ে টেনশনও নেই।

আজ হোমওয়ার্ক করিনি, কাল স্যার শাস্তি দেবেন; এখনও পুরো অধ্যায় শেষ করতে পারিনি, পরীক্ষায় কী লিখব—এসব নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না।

সব টেনশন শেষ। এই চিরস্থায়ী ছুটি তাদের সব দুশ্চিন্তা কেড়ে নিয়েছে। কী মর্মান্তিক ছুটি। এরকম ছুটিই কি তারা চেয়েছিল?

আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন।

— মাহমুদ বিন নুর

22/07/2025

'অন্যের দুঃখে ব্যথিত না হলে তুমি কখনো মানুষ হতে পারবে না।'

21/07/2025

ঢাকা বার্ন ইউনিট

21/07/2025

😓💔

21/07/2025

এই মাত্র ঢাকায় বিমান দুর্ঘটনা হয়েছে।

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়া'বহ বিমান দুর্ঘ'টনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্ব'স্ত হয়। দুর্ঘ'টনার পরপরই আ;গুন ধরে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক আমিন।।

Address

Chapainawabganj
Shibganj
6340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emran Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share