শিবপুরের আবহাওয়া পূর্বাভাস

শিবপুরের আবহাওয়া পূর্বাভাস আবহাওয়া সংক্রান্ত তথ্য দিয়ে উপকৃত করাই উদ্দেশ্য

07/10/2025

🌞☀️আবহাওয়া পূর্বাভাস 🌞☀️

আগামী ১২ অক্টোবর মৌসুমি বায়ু বিদায় নিতে যাচ্ছে।১১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
১৩ তারিখ থেকে আকাশ একদম ঝকঝকা থাকতে পারে মানে কড়া রোদ থাকবে।

পোস্ট টাইম :-৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬.২৪ মিনিট

07/10/2025

আজ দুপুর ৩.০০ টা থেকে ৪.৩০ টার মধ্যে শিবপুরে ভারী🌧️⛈️বৃষ্টি হতে পারে।

05/10/2025

🌧️⛈️ভারি বৃষ্টি সর্তকতা🌧️⛈️

আজ রাত ৮.০০ টা থেকে রাত ১২.০০ টার মধ্যে শিবপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাত হতে সাবধান।
পোস্ট টাইম :-৫ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬.০০ মিনিট

03/10/2025

🌧️⛈️আবহাওয়া পূর্বাভাস🌧️⛈️

আগামী ১০ দিন বর্ষাকালের মত প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।কেলেন্ডার অনুযায়ী বর্ষাকাল না থাকলেও মৌসুমি বায়ু দেশে এখনও সক্রিয় আছে।অনেকের জন্যই এটা দুঃসংবাদ।
আগের পূর্বাভাসে ১-৫ তারিখ পর্যন্ত বলা হলেও তা এখন বেড়ে ৩-১২ অক্টোবর পর্যন্ত স্হায়ী হতে পারে।
এই সময়ের ভেতর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।আগামী ১০ দিন বৃষ্টির প্রতি বিরক্ত চলে আসতে পারে।সেই ভাবে মানসিক ভাবে প্রস্তুতি নেন.....
বিস্তারিত আসছে শিবপুরের আবহাওয়া পূর্বাভাস পেজে

পোস্ট টাইম :-৩ অক্টোবর শুক্রবার রাত ৮.৩৫ মিনিট

03/10/2025

আজ শুক্রবার দুপুর ৩.০০ থেকে বিকাল ৫.০০ টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

01/10/2025

আগামীকাল বৃহস্পতিবার টানা দীর্ঘক্ষণের জন্য ভারী🌧️বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

30/09/2025

আগামী ২/৩ ঘন্টার ভেতর শিবপুরে ভারী🌧️বৃষ্টি হতে পারে।রাতে আরো হবে....

30/09/2025

আজকেই এ বছরের শেষ🌡️সর্বোচ্চ গরম,এর পর এতো🌞গরম আর পড়বে না।
আজকে রাত থেকে গরম কমে যেতে পারে।

29/09/2025

☔🌧️দৈনন্দিন আবহাওয়া পূর্বাভাস ☔🌧️

আগামীকাল মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার আগ পর্যন্ত রৌদ এবং প্রচুর ব্যবসা গরম থাকতে পারে।বিকালের পর থেকে বৃষ্টিপাতের জন্য পরিবেশ তৈরি হতে থাকবে। আবারো বলছি কালকের রোদটাকে কাজে লাগান কারণ কালকে বিকালের পর থেকে আগামী পাঁচ-ছয় দিনের জন্য ভারী বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়া থাকতে পারে।

তাৎক্ষণিক পূর্বাভাস পেতে শিবপুরের আবহাওয়া পূর্বাভাস পেজে লাইক দিন।

পোস্ট টাইম :-২৯ সেপ্টেম্বর সোমবার রাত ১১.৩৬ মিনিট

28/09/2025

🌧️☀️আবহাওয়া পরামর্শ 🌧️☀️

আগামীকাল সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আবার দুপুরে রৌদও থাকতে পারে। এই দুইদিনের রৌদটাকে কাপড় বা অন্য কিছু শুকানোর কাজে লাগনো চেষ্টা করুন।
কারন ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রৌদে উপস্থিত থাকবেনা।আর থাকলেও সেটা খুবই কম।ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

পোস্ট টাইম :২৮ সেপ্টেম্বর রবিবার রাত ৯.১০ মিনিট

28/09/2025

🌧️⛈️🌦️আবহাওয়া নোট🌦️⛈️🌧️

যারা শীতকালীন সবজি চাষ করবেন তারা অক্টোবর মাসের ১৫ তারিখের ভেতর কোনো চারা রোপন করবেন না।বৃষ্টির কারনে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।যারা কৃষক তাদের অনেকেই ফেসবুক চালায় না বা একটিভ কম।পোষ্ট দেখে অন্যদের সর্তক করার অনুরোধ রইলো।

পোস্ট টাইম :- সন্ধ্যা ৬.২৪ মিনিট রবিবার ২৮সেপ্টেম্বর

27/09/2025

একটি অতি ভারী🌧️বৃষ্টি ফর্মেশন চালু হতে যাচ্ছে।সম্ভাব্য সময় ১-৫ অক্টোবর। বিস্তারিত আসছে...

Address

Shibpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিবপুরের আবহাওয়া পূর্বাভাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share