Rohmoter Chaya

Rohmoter Chaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rohmoter Chaya, Digital creator, Shyamnagar, Shyamnagar.

"আসসালামু আলাইকুম। এই পেইজের মাধ্যমে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামের সঠিক জ্ঞান প্রচারের চেষ্টা করি। আমার লক্ষ্য, সকলের মাঝে শান্তির বার্তা পৌঁছে দেওয়া এবং ঈমানের আলো ছড়িয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ।"

11/04/2025

🤲🤲হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আর আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।🤲🤲

09/04/2025

💓💝আমিন💝💓

28/03/2025

আল্লাহ আমাদের ভূমিকম্প থেকে রক্ষা করুন।

28/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

💓 কালিমা শাহাদাত 💓
21/03/2025

💓 কালিমা শাহাদাত 💓

💓 কালিমা তাইয়্যেবা 💓
20/03/2025

💓 কালিমা তাইয়্যেবা 💓

💓সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি💓
20/03/2025

💓সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি💓

আমিন
19/03/2025

আমিন

19/03/2025

🤲আমিন🤲

974 স্টেডিয়াম যেন বাংলাদেশকে না দেয়!কাতারে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নির্মিত 974 স্টেডিয়ামটি ১৮ ডিসেম্বরের পর আর স্টেডিয়াম ...
01/01/2023

974 স্টেডিয়াম যেন বাংলাদেশকে না দেয়!

কাতারে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নির্মিত 974 স্টেডিয়ামটি ১৮ ডিসেম্বরের পর আর স্টেডিয়াম থাকবেনা।

৯৭৪ টি সিপিং কন্টেইনার (জাহাজে মালামাল পাঠানোর কাজে ব্যবহৃত স্টিলের বিশালাকৃতির বাক্স) দিয়ে বানানো হয় এই স্টেডিয়ামটি। কাতার প্রশাসন বিশ্বকাপ শেষ হলেই স্টেডিয়ামটি ভেঙে ফেলবে এবং তারা চায় কোন দরিদ্র দেশকে এই স্টেডিয়ামটি দান করতে। নির্মাণের সময় কাতারের টেলিফোন ডায়ালিং কোড +974 এর সাথে মিল রেখে এমন পরিকল্পনা করা হয়েছিল।

বাংলাদেশ তথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্তা ইতোমধ্যে এটা পাওয়ার জন্য কাতারে গিয়ে পৌছেছেন। তারা এটি পেতে আনুষ্ঠানিক আবেদনও করেছেন।
কিন্তু একজন বাংলাদেশী হিসেবে মনে প্রাণে চাই, কাতার যেন এটা বাংলাদেশকে না দিয়ে অন্য কোন দেশকে দান করে, অন্য কোন দেশ নিতে না চাইলে তারা যেন এগুলো গভীর সমুদ্রে ফেলে দেয়! তাও বাংলাদেশেকে না দেওয়া হোক।
কিন্তু কেন?
কারণ এটা বাংলাদেশেকে দান করলে চোরের দল এটা দেশে আনতে অন্তত ৯৭৪ কোটি টাকা খরচ করবে। অথচ ২০০-৩০০ কোটি টাকায় অত্যাধুনিক দৃষ্টিনন্দন স্টেডিয়াম তৈরি করা যায়।

★ স্টেডিয়াম দেখতে ও খুলে আনার পরিকল্পনা করতে ১০০ জনের দল যাবে সরকারি খরচে। খরচ দেখাবে ১০০ কোটি টাকা।
★ এক বছর লাগাবে খুলে আনতে, সেখানেও খোলার খরচ দেখাবে ২০০ কোটি টাকা।
★ জাহাজ ভাড়া দেখাবে ৫০০ কোটি টাকা।
★ কন্টেইনার গুলো এনে যেখানে রাখবে এক বছরে সেই স্থানের ভাড়া দেখাবে ১০০ কোটি!
★ এগুলো ঢেকে রাখার জন্য পলিথিন কেনার খরচ দেখাবে ৫০ কোটি।
★ পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা প্রহরীর বেতন দেখাবে ২০ কোটি।
★ তেলাপোকা মারার ঔষধ ক্রয় ২ কোটি।
★ উনি এই বিশাল 'কর্মকান্ড' ভিডিও কনফারেন্সে দেখবেন, তার খরচ হবে ২ কোটি টাকা।

সুতরাং এই স্টেডিয়াম আমরা চাইনা। এদেশে বহু স্টেডিয়াম আছে, সেগুলোতেই গ রু ছা গ ল চড়ে বেড়ায়, আর দরকার নাই।

মসজিদ বা কোন বাড়ীর মিলাদ থেকে একটি মিষ্টি পেলে, সেটা না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাওয়া মানুষটি হলো বাবা 🖤 ❤️💕Love you/...
01/12/2022

মসজিদ বা কোন বাড়ীর মিলাদ থেকে একটি মিষ্টি পেলে,
সেটা না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাওয়া মানুষটি হলো বাবা 🖤 ❤️💕
Love you/Miss u Baba

মানবিক সাহায্যের আবেদন 🤲গরিব দিন মুজুর তারানিপুর নিবাসি আঃ রাজ্জাক ভাইয়ের এক মাত্র সন্তান ইটের ভাটায় কাজ করে জীবিকা নির্...
30/11/2022

মানবিক সাহায্যের আবেদন 🤲
গরিব দিন মুজুর তারানিপুর নিবাসি আঃ রাজ্জাক ভাইয়ের এক মাত্র সন্তান ইটের ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে।

ইটের ভাটায় কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এনাম মেডিকেলে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ডাক্তার বলেছে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে এখনো তিন সপ্তাহ মেডিকেলে রাখতে হবে এক লক্ষ আশি হাজার টাকা হাসপাতাল বিল হয়েছে এ পর্যন্ত
এখনো তিন সপ্তাহ হাসপাতালে রাখতে হবে, চিকিৎসা অনেক ব্যয়বহুল হাওয়ায় গরিব বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না,

কান্না করতে করতে পাগল প্রায় একমাত্র সন্তানকে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে সকল মানবিক ব্যক্তি ও সংগঠনের কাছে মানবিক সাহায্যের আবেদন করছে একজন অসহায় হতদরিদ্র পিতার এক মাএ সন্তান কে বাঁচাতে যে যা পারেন সামার্থ অনুযায়ী চিকিৎসায়

সহযোগিতায় এগিয়ে আসুন।
কোন সহৃদয়বান ব্যক্তি সহযোগিতা করতে চাইলে।

Bkash Nagad Parsonal 01303924835

Address

Shyamnagar
Shyamnagar

Telephone

+8801788353836

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rohmoter Chaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rohmoter Chaya:

Share