11/04/2025
বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে....
২০২৪-২০২৫ অর্থবছরে প্রতিস্থাপন ও বর্ধিত কোটায় ( প্রযোজ্য ক্ষেত্রে ) G2P পদ্ধিতিতে আগামী ০৯ এপ্রিল ২০২৫ খ্রি হতে ১৭ এপ্রিল ২০২৫ খ্রি পর্যন্ত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
আবেদন করার লিংক:
https://dss.bhata.gov.bd/online-Application
আবেদন করতে যা প্রয়োজন:
১. বয়স্ক ভাতার জন্য পুরুষ ৬৫ এবং মহিলা ৬২ বছর বয়স হতে হবে। বিধবা ভাতার জন্য কমপক্ষে বয়স ১৮ বছর বয়স হতে হবে এবং বিধবা হতে হবে।
২. এন আই ডি থাকতে হবে।
৩. আবেদনকারীর নামে মোবাইল ব্যাংকিং নগদ হিসাব সংবলিত মোবাইল নম্বর থাকতে হবে।