RK Islamic BD 24

RK Islamic BD 24 Everyone's opinion center of page!

28/05/2025

সংক্ষেপে জিলহজ্জের "প্রথম দশক "
চুল, নখ, মোচ ইত্যাদি না কাটা।
ঈদের দিন ছাড়া বাকি নয় দিন রোযা রাখা।
বিশেষভাবে নয় তারিখের রোযা রাখা।
বেশি বেশি যিকির করা।
তাকবীরে তাশরীক।
কুরবানী করা।
সামর্থবানগন হজ্জ করা এ মাসের শ্রেষ্ঠ আমল।

17/05/2025

" দাওয়াত "
শিল্পী মো রাশিদুল ইসলাম, মেহেদী হাসান, আল আমিন।

10/05/2025

হামদে বারি তায়ালা।

07/05/2025

গান : মনটা যদি হয়তো পুবাল হাওয়া।
শিল্পী : মো. রাশিদুল ইসলাম, মেহেদী হাসান, আল আমিন হোসেন
ভিডিও ধারণ : মমিনুর রহমান

25/04/2025

গান : মনটা যদি হয়তো পুবাল হাওয়া।
শিল্পী : রাশিদুল ইসলাম, মেহেদী হাসান, আল আমিন হোসেন।

19/04/2025

গান : দাও খোদা দাও
শিল্পী : মো. রাশিদুল ইসলাম, মেহেদী হাসান, আল আমিন হোসেন
ভিডিও ধারণ : মমিনুর রহমান
সাউন্ড ডিজাইন : রাশিদুল ইসলাম
পরিবেশনায় : আর কে ইসলামি বি ডি ২৪

প্রবাসে থাকা একজন ইমাম সাহেব এই পোস্ট করেছেন!.তার একজন মুসল্লি রমজান উপলক্ষে তাকে এসব হাদিয়া দিয়েছেন। খতিব,ইমাম,মুয়াজ্জি...
05/03/2025

প্রবাসে থাকা একজন ইমাম সাহেব এই পোস্ট করেছেন!.

তার একজন মুসল্লি রমজান উপলক্ষে তাকে এসব হাদিয়া দিয়েছেন।
খতিব,ইমাম,মুয়াজ্জিনদেরকে এভাবে ব্যক্তিগত হাদিয়া দেওয়া আমাদের দেশে তুলনামূলক কম।
অথচ হাদিয়া আদান-প্রদানের দ্বারা খতিব,ইমামদের+মুসল্লিদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা তৈরি হয়,

খতিব,ইমাম,মুয়াজ্জিনগন সবমসয় আল্লাহর দরবারে এলাকার জন্য-প্রবাসী ভাইদের জন্য প্রত্যেক মুসল্লিদের জন্য দোয়া ও কল্যাণ কামনা করেন,মন খুলে তাদের জন্য ভালো চান,অকল্যাণ চান না কখনো, তাদের সাধ্যের সবটুকু তারা উন্মুক্ত করে দেন।

হাদিয়া দেওয়া এবং নেওয়া নবিজীর সুন্নত,
এর দ্বারা ভালোবাসা তৈরি হওয়ার পাশাপাশি রিজিকের মধ্যে বরকত হয়।

আপনার এলাকার ইমামের সাথে আপনার সম্পর্ক কেমন?

03/03/2025

আমাদের সমাজে অনেক সময় সরলতা বা বিশ্বাসযোগ্যতা দুর্বলতা হিসেবে বিবেচিত হয়। ফলে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই সরলতার সুযোগ নিতে পারে। কিন্তু কিভাবে বুঝবেন কেউ আপনার সরলতার সুযোগ নিচ্ছে? আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ।

১. আপনাকে সবসময় ব্যবহার করা হচ্ছে।

আপনি কি অনুভব করেন যে কেউ আপনাকে শুধু তার সুবিধার জন্য ব্যবহার করছে? যদি কেউ সবসময় সাহায্য চায় কিন্তু কখনো আপনাকে সহায়তা না করে, তাহলে বুঝতে হবে সে আপনার সরলতার সুযোগ নিচ্ছে।

২. আপনি বারবার ঠকছেন।

আপনার আশেপাশের মানুষ কি বারবার আপনাকে মিথ্যা বলে বা প্রতিশ্রুতি ভঙ্গ করে? তারা কি শুধু আপনাকে তখনই খোঁজে যখন তাদের প্রয়োজন পড়ে? এটি বড় লক্ষণ যে আপনার সরলতার সুযোগ নেওয়া হচ্ছে।

৩. সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত হওয়া।

আপনার কি মনে হয় যে অন্যরা সবসময় আপনাকে তাদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? যদি তারা আপনাকে দোষারোপ করে বা মানসিক চাপে রাখে, তবে সেটি আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা হতে পারে।

৪. আত্মবিশ্বাসে ঘাটতি সৃষ্টি।

যদি কেউ সবসময় আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করে এবং আপনাকে বোঝাতে চায় যে আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, তবে বুঝতে হবে এটি একটি নিয়ন্ত্রণমূলক কৌশল।

৫. আর্থিক বা ব্যক্তিগত সুবিধা নেওয়া।

কেউ যদি আপনাকে বারবার আর্থিক সাহায্য চায় বা ব্যক্তিগত কোনো সুবিধা নেয়, অথচ বিনিময়ে কিছুই দেয় না, তবে এটি আপনার সরলতার সুযোগ নেওয়ার স্পষ্ট উদাহরণ।

কিভাবে প্রতিরোধ করবেন?

১. না বলতে শিখুন – সবার অনুরোধে হ্যাঁ বলা জরুরি নয়।

২. নিজের মূল্য বোঝার চেষ্টা করুন – আপনার অনুভূতি ও স্বার্থেরও গুরুত্ব রয়েছে।

৩. সীমা নির্ধারণ করুন – কারো সাথে কতটুকু সাহায্য করবেন বা যুক্ত থাকবেন তা ঠিক করুন।

৪. বিশ্বাসযোগ্য ও সচেতন হোন – অন্ধবিশ্বাসের পরিবর্তে তথ্য যাচাই করুন।

৫. স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখুন – শুধুমাত্র পারস্পরিক শ্রদ্ধাবোধসম্পন্ন সম্পর্কগুলোকেই মূল্য দিন।

নিজেকে রক্ষা করতে সচেতন হওয়া খুবই জরুরি। সরলতা একটি মহৎ গুণ, কিন্তু এটি যেন দুর্বলতায় পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

https://youtu.be/gyNvuAvuW90?si=4zAWSZCxQwN_UsyB
22/02/2025

https://youtu.be/gyNvuAvuW90?si=4zAWSZCxQwN_UsyB

゚ ____________________________________________আমাদের ভিডিও গুলো সবার আগে পেতে RK ISLAMIC BD 24 চ্যানেল সাবস্ক...

10/02/2025

আল্লাহর জিকির :
(يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا (41) وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا (42)) [الأحزاب: 41 - 42]
হে মুমিনগণ! তোমরা আল্লাহর অধিক যিকর কর (৪১) এবং সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা কর কর’(সূরা আল-আহযাব: ৪১-৪২)।
হাদিস :
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ فَاطِمَةَ أَتَتِ النَّبِيَّ - صلى الله عليه وسلم - تَسْأَلُهُ خَادِماً، وَشَكَتِ العَمَلَ، فَقَالَ: «مَا أَلْفَيْتِيهِ عِنْدَنَا» قَالَ: «أَلاَ أَدُلُّكِ عَلَى مَا هُوَ خَيْرٌ لَكِ مِنْ خَادِمٍ؟ تُسَبِّحِينَ ثَلاَثاً وَثَلاَثِينَ، وَتَحْمَدِينَ ثَلاَثاً وَثَلاَثِينَ، وَتُكَبِّرِينَ أَرْبَعاًوَثَلاَثِينَ حِينَ تَأْخُذِينَ مَضْجَعَكِ» متفق عليه، أخرجه البخاري برقم (3113) , ومسلم برقم (2728)، واللفظ له
আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার ফাতিমা (রা.) একজন খাদিমের জন্য নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকটে আসলেন এবং কর্মের-কষ্টের অভিযোগ করলেন। তিনি বললেন, আমার নিকটে তো কোন খাদিম নেই। তিনি বললেন, তবে আমি কি তোমাকে এমন বিষয়ের নির্দেশনা দিবো না, যা তোমার জন্য খাদিমের তুলনায় অধিক উত্তম? যখন তুমি শয্যাগ্রহণ করবে, তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদু লিল্লা-হ এবং ৩৪ বার আল্লা-হু আকবার পড়ে নিবে। (ছহীহ বুখারী, হা/৩১১৩; ছহীহ মুসলিম, হা/২৭২৮)।

03/02/2025

সবচেয়ে ভয়ংকর (২টি হাদিস ও ২টি আয়াত।)
রাসূলুল্লাহ(সা.) বলেছেন....⬇️
"যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দিবে না।"
(তিরমিযী: ২৫০৫)

রাসূলুল্লাহ(সা.) বলেছেন...⬇️
"মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে, যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিলো এবং যারা কুরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে।"
(বুখারি: ৭০৪৭)

আল্লাহ তাআলা বলেন...⬇️
তুমি ঐ দিন কে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে! আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে! (সূরা ইয়াসিন: ৬৫)

আল্লাহ তাআলা বলেন...⬇️
আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু, আমার এই কথা অবশ্যই সত্য যে, আমি মানুষ এবং জ্বীন ধারা। (সূরা আস-সাজদাহ: ১৩)

24/01/2025

এই মাসে চাঁদ দেখলেই নবী সা. একটা দোয়া পড়তেন। হজরত আনাস (রা.) বর্ণিত, যখন রজব মাস শুরু হতো, নবী করিম (সা.) তখন এ দোয়াটি পড়তেন।
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ وَيَلْغْنَا رَمَضَانَ
অর্থ : ‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন।’ (আলমুজামুল আওসাত, হাদিস : ৩৯৩৯)।

Address

Shyamnagar

Alerts

Be the first to know and let us send you an email when RK Islamic BD 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share