05/03/2025
প্রবাসে থাকা একজন ইমাম সাহেব এই পোস্ট করেছেন!.
তার একজন মুসল্লি রমজান উপলক্ষে তাকে এসব হাদিয়া দিয়েছেন।
খতিব,ইমাম,মুয়াজ্জিনদেরকে এভাবে ব্যক্তিগত হাদিয়া দেওয়া আমাদের দেশে তুলনামূলক কম।
অথচ হাদিয়া আদান-প্রদানের দ্বারা খতিব,ইমামদের+মুসল্লিদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা তৈরি হয়,
খতিব,ইমাম,মুয়াজ্জিনগন সবমসয় আল্লাহর দরবারে এলাকার জন্য-প্রবাসী ভাইদের জন্য প্রত্যেক মুসল্লিদের জন্য দোয়া ও কল্যাণ কামনা করেন,মন খুলে তাদের জন্য ভালো চান,অকল্যাণ চান না কখনো, তাদের সাধ্যের সবটুকু তারা উন্মুক্ত করে দেন।
হাদিয়া দেওয়া এবং নেওয়া নবিজীর সুন্নত,
এর দ্বারা ভালোবাসা তৈরি হওয়ার পাশাপাশি রিজিকের মধ্যে বরকত হয়।
আপনার এলাকার ইমামের সাথে আপনার সম্পর্ক কেমন?