01/09/2025
মুসলিম উম্মাহ হারিয়ে ফেললো এক উজ্জ্বল নক্ষত্র। সেই সালাম দেওয়া বজ্রকন্ঠ যার প্রতিটি সালাম হৃদয়ে সাহস জাগাত, আশার প্রদীপ জ্বালাতো, আজ থেকে আর কখনো প্রতিধ্বনিত হবে না। আর কখনো গাজ্জাবাসীর জন্য বিবৃতি দেওয়া হবেনা। শুধু রয়ে যাবে স্মৃতি আর ইতিহাস।
শত্রুকে চোখ রাঙিয়ে রাখার ক্ষেত্রে যে উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন “হুযাঈফা সামির আল কাহলুত আবু ইবরাহিম” (আবু উবায়দা নামে যিনি পরিচিত) [রাহিমাহুল্লাহ]; সেই ইতিহাস কথা বলবে। তিনি তো ছিলেন সেই ব্যক্তি যাদের সম্পর্কে আল্লাহ বলেন:
مِنَ الۡمُؤۡمِنِیۡنَ رِجَالٌ صَدَقُوۡا مَا عَاہَدُوا اللّٰہَ عَلَیۡہِ فَمِنۡہُمۡ مَّنۡ قَضٰی نَحۡبَہٗ وَ مِنۡہُمۡ مَّنۡ یَّنۡتَظِرُ وَ مَا بَدَّلُوۡا تَبۡدِیۡلًا ﴿ۙ۲۳﴾
❝মু’মিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে; তাদের কেহ কেহ শাহাদাত বরণ করেছে এবং কেহ কেহ প্রতীক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোন পরিবর্তন করেনি।❞
শেষবার আবু উবায়দা (রাহি:) এর যে বিবৃতিটা শুনেছিলাম,সেইটাই ছিলো বিশ্ববাসীর প্রতি তাঁর শেষ কথা। আর তা ছিলো:- ❝আমরা দুইশো কোটি শক্তিশালী উম্মাহকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, এই আরব মুসলিম জাতি,যারা সত্তর বছরেরও বেশি সময় ধরে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। আজ তোমাদের চোখের সামনেই গ|ণ|হ|ত্যা, অনাহার আর বাস্তুচ্যুতির শিকার হচ্ছে। তোমরা তোমাদের রবকে কী উত্তর দেবে?❞
~Ibtihaz Tahsin