Rahil-راحل

Rahil-راحل Do simple photography and writing.

01/09/2025

মুসলিম উম্মাহ হারিয়ে ফেললো এক উজ্জ্বল নক্ষত্র। সেই সালাম দেওয়া বজ্রকন্ঠ যার প্রতিটি সালাম হৃদয়ে সাহস জাগাত, আশার প্রদীপ জ্বালাতো, আজ থেকে আর কখনো প্রতিধ্বনিত হবে না। আর কখনো গাজ্জাবাসীর জন্য বিবৃতি দেওয়া হবেনা। শুধু রয়ে যাবে স্মৃতি আর ইতিহাস।

শত্রুকে চোখ রাঙিয়ে রাখার ক্ষেত্রে যে উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন “হুযাঈফা সামির আল কাহলুত আবু ইবরাহিম” (আবু উবায়দা নামে যিনি পরিচিত) [রাহিমাহুল্লাহ]; সেই ইতিহাস কথা বলবে। তিনি তো ছিলেন সেই ব্যক্তি যাদের সম্পর্কে আল্লাহ বলেন:

مِنَ الۡمُؤۡمِنِیۡنَ رِجَالٌ صَدَقُوۡا مَا عَاہَدُوا اللّٰہَ عَلَیۡہِ فَمِنۡہُمۡ مَّنۡ قَضٰی نَحۡبَہٗ وَ مِنۡہُمۡ مَّنۡ یَّنۡتَظِرُ وَ مَا بَدَّلُوۡا تَبۡدِیۡلًا ﴿ۙ۲۳﴾

❝মু’মিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে; তাদের কেহ কেহ শাহাদাত বরণ করেছে এবং কেহ কেহ প্রতীক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোন পরিবর্তন করেনি।❞

শেষবার আবু উবায়দা (রাহি:) এর যে বিবৃতিটা শুনেছিলাম,সেইটাই ছিলো বিশ্ববাসীর প্রতি তাঁর শেষ কথা। আর তা ছিলো:- ❝আমরা দুইশো কোটি শক্তিশালী উম্মাহকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, এই আরব মুসলিম জাতি,যারা সত্তর বছরেরও বেশি সময় ধরে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। আজ তোমাদের চোখের সামনেই গ|ণ|হ|ত্যা, অনাহার আর বাস্তুচ্যুতির শিকার হচ্ছে। তোমরা তোমাদের রবকে কী উত্তর দেবে?❞

~Ibtihaz Tahsin

30/08/2025

কওমী শিক্ষা ফোরাম কতৃক আয়োজিত ‘স্বাতন্ত্র্য বজায় রেখে স্বীকৃতির পথনির্দেশনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা চক্রে উস্তাদ মাওলানা আবু রাফআন সিরাজ সাহেব বলেন—
আমরা আলোচনা করতে থাকি; একটা সময় ফলাফল আসবে।

© কওমী শিক্ষা ফোরাম

23/08/2025

Windows 11 / 10 in one PC.
New trics from Basic Bhai

Send a message to learn more

15/08/2025

A rural day. RAJSHAHI

তিন যুগ ধরে সন্দ্বীপ, জাহাইজ্জার চর (বর্তমান স্বর্ণদ্বীপ) ও ভাসানচর—এই তিন দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। বাংলাদেশ মহাকা...
07/08/2025

তিন যুগ ধরে সন্দ্বীপ, জাহাইজ্জার চর (বর্তমান স্বর্ণদ্বীপ) ও ভাসানচর—এই তিন দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) তাদের গবেষণায় এই চিত্র তুলে ধরেছে। নতুন নতুন ভূমির উত্থানের কারণেই এমনটা ঘটছে।

🚫 কোনো এলাকায় নতুন ভূমি গঠিত হলে সেখানে অন্তত ২০ বছরের আগে মানববসতি গড়ে তোলা যুক্তিযুক্ত নয়।

©

শাপলা নাই মানে এটা একটা শাহবাগী ঘোষণাপত্রপিলখানা নাই মানে এটা একটা ডারতীয় ঘোষণাপত্র৪৭ নাই মানে এটা মুজিববাদী (বাঙালি জাত...
05/08/2025

শাপলা নাই মানে এটা একটা শাহবাগী ঘোষণাপত্র

পিলখানা নাই মানে এটা একটা ডারতীয় ঘোষণাপত্র

৪৭ নাই মানে এটা মুজিববাদী (বাঙালি জাতীয়তাবাদী) ঘোষণাপত্র

এই ঘোষণাপত্রে মূত্র বিসর্জন করা উচিত পুরো জাতির। এটা কখনোই জুলাই ঘোষণাপত্র না। এটা 'হাসিনা বাঁচাও-ডারত বাঁচাও' ঘোষণাপত্র।

#শহীদের_রক্ত_ফেরত_দে

@শামসুল আরেফিন শক্তি

আকাঙ্ক্ষার ঘোষণা...
05/08/2025

আকাঙ্ক্ষার ঘোষণা...

চব্বিশের বিদ্রোহ বিবরণে রচিত এ কবিতা।বিজয়ের এই দিনেই পঠন হোক বিপ্লবের কবিতা!
05/08/2025

চব্বিশের বিদ্রোহ বিবরণে রচিত এ কবিতা।

বিজয়ের এই দিনেই পঠন হোক বিপ্লবের কবিতা!

রাহিল নিরবে, নিঃসংকোচে, নিঃশব্দে,আবদ্ধ না আমি– চলি অবাধে।কারো বাঁধা প্রদানই দুঃসাধ্য;দুঃসাহসী হবোনা কোন সাধে? স্.....

ইতিহাসের গলিতে হারিয়ে যেতে পড়তে পারেন
31/07/2025

ইতিহাসের গলিতে হারিয়ে যেতে পড়তে পারেন

পুরো মসজিদ ঘুরে দেখে বেশ মুগ্ধ হলাম। মূল বৈশিষ্ট্যই যেন, ‘চিনিটিকরির কারুকাজ’। এরপর বের হয়ে সামনে চলে এলাম। বিশ.....

29/07/2025

A journey. A trip. Thousands of memories.

Address

Madaninagar
Siddhirganj
1361

Alerts

Be the first to know and let us send you an email when Rahil-راحل posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahil-راحل:

Share