01/06/2025
কুকুরদের দৌড়ে একবার
একটা চিতাকে অংশগ্রহণ করতে বলা হয়েছিল,
কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন দৌড় শুরু হলো
চিতাটা তার জায়গা থেকে নড়লই না,
আর কুকুরগুলো তাদের পুরো শক্তি দিয়ে দৌড়ে জিততে চেষ্টা করল,
আর চিতাটা শুধু দেখতেই থাকল।
যখন মালিককে জিজ্ঞাসা করা হলো যে চিতাটা দৌড়ে অংশ নিল না কেন,
তখন সে একটা দারুণ উত্তর দিল—
"সবসময় নিজেকে সেরা প্রমাণ করা আসলে নিজের অপমান।
সব জায়গায় নিজেকে প্রমাণ করার দরকার নেই।
কিছু কিছু মানুষের সামনে চুপ থাকাটাই সেরা উত্তর।
কুকুরদের সঙ্গে কুকুরই দৌড়ায়, সিংহ বা চিতা নয়।
তাই যদি আমাদের নিজের উপর বিশ্বাস থাকে যে আমরা সেরা,
তাহলে সেটা প্রমাণ করতে কুকুরদের সঙ্গে দৌড়ানোর দরকার নেই।
বরং চুপ থাকাই ভালো।
কারণ কিছু কিছু দৌড়ে অংশ নেওয়া মানে নিজের অপমান।"
**নোটঃ— কুকুরদের থেকে সাবধান থাকুন