Lutfar Rahman BD

Lutfar Rahman BD Learn digital marketing build up your carrier.
(20)

আওয়ামী লীগ ব্যাটারী, চায়না শাখা।🤣🤣চায়নারাও আওয়ামী লীগ হয়ে গেছে তার প্রমান নৌকা মার্কা ব্যাটারী, মেড ইন চায়না। , , ,
17/12/2024

আওয়ামী লীগ ব্যাটারী, চায়না শাখা।🤣🤣

চায়নারাও আওয়ামী লীগ হয়ে গেছে তার প্রমান নৌকা মার্কা ব্যাটারী, মেড ইন চায়না।

, , ,

13/10/2024

প্রতিমা বিসর্জ্জন সিংড়া, নাটোর -২০২৪।

নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়।

04/10/2024

আই সি টি ভবন, সিংড়া, নাটোর।

নাটোরের সিংড়ায় নির্মিত হচ্ছে আই সি টি ভবন। এতে অনেক বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান এর সু্যোগ তৈরি হবে।

16/07/2024

রথযাত্রা সিংড়া, নাটোর ২০২৪।

সিংড়ায় এই প্রথম হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠিত হলো। রথযাত্রাটি ঠাকুরবাড়ি থেকে শুরু হয়ে সিংড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

14/07/2024

আত্রাই নদী, সিংড়া, নাটোর।

সিংড়ায় আত্রাই নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের অব্যাহত বৃষ্টির তে উজানের পানিতে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

রাসেল ভাইপার থেকে সতর্ক হোন।রাসেল ভাইপার খুব বিষধর প্রজাতির সাপ।ছোবল দিলে মানুষ ২-৩ ঘন্টার মধ্যে মারা যেতে পারে। রাসেল ভ...
10/06/2024

রাসেল ভাইপার থেকে সতর্ক হোন।

রাসেল ভাইপার খুব বিষধর প্রজাতির সাপ।ছোবল দিলে মানুষ ২-৩ ঘন্টার মধ্যে মারা যেতে পারে। রাসেল ভাইপার এর বিশেসত্ব হলো, এই সাপ মানুষ দেখলে আক্রমণ করে যেখানে অন্য সাপ মানুষ দেখলে পালায়।এই সাপ ডিম না পেড়ে সরাসরি ৬০ থেকে ৮০ টা বাচ্চা দেয় একসাথে, ফলে রাসেল ভাইপারের বংস বৃদ্ধি খুব দ্রুত হয়, এই সাপের কামরে মানব দেহের রক্ত জমাট বাঁধতে শুরু করে ফলে হৃদপিণ্ড ও ফুসফুস বিকল হয়ে যায়। ভয়ের ব্যাপার হলো এই সাপের এন্টি ভিনম ঢাকা, চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও পওয়া যায় না। ইতিমধ্যে অনেকে এ সাপের কামরে মারা গেছে। সম্প্রতি সময়ে এই সাপ বাংলাদেশের সবখানে ছরিয়ে পরতে শুরু করেছে।রাজশাহী,নাটোর,পাবনা সহ পদ্মানদীতীরবর্তী অঞ্চলে বেশী দেখা যাচ্ছে।
তাই সরকারী ভাবে রাসেল ভাইপার নিধনের উদ্দোগ না নেয়া হলে বর্ষাকালে এটি ব্যাপকভাবে সারাদেশে ছড়িয়ে পরতে পারে এবং ভবিষৎতে বাংলাদেশের উপর বিপর্যয় নেমে আসতে পারে।

,
,
,

27/05/2024

ঘুর্ণিঝড় রিমাল।

ঘুর্ণিঝড় রিমাল এর প্রভাবে রাত থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে।

,
,

Address

Singra, Natore
Singra
6450

Alerts

Be the first to know and let us send you an email when Lutfar Rahman BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share