درس الحديث

درس الحديث Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from درس الحديث, Digital creator, Bangla desh, Singra.

21/10/2025

ভুল করার আগে ভাবুন

09/09/2025

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ

05/08/2025

জীবনকে বদলে দেয়ার মত অনেক গল্পই আপনি শুনবেন কিন্তু...

রাজা না খেয়ে ম"রে গেলে ও কখনো ভি"ক্ষা করে না
ঈগল পাখি কখনো ম"রা প্রাণী'র মাংস খায় না
কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানবোধ বা ইগো অথবা বলা যায় 'স্ট্রং মেন্টালিটি '

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।
যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূ"ষণ তখন শুধু শুনুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া , দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভ"য়ঙ্ক"র কথা বলার ইচ্ছেরা গ"লাকে আঁকড়ে ধরে না।

একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যা"নঘেনে ভাবটা চলে যাবে।

"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই..."হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মা'থাব্য'থা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জা"নুক, সম"স্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁ"পিয়ে গিয়েও হাল ছাড়েনা।

নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নে"গেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রা'গেল বেশি।
"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। 🤔ঝগ'ড়াঝা'টির স্কি"লটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খা"রাপগুলো থিঁতিয়ে যায়।

নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁ"টেফোঁ'টা বাড়তি ইমোশন থাকবে না।

যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চু'পচা'প সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁ"ড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে

09/07/2025

শেক্সপিয়র বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী! শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকিয়া!

হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই । শুধুই সুযোগের অপেক্ষা।"

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না.... আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারেকিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক।

তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা ।

তাই অভিবাক সহ সবাইকে এব্যাপারে এখনি বিশেষ ভাবে সতর্ক হওয়া আবশ্যক। নয়তো আমরা ক্রমান্বয়ে ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হব, যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না, তার বাবা-মা কে !

তাই লক্ষ্য রাখুন, আপনার বোন কিংবা মেয়ে , স্বামী কিংবা স্ত্রী , ভাই কিংবা ছেলে, কাদের সাথে মিশছে ! নিজেকে ও এ বিষয়ে বিশেষ ভাবে সতর্ক রাখতে হবে। কারণ শয়তান সব সময় মানুষের পিছনে লেগে আছে তাকে বিপথগামী করার জন্যে। সঙ্গটাই এই খানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন।

27/05/2025

👉 নিঃসন্দেহে, এটি আমার পড়া সবচেয়ে সুন্দর লেখাগুলোর একটি।
✅️ আম্মু আমাদের সবসময় বলেন:
“তোমাদের আব্বু যখন বাসায় ফিরে, তখন তার মুখের দিকে তাকিয়ে হাসো। বাইরের দুনিয়া খুব ভয়ানক, যা বাবাদের ভেতর থেকে ভেঙে ফেলে।”

মা ও বাবার মধ্যে পার্থক্য কী?
মা তোমাকে ৯ মাস গর্ভে ধারণ করেন…
আর বাবা তোমাকে বাকি পুরো জীবন বহন করেন…
(তুমি সেটা টেরও পাও না)
মা নিশ্চিত করেন যে তুমি ক্ষুধার্ত নও…
আর বাবা শেখান কীভাবে ক্ষুধার্ত না থাকতে হয়…
(তুমি বুঝতেও পারো না)
মা তোমাকে তার বুকে আগলে রাখেন…
আর বাবা তোমাকে তার পিঠে বহন করেন…
(তুমি তা দেখো না)
মায়ের ভালোবাসা তুমি জন্ম থেকেই অনুভব করো…
বাবার ভালোবাসা তখনই বোঝো যখন নিজেই বাবা হও…
(তাই ধৈর্য ধরো)

মা… যিনি অমূল্য
আর বাবা… যাকে সময় আর ফিরিয়ে দেবে না

26/05/2025

*▌রমজানের শেষ দশক নাকি জিলহজ্জ মাসের প্রথম দশক কোনটি বেশি উত্তম?*

_সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শাইখুল ইসলাম আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ) প্রদত্ত ফতোয়া -_

রমজানের শেষ দশক বেশি উত্তম রাতের দিক থেকে কেননা সেই রাতে লাইলাতুল কদর রয়েছে। পক্ষান্তরে জিলহজ্জ মাসের প্রথম দশক বেশি উত্তম দিনের দিক থেকে। কেননা সেই দিনে রয়েছে আরাফা ও কুরবানীর দিন। উভয়টি দুনিয়ার দিন-সমূহের মধ্যে শ্রেষ্ঠ। আর এটাই বিদ্বানদের মধ্যে যারা গবেষণা করেন তাদের নিকটে নির্ভরযোগ্য কথা।

26/05/2025

মসজিদ: শান্তির ঠিকানা, কিন্তু কত হৃদয় আজও গাফেল!

পৃথিবীতে হাজারো স্থান আছে, কিন্তু একটিমাত্র স্থান—মসজিদ, যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
সুবহানাল্লাহ! এই ঘরেই আল্লাহর নাম উচ্চারিত হয়, এই ঘরেই মানুষ সিজদায় নত হয়ে কান্না করে, এই ঘরেই মিলে আত্মার প্রশান্তি, চেতনায় জাগে ঈমানের আলো।

মসজিদ মানেই শান্তির সবচেয়ে বড় কেন্দ্র।
এখানে নেই অহংকার, নেই দম্ভ। শুধু থাকে এক বুক অনুশোচনা, এক হৃদয়ভরা ভালোবাসা মহান রবের প্রতি।
এখানে পা রাখলেই অন্তরের কালিমা ধুয়ে যায়, ভেতরটা হালকা হয়ে আসে। মনে হয়—"এই তো, আমি ফিরে এসেছি আমার মালিকের ঘরে…।"

কিন্তু হায়!
কত হতভাগা মানুষ আছে, যারা এই ঘরের পথে পা বাড়ায় না।
আজান হয়, কিন্তু হৃদয়ে স্পন্দন জাগে না!
মসজিদের মিনার ডাকছে—“এসো, শান্তি পাবে…”
কিন্তু তারা মগ্ন থাকে দুনিয়ার মোহে, দুনিয়ার ঘরে, গুনাহর স্রোতে…
তারা ভাবে—সময় আছে, পরে আসব।
কিন্তু কে জানে, মৃত্যুর সময় হয়তো নামাজ আদায়ের সুযোগই মিলবে না!

রাসুলুল্লাহ (সা.) বলেন:
“মসজিদ হলো আল্লাহর ঘর, যে ব্যক্তি মসজিদে যাতায়াত করে, আল্লাহ তার প্রতি বিশেষ দয়া বর্ষণ করেন।”
(মুসনাদে আহমাদ)

তবুও কেউ কেউ আল্লাহর এই আহ্বানে সাড়া দেয় না!
তাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই থাকে না।
তারা জানে না, যেদিন কবরের ঘর হবে অন্ধকার, সেদিন মসজিদের ভালোবাসাই হয়ে উঠত আলো…
যেদিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে, সেদিন সিজদার স্মৃতিই হয়ে উঠত রক্ষা।

হে গাফেল হৃদয়, এখনো ফিরে এসো!
এখনো সময় আছে, মসজিদের দরজা খোলা…
রব অপেক্ষা করছেন…
একটি সিজদা, একটি কান্না, একটি প্রার্থনা…
এটাই হতে পারে তোমার মুক্তির চাবি।

মসজিদ—এই ঘরকে ভালোবাসো।
এই ঘরেই আছে জান্নাতের গন্ধ, হৃদয়ের আরাম আর পরকালের আলো।
এটা একটিমাত্র ঘর, যেখানে ঢুকলেই মনে হয়—“আমার রব আছেন, আমি একা নই…”
আল্লাহু আকবার!
MD: ABDULLAH BIN ISMAIL

25/05/2025

মসজিদ: শান্তির ঠিকানা, কিন্তু কত হৃদয় আজও গাফেল!

পৃথিবীতে হাজারো স্থান আছে, কিন্তু একটিমাত্র স্থান—মসজিদ, যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
সুবহানাল্লাহ! এই ঘরেই আল্লাহর নাম উচ্চারিত হয়, এই ঘরেই মানুষ সিজদায় নত হয়ে কান্না করে, এই ঘরেই মিলে আত্মার প্রশান্তি, চেতনায় জাগে ঈমানের আলো।

মসজিদ মানেই শান্তির সবচেয়ে বড় কেন্দ্র।
এখানে নেই অহংকার, নেই দম্ভ। শুধু থাকে এক বুক অনুশোচনা, এক হৃদয়ভরা ভালোবাসা মহান রবের প্রতি।
এখানে পা রাখলেই অন্তরের কালিমা ধুয়ে যায়, ভেতরটা হালকা হয়ে আসে। মনে হয়—"এই তো, আমি ফিরে এসেছি আমার মালিকের ঘরে…।"

কিন্তু হায়!
কত হতভাগা মানুষ আছে, যারা এই ঘরের পথে পা বাড়ায় না।
আজান হয়, কিন্তু হৃদয়ে স্পন্দন জাগে না!
মসজিদের মিনার ডাকছে—“এসো, শান্তি পাবে…”
কিন্তু তারা মগ্ন থাকে দুনিয়ার মোহে, দুনিয়ার ঘরে, গুনাহর স্রোতে…
তারা ভাবে—সময় আছে, পরে আসব।
কিন্তু কে জানে, মৃত্যুর সময় হয়তো নামাজ আদায়ের সুযোগই মিলবে না!

রাসুলুল্লাহ (সা.) বলেন:
“মসজিদ হলো আল্লাহর ঘর, যে ব্যক্তি মসজিদে যাতায়াত করে, আল্লাহ তার প্রতি বিশেষ দয়া বর্ষণ করেন।”
(মুসনাদে আহমাদ)

তবুও কেউ কেউ আল্লাহর এই আহ্বানে সাড়া দেয় না!
তাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই থাকে না।
তারা জানে না, যেদিন কবরের ঘর হবে অন্ধকার, সেদিন মসজিদের ভালোবাসাই হয়ে উঠত আলো…
যেদিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে, সেদিন সিজদার স্মৃতিই হয়ে উঠত রক্ষা।

হে গাফেল হৃদয়, এখনো ফিরে এসো!
এখনো সময় আছে, মসজিদের দরজা খোলা…
রব অপেক্ষা করছেন…
একটি সিজদা, একটি কান্না, একটি প্রার্থনা…
এটাই হতে পারে তোমার মুক্তির চাবি।

মসজিদ—এই ঘরকে ভালোবাসো।
এই ঘরেই আছে জান্নাতের গন্ধ, হৃদয়ের আরাম আর পরকালের আলো।
এটা একটিমাত্র ঘর, যেখানে ঢুকলেই মনে হয়—“আমার রব আছেন, আমি একা নই…”
আল্লাহু আকবার!
MD ABDULLAH BIN ISMAIL

24/05/2025

অনেক দিন আগের কথা। একটি গরু জঙ্গলের পাশের একটি মাঠে ঘাস খাচ্ছিলো। হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ এসে তাকে আক্রমণ করলো। গরুটি বাঘকে দেখেই দৌড় শুরু করলো। অনেক্ষণ দৌড়ানোর পর গরুটি হাপিয়ে উঠলো। বাঘের সাথে দৌড়ে তো গরুর পেরে উঠার কথাও না। তাই আর কোনো উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো। কিন্তু পুকরটি ছিলো শুকনা। যার ফলে সেখানে কাঁদা ছাড়া কোন পানি ছিলো না।

গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিলো। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেলো। বাঘ রেগে মেগে বললো- "কিরে হারামী, তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখন তো দুজনেই মরবরে।"
গরু হেসে বলে- "তোমার কি মালিক আছে’? বাঘ রেগে বলে- ‘বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কিরে! আমি নিজেইতো বনের মালিক’।

গরু তখন মৃদু হেসে বলে- ‘তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে’।

বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইলো। সন্ধ্যা বেলায় গরুটির মালিক গরুটিকে খুজতে বের হলো। এদিক সেদিক খুঁজতে খুঁজতে এসে দেখলো গরুটি কাঁদার মধ্যে ডুবে আছে। পাশে একটি বাঘ দেখে সে একটি বাঁশ নিয়ে আসলো। বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মারলো। মারতে মারতে বাঘটিকে আধমরা করে রাখলো। এরপর গরুটিকে টেনে তুললো।

গরু উপড়ে উঠে বাঘটির দিকে তাকালো। বাঘটির তখন যায় যায় অবস্থা। একটু আগেও যে গরুটির পেছনে পাগলের মতো দৌড়েছে, নিজেকে বনের মালিক বলে বড়াই করছে, এখন তার কি করুণ দশা। কাঁদায় পড়ে মাখামাখি করছে। কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছেনা। গরুটি বাঘের এই অবস্থা দেখে হাসতে হাসতে বাড়ি চলে গেলো। আর বাঘটি যন্ত্রণা ভোগতে ভোগতে একটা সময় মরে একা একা পড়ে রইলো।

আমরা যারা মালিকের উপর ভরসা করি, যারা মনে করি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামীন আমাদের মাথার উপরে আছেন। তিনি আমাদের ভরসার প্রথম এবং শেষ আশ্রয়স্থল।
আমাদের উপর যত অত্যাচার হোক, যত নির্যাতনই হোক না কেনো, আমাদের দিনগুলো যত দুঃখ কষ্টে অতবাহিত করি না কেনো, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামীন ঠিকই একটা সময় আমাদের রক্ষা করবেন। হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু দিনশেষে আল্লাহ রাব্বুল আলামীন তার রহমতের ছায়া তলে আমাদের ডেকে নিবেন।

আপনি বললে আপনার লাভ
23/05/2025

আপনি বললে আপনার লাভ

ان شاء الله
24/02/2025

ان شاء الله

Address

Bangla Desh
Singra

Website

Alerts

Be the first to know and let us send you an email when درس الحديث posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share