Amir Hamza Rony

  • Home
  • Amir Hamza Rony

Amir Hamza Rony সবাই ফলো দিয়ে সাথে থাকবেন, প্লিজ ♥♥♥

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
07/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়। কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন।

📷 ছবিঃ Mithun Click's

02/07/2025

শুভ সকাল

miss you amma♥♥♥good night
26/06/2025

miss you amma♥♥♥

good night

25/06/2025

আমাদের বাড়িতে বারোমাসি আমের গাছে মুকুল ও আম।

বর্তমান আমাদের বাড়ি থেকে এই মসজিদের দুরত্ব প্রায় ২-২.৫ কিলোমিটার কিন্তুু বাড়িতে থাকলে  শুক্রবারের নামাজ আর ঈদের নামাজ গু...
24/06/2025

বর্তমান আমাদের বাড়ি থেকে এই মসজিদের দুরত্ব প্রায় ২-২.৫ কিলোমিটার কিন্তুু বাড়িতে থাকলে শুক্রবারের নামাজ আর ঈদের নামাজ গুলো এখানেই পড়ি।

শৈশব থেকে শুরু করে অর্নাস ও মার্স্টাস পড়া পর্যন্ত এই এলাকাতেই বাড়ি ছিল। সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের আওতায় মসজিদটি পড়ে গিয়েছে।

মসজিদের প্রাপ্য টাকাও হয়তো দিয়ে নতুন স্থানে স্বল্প পরিসরে মসজিদ ও হয়েছে। কিন্তুু এই পুরাতন জায়গায় গেলে এই মসজিদটিই অন্যরকম চোখে লাগে, কত দীর্ঘদিনের স্মৃতি জড়িত মসজিদ।

ছোট থেকে বড় হইলাম এখন আর কয়দিন বা থাকবে মসজিদটি।

আল্লাহ সবাইকে নেক হায়াৎ দান করুন।

সময় গুলো কতই না মজার ছিল,,,,,,,
23/06/2025

সময় গুলো কতই না মজার ছিল,,,,,,,

সত্যি করে বলবেন কোন আইসক্রিম খাইছেন কখনো??   ゚
22/06/2025

সত্যি করে বলবেন কোন আইসক্রিম খাইছেন কখনো??

২০০৭ সালের ভাষানী মিলনায়তন।
21/06/2025

২০০৭ সালের ভাষানী মিলনায়তন।

21/06/2025

আমাদের Banijjo Bazar আউটলেট থেকে ভিডিও করা।

আমার ছোট আম্মু আর আমি♥♥
21/06/2025

আমার ছোট আম্মু আর আমি♥♥

20/06/2025

আপনি যদি পোস্টটি দেখে থাকেন অবশ্যই পরিচয় দিবেন।

জুম্মা মোবারাক♥♥♥
20/06/2025

জুম্মা মোবারাক♥♥♥

Address


Telephone

+8801765916660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amir Hamza Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share