26/09/2025
জীবন কখনো কখনো এমন একটা মঞ্চ, যেখানে সব চরিত্রই অভিনয় করে, কেউ আনন্দের, কেউ দুঃখের, আবার কেউ নিছক দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকে।
কিন্তু এই অভিনয়ের শেষ নেই, বারবার পর্দা নামে, আবার ওঠে। আর আমরা ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ি, একটুখানি সত্যিকারের স্পর্শ খুঁজতে খুঁজতে।
কিন্তু সেই স্পর্শও কি আদৌ থাকে? নাকি আমরা সবাই একেকটা, অভিনয়ের আড়ালে লুকানো পরাজয়?