Abdul Momin

Abdul Momin Hi there it’s Abdul Momin here.this is my Official fb page. I do all kind of social media marketing.

10/10/2023
10/10/2023

প্রান্তর এক বিকেল 🙂

বর্তমানে আমরা সবাই ফেসবুক টাকে বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করছি । এই ফেসবুক বিনোদনের  মাধ্যম ব্যবহার না করে এই ফেসবুক...
29/01/2023

বর্তমানে আমরা সবাই ফেসবুক টাকে বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করছি । এই ফেসবুক বিনোদনের মাধ্যম ব্যবহার না করে এই ফেসবুক টাকে কাজের মাধ্যম করলে কেমন হয় যাতে এই ফেসবুক থেকে ইনকাম করা যায়।
ফেসবুক ব্যবহার করে অন্যের বিনোদনের মাধ্যম না হয়ে যদি অন্যকে নিজের বিনোদনের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারি তাহলে আয় করা সম্ভব

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন...
29/01/2023

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:

১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না ।

২.ঘরে বসে কাজ করা যায়। কোন অফিস এর প্রয়োজন হয় না।

৩.কাজের কোনো লিমিট নেই। যত বেশি কাজ তত বেশি
টাকা।

৪.মাসে একাধিক পেমেন্ট পাওয়া যায়। যেটা কোন অফলাইন চাকরি থেকে পাওয়া সম্ভব নয়।

৫.একটি নরমাল জবের চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হয়।

৬.কম সময় ব্যয় করে বেশি টাকা আয় করা সম্ভব হয়।

৭.কোন ধরনের ইনভেসমেন্ট করা লাগে না।

👉প্রথমে শিখতে হবে তারপর আয় করতে হবে_❣️❣️

👉👉বর্তমানে মাস্টারস কমপ্লিট করেও কম্পিউটার জানা না থাকার জন্য একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা অনেকে ভা...
29/01/2023

👉👉বর্তমানে মাস্টারস কমপ্লিট করেও কম্পিউটার জানা না থাকার জন্য একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা অনেকে ভাবি ভালো পজিশনে যাওয়ার জন্য কম্পিউটার শেখা প্রয়োজন। তার জন্য আমরা কম্পিউটার কোর্সে ভর্তি হই ।
🔰কিন্তু আমি যখন ফ্রিল্যান্সিং এ ভর্তি হই তখন দেখি কম্পিউটারের মেইন মেইন কাজগুলো আমাকে ফ্রিল্যান্সিং কোর্সে শেখানো হচ্ছে।যেমন:Microsoft Word,Microsoft Power Point, Microsoft Excel ফ্রিল্যান্সিং এর কম্পিউটারে মেইন মেইন কাজগুলো এখানে শিখতে পারছি এবং ইনকাম করতে পারছি। আমাদের স্কিল ডেভেলপ করতে পারি, তাহলে আমরা কেন কম্পিউটার কোর্সে ভর্তি হব ?🤔

29/01/2023

বেকার সমস্যাঃ- আর না আর না 🎇

🌐বাংলাদেশে বেকারত্ব তরুণদের জন্য একটা প্রধান সমস্যা। এই বেকারত্বের হার কিছুটা হলেও কমাতে পারে ফ্রিল্যান্সিং💻

💻ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং। স্বাধীনভাবে কাজ করা যায় বলেই বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে বাড়ছে এই পেশা।

💥 👉Freelancing সেক্ট টা শুরু করে দেখেন নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে তৈরি করুন, 🙂

🤷‍♀️মানুষ যা চাই তার থেকে বেশি পাই যদি,
তার ভিতরে সেই চেষ্টা টা থাকে ইচ্ছা শক্তি বল ধৈর্য্য থাকতে হবে।

এখনি তো সময় নিজেকে বেকারত্বের হাত থেকে মুক্তি

বর্তমানে আমাদের পড়া - লিখার সার্টিফিকেট টাকা দিয়ে কিনতে হয়৷ 🗞️ 💰কারণ আমরা শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য পড়া - লিখার পিছনে...
20/01/2023

বর্তমানে আমাদের পড়া - লিখার সার্টিফিকেট টাকা দিয়ে কিনতে হয়৷ 🗞️ 💰

কারণ আমরা শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য পড়া - লিখার পিছনে অনেক টাকা খরচ করি বা করছি। 😶

কিন্তু আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কেউ কোন টাকা খরচ করতে চাই না। 😑

আমরা এখন উদ্যোক্তা, চাকরি, ব্যবসায়ী যেটাই করি না কেন সবক্ষেত্রেই স্কিলের দরকার। 😲

কারণ এখন পুরো পৃথিবী স্কিলের প্রতি গুরুত্ব দিচ্ছে। এই পৃথিবীতে যে যত স্কিলফুল সে তত সব কিছুতে গুরুত্ব পাচ্ছে। 🌏

তাই আসুন আমরা সচেতন হয় এবং পড়া - লিখার পাশাপাশি নিজেদের স্কিল ডেভেলপমেন্টের প্রতি গুরুত্ব দেয়।🎯

24/10/2022

🌷🌷 Freelancing ??🌷
#ছাত্রজীবনে_ফ্রিল্যান্সিং_শেখার_অন্যতম একটি সময় | সেই সময় টা অবসরে বসে না থেকে , খেলাধুলায়, আড্ডা পরিহার করে, ফেসবুক, ইউটিউব কে কাজে লাগিয়ে চাইলে আমরা একটা স্মার্ট ইনকাম করতে পারি ??
💐 #ফ্রিল্যান্সিং এ নিজেকে দক্ষ স্কীল করার মাধ্যমে ক্যারিয়ার গড়তে পারি | যা পরিবারের পাশে দাঁড়ানোর একটি অবলম্বন ও হতে পারে |
☀️ #ফ্রিল্যান্সিং ঘরে বসে ইনকাম করার মাধ্যমে আপনার জীবন কে পাল্টে ফেলতে পারে এই ফ্রিল্যান্সিং।
🔥🔥তাহলে কেন আমরা বেকার বসে থাকবো❓ কেন আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো❓ কেন রাষ্ট্র ও সমাজের বোঝা হব❓ নিজের প্রতি আমাদের সকলেরই দায়িত্ববোধ থাকা উচিত | তাই নয় কি❓
#পরিবারের মানুষটা দিনরাত পরিশ্রম করে, আমাদের মুখে আহার তুলে দিচ্ছে, সেই মানুষটি আর কেউ না,নিজের বাবা |
🌻🌻একবারও কি ইচ্ছা করে না বাবার পাশে দাঁড়াতে ❓নদীর স্রোতের মত সময় তো চলে যাচ্ছে,কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারছি কতটুকু। ভাবার সময় এখন |
আমরা চাইলেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে পারি | আমাদের দ্বারায় সম্ভব।

24/10/2022

💥আসুন আমরা জানি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আয় করা যায়...!!

🌍ফ্রিল্যান্সিং-এ বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে "বাংলাদেশ"।🇧🇩🇧🇩🇧🇩

💰বর্তমানে ৩০০ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশের ফ্রিল্যান্সেররা।

👉সেটা বাংলাদেশ সরকার ২০২৫ এর মধ্যে ১০০০ মিলিয়ন ডলার হবে বলে মনে করেন।

👉তাই আজই বেকারত্ব জীবনকে বিদায় জানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করুন, "

👉চাকরি নয় ফ্রীল্যান্সার হন ফ্রিল্যান্সিয়ের মাধ্যমে হাজার হাজার টাকা আয় করুন।🌐

👉এখন ছাত্র থেকে শিক্ষক প্রায় সবায়ই ঝুঁকছে ফ্রিল্যান্সিং পেশায়। এই মুক্তপেশাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আপনিও হতে পারেন একজন টপ্ ফ্রীল্যান্সার।
ইনশাআল্লাহ 🤲

👉কিছুদিনের মধ্যে ফ্রিল্যান্সাররা প্রথম স্থান দখল করবে।🌍ফ্রিল্যান্সিং-এ বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে "বাংলাদেশ"😍

24/10/2022

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে ।

বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয়। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে ব্যবসায় সফলতার জন্য আগে আমাদেরকে জানতে হবে Digital Marketing কি? অল্প কথায় Digital Marketing হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি।

এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই Social Media ও Digital মাধ্যমগুলো কে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ হচ্ছে।

আজকে আমরা এমন ৮ টি মাধ্যম সম্পর্কে আলোচনা করবে। যা ব্যবসার ক্ষেত্রে এনে দিতে পারে বৈপ্লবিক পরিবর্তন।

ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ-

ডিজিটাল মার্কেটিং সাধারণত দুই প্রকার,

অনলাইন মার্কেটিং

এবং অফলাইন মার্কেটিং।

অনলাইন মার্কেটিং এর মধ্যে রয়েছে-

১.কনটেন্ট মার্কেটিং

২.সোশ্যাল মিডিয়া মার্কেটিং-

৩.Pay-per-click অ্যাডভার্টাইজিং

৪.অ্যাফিলিয়েট মার্কেটিং

৫.রেফারেল মার্কেটিং

৬.ইমেইল মার্কেটিং

৭.SEO (Search Engine Optimization)

কিছু অফলাইন মার্কেটিং পদ্ধতি নিচে উল্লেখ করা হল-

১.রেডিও মার্কেটিং

২.টেলিভিশন মার্কেটিং

৩.ফোন মার্কেটিং

৪.বিলবোর্ড অ্যাডস

৫.লাইভ ডেমোনেস্ট্রেশন

৬.প্রিন্ট অ্যাডস

ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কতটা সহায়ক হবে?

ফ্রিল্যান্সিং বাংলাদেশের বর্তমানে একটি বহুল আলোচিত বিষয়। বাংলাদেশ বিপুল পরিমাণ তরুণ-তরুণী চাকরির খোঁজে হতাশ হয়ে এই সেক্টরে প্রবেশ করার সুযোগ খুঁজছে। তবে বেশিরভাগ টিনএজাররা বুঝতে পারে না আসলে তাদের কিভাবে শুরু করা উচিত।

যদি অনলাইন ক্যারিয়ারকে মোটাদাগে ভাগ করা যায় তাহলে তিন ভাগে ভাগ করা সম্ভব। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভলপিং এবং গ্রাফিক্স ডিজাইন। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর কাজের ক্ষেত্র অনেক বিশাল।

কেউ যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিংকে নিতে চায় তাহলে তার উচিত হবে, ছোট ছোট পরিসর থেকে শুরু করা। উপরে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে বিষয় গুলো নিয়ে বলা শুরু করেছিলাম, সেই একটি বিষয় নিয়ে কেউ যদি শুরু করে তাহলে প্রচুর পরিমানে আর্নিং করা সম্ভব।

19/10/2022

Hello everyone. I am Abdul Momin . i just opened my Facebook official Page. Stay connect.

Address

Sirajganj

Telephone

+8801767219478

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Momin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share