md_nasim_sarker70109

md_nasim_sarker70109 Facebooking post

এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার নিজেই নিজেকে শে'ষ করেছিলেন!ছবিতে একটি শকুন বসে আছে ক'ঙ্কা'লসার এক শিশুর...
07/05/2025

এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার নিজেই নিজেকে শে'ষ করেছিলেন!
ছবিতে একটি শকুন বসে আছে ক'ঙ্কা'লসার এক শিশুর মৃ' ত্যুর অপেক্ষায়, যেন মা' রা গেলেই সে ঝাঁপিয়ে পড়বে লক্ষ্যবস্তুর উপর! ছবিটি তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভিন কার্টার।

১৯৯৩ সালের মার্চ মাস। দুর্ভিক্ষ পীড়িত সুদান। কোথাও একফোঁটা দানা নেই। ক্ষুধার যন্ত্রণায় কাতর শিশুটি এক মুঠো খাবারের সন্ধানে আয়োদ শহর থেকে আধা মাইল দূরে জাতিসংঘের খাদ্য গুদামের দিকে অগ্রসর হচ্ছিল।
এক পর্যায়ে সে তার মৃ' তপ্রা' য় নিথর দে'হটি নিয়ে উবু হয়ে মাটিতে মাথা রেখে বসে পড়ে।
ঠিক তখনই একটা শকুন এসে লোলুপ দৃষ্টি হেনে শি'শুটির মাং' স ভ'ক্ষ' ণ করার জন্য প্রতীক্ষা করতে থাকে।

এই ছবি The New York Times এ প্রকাশিত হলে বিশ্বজুড়ে তো'ল'পা'ড় সৃষ্টি হয়। ১৯৯৪ সালে সেরা ফিচার ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার জিতে নেয় ছবিটি।
কিন্তু ফটোগ্রাফার কেভিন কার্টার পুরস্কার জেতার ৪ মাসের মাথায় মাত্র ৩৩ বছর বয়সে নিজেই নিজেকে শে'ষ করে বসেন। পরে জানা যায় ছবিটি তোলার পর থেকেই তিনি মা'ন সিকভাবে ভে'ঙে পড়েছিলেন! মৃ'ত্যু'র আগে ছবিটির বিষয়ে কেভিন কার্টার তার ডায়রিতে লিখেছিলেন :

"হে পরম করুণাময়, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কোনও খাবার, তা সে যত খারাপ স্বাদেরই হোক না কেন আমি সেটা নষ্ট করব না, এমনকি আমার পেটে ক্ষুধা না থাকলেও না!
আমি প্রার্থনা করি, আমরা চারপাশের পৃথিবীর প্রতি আরো সংবেদনশীল হব এবং আমরা আমাদের ভেতরের স্বার্থপরতা এবং সংকীর্ণতা দ্বারা অন্ধ হয়ে যাব না।
আমি আরো প্রার্থনা করি, তুমি ওই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবে, পথ দেখাবে আর ওকে ওর দুঃখ থেকে মুক্তি দেবে। এই ছবি যেন মানুষকে মনে করিয়ে দেয় ওই শিশুটির তুলনায় তারা কতটা ভাগ্যবান, কারণ তোমার করুণা ছাড়া কারো ভাগ্যে একটি দানাও জোটে না। বিদায়!"

পৃথিবীকে ৫ হাজার বার প্রদক্ষিণ করা এই মানুষ টার সাথে ৩১১ দিন ধরে কেউ যোগাযোগ করেনি। কারন এই মানুষটা যে দেশের নাগরিক ছিল ...
27/04/2025

পৃথিবীকে ৫ হাজার বার প্রদক্ষিণ করা এই মানুষ টার সাথে ৩১১ দিন ধরে কেউ যোগাযোগ করেনি। কারন এই মানুষটা যে দেশের নাগরিক ছিল সেই দেশ টাই পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যায়। তাই বাধ্য হয়েই ৩১১ দিন ধরে ৫ হাজার বার পৃথিবীকে চক্কর কাটতে হয়েছিল। হতভাগা এই মহাকাশ চারির নাম সর্গেই কনস্ট্যানটিনোভিচ ক্রিকালেভ। প্রথমজীবনে ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। পরবর্তীকালে রকেট সায়েন্টিস্ট হিসাবে যোগদান করেন, সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণাকেন্দ্রে প্রশিক্ষন নিয়ে হয়ে উঠেন একজন মহাকাশচারি। মোটামুটি আমরা জানি মহাকাশে প্রতি দেশেরই কিছু স্যাটেলাইট এবং কিছু দেশের স্পেসেস্টেশন থাকে, সেখানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিলে রক্ষণাবেক্ষণের জন্য পৃথিবী থেকে ইঞ্জিনিয়ার দের মহাশূন্যে পাঠানো হয়।

সেই কারণে ১৯৯১ সালের মে মাসে ক্রিকালেভ কে পৃথিবী থেকে মহাশূন্যে পাঠানো হয় MIR স্পেস স্টেশনটির রুটিন চেক আপের জন্য। ক্রিকালেভ মহাশূন্যে পারি দেয়ার সময় থেকেই সোভিয়েত ইউনিয়ন জুরে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। ফলে ক্রিকালেভ যে মাত্র পাঁচ মাসের জন্য মহাশূন্যে থাকতে গেছিল। কিন্তু দেশের মধ্যে রাজনৈতিক ঝামেলা এবং বৈদেশিক চাপে ভেঙ্গে পড়ে সোভিয়েত ইউ নিয়ন, তৈরি হয় রাশিয়ান ফেডারেশন নামে এক নতুন দেশ, যার ফলে আগের সমস্ত কাজকর্ম স্থগিত হয়ে যায়। ক্রিকালেভের কাছে শুধু একটাই রেডিও বার্তা পৌছায়, এখন আর কেউ তোমার মিশনের দায়িত্বে নেই। এবার যত দিন না নতুন করে কেউ তোমার সাথে যোগাযোগ করে তুমি অপেক্ষা করো। এর পর পৃথিবীর সাধে সম্পূর্ন যোগা যোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার ভাবুন পৃথিবী থেকে ৪০০ ৪৫০ কিলোমিটার উপরে আপনি শুধু একা, কথা বলার কেউ নেই, আর কোনো দিন পৃথিবীতে ফিরতে পারবেন কিনা তারও নিশ্চয়তা নেই।
এদিকে খাবার ক্রমশ ফুরিয়ে আসছে, অক্সিজেন লেবেল ও কমে আসছে, পৃথিবী থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এবার ভাবুন রোজ ৪০০ কিলোমিটার উপর থেকে আপনি দিন ও রাত্রি হতে দেখছেন, প্রত্যেকদিন প্রায় ১৬বার গোটা পৃথিবীর চারি দিকে ঘুরছেন, অথচ পৃথিবীর থেকে কেউ আপনার সাথে যোগাযোগটুকু করছেনা এমন নির্জন এবং ভয়ঙ্কর জেলখানায় ৩১১ দিন কাটিয়েছেন ক্রিকালেভ।

এবার আসি এর কারণ কি ছিল? পৃথিবী ছেড়ে যাওয়ার সময় ক্রিকালেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের নাগ রিক কিন্তু মহাশূন্যে থাকাকালীন সময়ে ক্রিকালেভর দেশটাই উধাও হয়ে গেছিল, পৃথিবী থেকে একটা গোটা দেশ উধাও হয়ে যায়, তাই টেকনিক্যালি ক্রিকালেভর কোনোদেশেরই নাগরিকত্ব ছিল না, তাই তাকে ফিরিয়ে আনতে কেউই উদ্যোগ নেয়নি। সে প্রতিদিন পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠাতো যাতে অপরপ্রান্ত থেকে কেউ সারা দেয়। এভাবেই কেটে যায় দশটা মাস।

অবশেষে আচমকা পৃথিবী থেকে সারা আসে এবং ১৯৯২ সালের মার্চ মাসে ৩১১ দিন মহাশূন্যে জেল কাটানোর পর পৃথিবীতে ফিরে আসেন। কিন্তু টানা প্রায় দশ মাস মহাশূন্যে থাকার ফলে ক্রিকালেভের চেহারা, ওজন, দৈহিক ক্ষমতা এবং মানসিক অবস্থা অনেকটাই পাল্টে যায়, প্রায় আট মাস সময় লেগেছে তাকে পুরোপুরি সুস্থ্য হতে। এর পরেও তিনি বহু বার মহাকাশে গেছেন। বর্তমানে তিনি রাশিয়ায় অবসর জীবন যাপন করছেন।

07/04/2025

যদি মনে করো তুমি আমার সাথে যেটা করছো ভালো করছো.......।

07/04/2025

অনেক ভালোবাসি আপনাকে,,
কোনোদিন এই মন থেকে এক ইঞ্চি সরবেন না আপনি৷

29/11/2024
আমি.....মানে.....!!"যার-Luck"টাই খারাপ...//😟 #ছোটসাহেব
21/02/2024

আমি.....

মানে.....!!

"যার-Luck"টাই খারাপ...//😟

#ছোটসাহেব

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা। #ছোট_সাহেব
16/12/2023

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা।

#ছোট_সাহেব

বিয়ের কথা বাসায় বলতে লজ্জা লাগছে।🙈🙈তাই আজ সকালে উঠেই আম্মুকে বুঝিয়ে দিলাম বিয়ের গুরুত্ব কি🐸ভাবছেন কিভাবে বুঝালাম!?🤔তাহলে...
12/11/2023

বিয়ের কথা বাসায় বলতে লজ্জা লাগছে।🙈🙈
তাই আজ সকালে উঠেই আম্মুকে বুঝিয়ে দিলাম বিয়ের গুরুত্ব কি🐸

ভাবছেন কিভাবে বুঝালাম!?🤔তাহলে শুনেন।আম্মাকে দেখা মাত্র একটা ম্যাগাজিন হাতে নিয়ে, মাইক মে/রে আন্দাজেই পড়তে লাগলাম!!☺☺

-সক্রেটিস বিয়ে করছিলো ৮ বছর বয়সে😝

-অ্যারিস্টটল বিয়ে করছিলো ১৭ বছর বয়সে😝
রবিন্দ্রনাথ বিয়ে করছিলো ১২বছর বয়সে😝
মহত্মা-গান্ধী বিয়ে করছিলো ১৩বছর বয়সে😝
বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায় বিয়ে করছিলো ১১বছর বয়সে 😝

ছেলেদের অল্প বয়সে বিবাহ হইলে তাদের ভবিষ্যতে বিখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে!😏🐸

ম্যাগাজিনটা রেখে আম্মুকে খুঁজে পাচ্ছিনা,নিশ্চিই ছেলেকে বিখ্যাত করতে পাত্রী খুঁজতে গেছে!😏😁

কিন্তু না পিছনে ফিরে দেখি আম্মা জান জুতা নিয়া খাড়াইয়া আছে!!😥😭
তারপর এখন আমি কানে দরে দাড়াই রইছি🥹🥹

দূর হতে আমি তারে সাধিব 💔🥰 #ছোট_সাহেব
25/09/2023

দূর হতে আমি তারে সাধিব 💔🥰

#ছোট_সাহেব

এক আকাশ সমান অবহেলা পেয়েছি সব সময়!💔 #ছোট_সাহেব
07/09/2023

এক আকাশ সমান অবহেলা পেয়েছি সব সময়!💔

#ছোট_সাহেব

26/08/2023

মঙ্গল গ্রহ থেকে ফিরে আসা এক ব্যাক্তির ঘটনা

-তুমি সামনে আসলে আমার অভিমানে'রা ও তোমায় ভালোবাসে ফেলে!🙂❤️ #ছোট_সাহেব
20/08/2023

-তুমি সামনে আসলে আমার অভিমানে'রা ও তোমায় ভালোবাসে ফেলে!🙂❤️

#ছোট_সাহেব

Address

Sirajganj

Telephone

+8801302321771

Website

Alerts

Be the first to know and let us send you an email when md_nasim_sarker70109 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share