Beauty Of Nature

Beauty Of Nature This page service you product or by skill.

সঠিক মন্তব্য
12/08/2025

সঠিক মন্তব্য

My cute baby.
09/08/2025

My cute baby.

American people have selected  Donald Trump their next president .
06/11/2024

American people have selected Donald Trump their next president .

হে আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলামদের কে সাহায্য করআমিন
05/11/2024

হে আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলামদের কে সাহায্য কর
আমিন

একটা মানুষ দেশের জন্য কত কিছুই না করেছে 🙂জুয়া খোর হয়েছে✅ম্যাচ ফিক্সার হয়েছে✅জুয়ার জন্য নিজের বোনের নাম ব্যাবহার করেছে ✅ব...
21/10/2024

একটা মানুষ দেশের জন্য কত কিছুই না করেছে 🙂
জুয়া খোর হয়েছে✅
ম্যাচ ফিক্সার হয়েছে✅
জুয়ার জন্য নিজের বোনের নাম ব্যাবহার করেছে ✅
ব্যাবসার জন্য নিজের বাবার নাম ব্যাবহার করেছে ✅
শেয়ার বাজারে ক্যালেংকারি করে জনগণের কল্যান করেছে ✅
প্রবাসিদের সাথে বাজে ব্যাবহার করেছে ✅
আম্পায়ারদের সাথে তর্কে জরিয়েছে✅
নিজের ফ্যানদের ক্যাপ দিয়ে মেরেছে ✅
ইনজুরি নিয়ে দেশের জন্য মাঠে নামছে✅
টাকার জন্য দেশের খেলা বাদ দিয়ে বিদেশি লীগে খেলছে ✅
নিজের টিমম্যাটের সাথে চিটিং করেছে ✅
ব্যাবসায়িদের টাকা মেরে দিয়ে জনগণের সেবা করেছে ✅
ভোট চুরি করে এমপি হয়েছে ✅
ফ্যাসিবাদের দালালি করেছে ✅
গনহত্যা করেছে ✅
দেশের মানুষের জন্য এত কিছু করার পরও তাকে দেশে ডুকতে দেওয়া হয় না। আমরা সত্যি জাতি হিসেবে অকৃতজ্ঞ 🥺

হাস্যজ্বল পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রীর সাথে ড. মোহাম্মদ ইউনুস।😍😍
24/09/2024

হাস্যজ্বল পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রীর সাথে ড. মোহাম্মদ ইউনুস।😍😍



নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ (সঃ)-এর মধ্যে উত্তম আদর্শ। (সূরা আহযাব : ২১)
15/09/2024

নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ (সঃ)-এর মধ্যে উত্তম আদর্শ। (সূরা আহযাব : ২১)

05/09/2024

ঘুম পাড়ানি মার্কা জাতীয় সংগীত পরিবর্তন করার সময় এসেছে...
১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে রচিত সংগীত কখনো আমাদের জাতীয় সংগীত হতে পারে না। শুরু থেকেই এই গানটা সরাসরি তৎকালীন পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী।
যারা বঙ্গভঙ্গের ইতিহাস পড়েছেন তারা হয়ত সহমত হবেন।

04/09/2024
"আমার সোনার বাংলা"- এ সঙ্গীতটি ১৯০৫ সনে রচিত হয়েছে । সঙ্গত কারণে একথা সুস্পষ্ট ভাবেই প্রতিভাত হয় যে, এ সঙ্গীতটি বাংলাদেশ...
04/09/2024

"আমার সোনার বাংলা"- এ সঙ্গীতটি ১৯০৫ সনে রচিত হয়েছে । সঙ্গত কারণে একথা সুস্পষ্ট ভাবেই প্রতিভাত হয় যে, এ সঙ্গীতটি বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নি। কারণ তখন তো বাংলাদেশের জন্মই হয় নি। এ সঙ্গীতের একাধিক চরণে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মীয় বিশ্বাস ফুটে উঠেছে। ৯২% মুসলমানদের দেশে ৭১ সালে স্বাধীনতার পর জাতীয় কবি নজরুলের কোনো কবিতাকে জাতীয় সঙ্গীত না বানিয়ে শিরক মিশ্রিত " আমার সোনার বাংলা "-কে কেনো জাতীয় সঙ্গীত বানানো হয়েছিলো তা প্রশ্ন সাপেক্ষ। আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের সংবিধান নতুন করে লেখা নিয়ে যদি প্রস্তাব উত্থাপিত হতে পারে, তাহলে জাতীয় সঙ্গীত নতুন করে নির্ধারণ করা নিয়ে কেনো কথা বলা হবে না?

আবার আমাদের টাকার সৌন্দর্য ফিরে আসুক৷
06/08/2024

আবার আমাদের টাকার সৌন্দর্য ফিরে আসুক৷

যারা ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হব...
22/04/2024

যারা ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে।হুজুগে লাগালেন,কিন্তু গাছ বাঁচলো না,লাভ নাই ত।
সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়।ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না।খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।
একটা লিস্ট দিচ্ছি,চাইলে ফলো করতে পারেন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন।এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।
রাস্তার ধার (Roadside):
1. নিম ()
2. রেইন ট্রি ( )
3. জারুল ()
4. কদম()
5. সিলভার ওক ( )
6.সোনালু
7.কৃষ্ণচূড়া
রাস্তার বিভাজক (Road Divider):
1. জবা ()
2. কান্টিকারা ( )
3. রতনগাছ ( )
4.হিজল ()
পার্ক (Park):
1. বটগাছ ( )
2. কদম ()
3. চাপালিশ ()
4. কনক চাঁপা ()
5. অশোক ()
ফুটপাথ (Footpath):
1. পারুল
2. সিঙ্গাপুরের চেরি
3. ঝাউ গাছ
4.দেবদারু
খোলা জায়গা (Open Space):
1. মেহগনি ()
2. কৃষ্ণচূড়া ()
3. শিমুল ()
4. অর্জুন গাছ ()
শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
1. আম ()
2. কাঁঠাল ()
3. জাম্বুল ()
4. বেল ()
5. পাকুড় ()
বাড়ির আঙ্গিনা (Homestead):
ফলের গাছ
1. আম
2. কাঁঠাল
3. লিচু
4. পেয়ারা
5. নারিকেল
6. কলা গাছ
7. পপাই
8. জাম্বুল
9. কামরাঙ্গা
10. বেল
কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।
ধন্যবাদ

Address

Kazipur
Sirajganj
6710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty Of Nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share