Days with Raisha

Days with Raisha Assalamu Alaikum,It’s me Raisha🥰I am a daily life vlogger🧕This page is about daily vlog,food vlog,cooking,traveling etc🌸Welcome to my page❤️

10/08/2025

মা কিন্তু আমার ঠিকি বেঁচে আছে,আলহামদুলিল্লাহ 😊কিন্তু এইযে আম্মুর কথা মনে পড়তেই চোখের কোনে ২ফোটা জল জমা হওয়া,চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া,এই অসহায়ত্বটা সত্যিই অন্যরকম🙂আম্মুকে ছাড়াই মানিয়ে নিচ্ছি প্রতিনিয়ত💔আমি শুধু ভাবি,আমার মা আমার থেকে দূরে তাই আমার এতো খারাপ লাগে,তাহলে যাদের মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তাদের কি অবস্থা🥺আমাকে কখনো শুনতে না হোক,আমি মা হারা সন্তান😔আল্লাহ্ আমার আম্মুর থেকে অন্তত একদিন হায়াত কম দিক আমাকে🤲

07/08/2025

ট্রেনের ৫৫মিনিট লেট শুনে মনটাই খারাপ হয়ে গেলো🙂আর একটু আগে জানলে আরো কিছু সময় বাসায় থাকতে পারতাম💔

03/08/2025

আমি তার সাথে আর তর্কে জড়াই না যার কাছে আমি মূল্যহীন,আমি সেখান থেকে নিশ্চুপে সরে আসি যেখানে আমার কোনো গুরুত্ব নেই😊

01/08/2025

একটা জিনিস আমি নিজে রিয়েলাইজ করলাম আসলে আপনার প্রেসেন্ট লাইফ,সাকসেস,ফিউচার প্ল্যানিং,হ্যাপিনেস কখনোই কারো সাথে শেয়ার করা ঠিক না।কারণ কিছু মানুষ এগুলো দেখে আফসোস করে,ইশ আমার যদি থাকতো,আমি যদি পেতাম,হাইরে ওর ভাগ্য কত্তো ভালো,আমার কপালে এসব নেই।এক্সজেক্টলি,যারা আপনার অবস্থানে আসতে পারবেনা,কীংবা আপনার মতো করেই সব চায় কিন্তু পায়না।তারাই আপনাকে দেখে হিংসা করে,মূলত এরাই বদনজর দেয়।তাই আজ থেকেই সাবধান হওয়া উচিত🙂কেন রে ভাই অন্যের ভালো দেখলে কী তার জন্য দোয়া করা যায় না?মাশাল্লাহ বলা যায় না?বলা যায়না আরো সুখী হও,আল্লাহ তোমাকে আরো সুখ দিক?ভাই আমিতো কখনো এমন করিনা,তাইলে তোরা কেন আমার সাথেই এমন করিস?তোদের ভয়ে কিছু পাবলিক করতেও ভয় লাগে😆যা তোরা দেখিস,যা শুনিস সেটা ১%,বাকি ৯৯% আমি পাবলিককে দেখাইনা,ইভেন বলিও না।আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ😊🤲

25/07/2025

যতোই সুখে থাকিনা কেন,মায়ের অভাব কিছুতেই মেটেনা🙂সবাই অনেক আদর করে,ভালোবাসে।কিন্তু সবকিছুর পরেও মনে হয়,যদি আম্মু থাকতো!আম্মুর সাথে এটা করতাম,এখানে যেতাম।মা টাও সারাদিন বারান্দার এক কোনে বসে থাকে,একা একা তারও ভালো লাগেনা।পৃথিবীর সব সুখ একদিকে আর আম্মু আরেকদিকে।মিস ইউ আম্মু🥺

24/07/2025

আল্লাহ্ শুধু আমার ধৈর্যটা আরো বাড়িয়ে দিক,বাকি উত্তরটা সময়ই দিয়ে দিবে ইনশাআল্লাহ🙂🤲

17/07/2025

বিফ হালিম,ডিমের চপ,ডালের চপ,ভূড়ি ভাজি দিয়ে লুচি,ক্লেমন,চিকেন মোমো,বিফ শিক কাবাব উইথ তন্দুরি রুটি,মোজো সব খেয়েছি আজকের ডিনারে🫣একরাতে অনেক কিছু খাওয়ার পর মাই মুড রাইট নাউ:১সপ্তাহ্ আর কিছু খাবো না🙊

16/07/2025

আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ্🤲একদিনের চেষ্টায় নতুন জব পেয়ে গেলাম,তাও অনেক বড় হসপিটালে🥳আল্লাহ্ মহান🥹মায়ের দোয়া এবারও বিফলে যায়নি🥰আল্লাহ্ আমার আম্মুকে নেক হায়াত দান করুক,আমিন🥺🫶

16/07/2025

সব ঠিক ঠাক,তারপর হঠাৎ করেই বাসা ছেড়ে আসার কষ্টটা যখন মনে হয়,বুকের ভেতর হঠাৎ করেই কেমন জানি মোচর দিয়ে উঠে😔এই কষ্টটা শুধুমাত্র তারাই ফিল করবে যারা বাসা ছেড়ে দূরে কোথাও থাকে🙂যখন-তখন চাইলেও বাসায় ফেরা যায়না💔

15/07/2025

সকাল ১০:৪০,বৃষ্টিস্নাত সকাল,পুরো এলাকা তখন ঘরের কোণায় আশ্রয় নিতে ব্যস্ত।ঠিক ওই মূহুর্তেই আমার বাসা থেকে ভিজতে ভিজতে বের হওয়া।স্কুলের সামনে রাস্তার কাজ চলছিল,তাই বাসার সামনে সি,এন,জি আসতে পারেনি,স্কুল গেটের সামনে দাঁড়ানো ছিলো।প্রতিটা ব্যাগ টেনে টেনে গেট অব্দি নিতে হয়েছে।ওইদিকে আমারও বাসের সময় হয়ে যাচ্ছে,আম্মুরও ক্লাসের টাইম,ভাইয়া সবেমাত্র ভাত খেতে বসেছে,আব্বুও স্কুলে চলে গেছে।কাঁদতে কাঁদতে আমার কথাও আসছিলো না,ঠিকভাবে বিদায়ও নিতে পারিনি।সি,এন,জি ছাড়লো ১০:৪৫ এ,ওইদিকে বড় খালামনির বাসার সামনে দিয়ে আসতে গিয়েও একটু লেট হয়ে গেছে।ঠিক ১১:৪০-এ এসে পৌছালাম সিরাজগঞ্জ পৌর বাস স্ট্যান্ডে।১১:৪৫-এ বাস ছাড়লো।গন্তব্যে এসে পৌছালাম ৩:২৫-এ।জানিনা আবার কবে বাসায় ফেরা হবে।আল্লাহ আমার পরিবারের লোকদের ভালো রাখুক,হেফাজত করুক,সেই সাথে আমাকে আর আম্মুকে ধৈর্য ধরার তৌফিক দান করুক,আমিন🤲

15/07/2025

তারপর পুরো ২২বছরের স্মৃতি একটা সুটকেসে ভোরে এইযে আজকে বাসা থেকে বের হলাম🙂এরপর আর কখনোই নিয়ম করে বাসায় ফেরা হবেনা💔

Address

Sirajganj

Telephone

+8801887308419

Website

Alerts

Be the first to know and let us send you an email when Days with Raisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Days with Raisha:

Share

Category