10/08/2025
মা কিন্তু আমার ঠিকি বেঁচে আছে,আলহামদুলিল্লাহ 😊কিন্তু এইযে আম্মুর কথা মনে পড়তেই চোখের কোনে ২ফোটা জল জমা হওয়া,চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া,এই অসহায়ত্বটা সত্যিই অন্যরকম🙂আম্মুকে ছাড়াই মানিয়ে নিচ্ছি প্রতিনিয়ত💔আমি শুধু ভাবি,আমার মা আমার থেকে দূরে তাই আমার এতো খারাপ লাগে,তাহলে যাদের মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তাদের কি অবস্থা🥺আমাকে কখনো শুনতে না হোক,আমি মা হারা সন্তান😔আল্লাহ্ আমার আম্মুর থেকে অন্তত একদিন হায়াত কম দিক আমাকে🤲