সিরাজগঞ্জ আইটি সাপোর্ট

সিরাজগঞ্জ আইটি সাপোর্ট Help is on our page. You can take any help from us
power by officially arj
since-2018 🎡Help service is provided on our page.
(1)

And you can see any news on the page. Get cartoons for little boys and girls. You can massage on the page to know about something. If needed, you can call 📳+8801302755386. If you want to make any complaint about the page👍👍🏻, you can message this page to stay by your side
help service



ALL PRODUCE and SERVICE
newspaper 📰
copa amirecan football 🏈
cartoon pictures


Pick the product of your choic

e


ONLINE PRODUCT
OFFICIAL website


BEST PRODUCT
TWITTER
https://twitter.com/officiallyARJ1
https://twitter.com/Ahadhaquejim011
Instagram
https://www.instagram.com/arjofficially/
https://shorten.one/WILNp
YouTube
https://www.youtube.com/channel/UC1rr613Wkz1sRx5KjWunbzw
https://www.youtube.com/channel/UC2BsomlUu8azztjSboT87gg
👇🏻
more information
Bangladesh
The world
Sports
Entertainment
Economy
Education
Dissent
Art and literature
Lifestyle
Health
Science and technology
Travel
Religion and life
Simple English
Dear expatriate
Laws
I want a job
Automobile
Children and adolescents
Humor
Mujibvarsha
US election
a r j Europe
a r j Malaysia
a r j UAE
English Version
a r j market
a r j Connect
Communication

20/11/2025

ESonic মাদারবোর্ডের BIOS অ্যাক্সেস
সিরাজগঞ্জ আইটি সাপোর্ট -

19/11/2025

আজকের ক্লাস ?
সিরাজগঞ্জ আইটি সাপোর্ট -

19/11/2025

আজ দেখবো কম্পিউটার ব্যাকআপ কিভাবে করতে হয় ?
সিরাজগঞ্জ আইটি সাপোর্ট -

19/11/2025

আজ দেখবো কত জিবি পার্টিশন করতে হয় ?
সিরাজগঞ্জ আইটি সাপোর্ট -

🔹 মৌলিক ধারণা (Basic Concepts)1. বিদ্যুৎ কি?👉 ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ বলে।2. কারেন্ট (Current) কি?👉 একক সময়ে নির্দ...
15/11/2025

🔹 মৌলিক ধারণা (Basic Concepts)
1. বিদ্যুৎ কি?
👉 ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ বলে।
2. কারেন্ট (Current) কি?
👉 একক সময়ে নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা।
3. কারেন্টের একক কি?
👉 অ্যাম্পিয়ার (Ampere)।
4. ভোল্টেজ (Voltage) কি?
👉 দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য।
5. ভোল্টেজের একক কি?
👉 ভোল্ট (Volt)।
6. ওহমের সূত্র (Ohm’s Law) কি?
👉 V = IR (ভোল্টেজ = কারেন্ট × রেজিস্ট্যান্স)।
7. রেজিস্ট্যান্স (Resistance) কি?
👉 কারেন্ট প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে গুণ, সেটি রেজিস্ট্যান্স।
8. রেজিস্ট্যান্সের একক কি?
👉 ওহম (Ω)।
9. কন্ডাক্টর (Conductor) কি?
👉 যেসব পদার্থে সহজে কারেন্ট প্রবাহিত হয়, যেমন তামা, অ্যালুমিনিয়াম।
10. ইনসুলেটর (Insulator) কি?
👉 যেসব পদার্থে কারেন্ট প্রবাহিত হয় না, যেমন রাবার, কাচ।
---
🔹 পাওয়ার ও এনার্জি
11. ইলেকট্রিক পাওয়ার কি?
👉 নির্দিষ্ট সময়ে ব্যবহৃত শক্তির হার।
সূত্র: P = VI
12. পাওয়ারের একক কি?
👉 ওয়াট (Watt)।
13. ১ কিলোওয়াট = ? ওয়াট
👉 ১ কিলোওয়াট = ১০০০ ওয়াট।
14. এনার্জির একক কি?
👉 জুল (Joule) বা কিলোওয়াট-ঘন্টা (kWh)।
15. ১ ইউনিট বিদ্যুৎ = ?
👉 ১ কিলোওয়াট-ঘন্টা = ১ ইউনিট।
---
🔹 সার্কিট ও উপাদান
16. সিরিজ সার্কিট কি?
👉 সব উপাদান একটির পর একটি যুক্ত থাকে।
17. প্যারালেল সার্কিট কি?
👉 উপাদানগুলো ভিন্ন ভিন্ন পথে যুক্ত থাকে।
18. ক্যাপাসিটর (Capacitor) কি কাজ করে?
👉 চার্জ সংরক্ষণ করে।
19. ইনডাক্টর (Inductor) কি?
👉 চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং পরিবর্তনশীল কারেন্টে বাধা দেয়।
20. ডায়োড (Diode) কি?
👉 একমুখী কারেন্ট প্রবাহ নিশ্চিত করে।
21. ট্রানজিস্টর (Transistor) কি?
👉 এটি একটি সুইচ বা অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে।
22. রিলে (Relay) কি?
👉 ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ।
23. ফিউজ (Fuse) কি কাজ করে?
👉 অতিরিক্ত কারেন্টে সার্কিটকে রক্ষা করে।
24. সার্কিট ব্রেকার কি?
👉 অতিরিক্ত কারেন্ট বা শর্ট সার্কিটে স্বয়ংক্রিয়ভাবে সার্কিট খুলে দেয়।
25. ট্রান্সফরমার কি কাজ করে?
👉 ভোল্টেজ বাড়ানো বা কমানো।
---
🔹 বিকল্প ও সরাসরি কারেন্ট
26. AC কী?
👉 Alternating Current – দিক পরিবর্তনশীল কারেন্ট।
27. DC কী?
👉 Direct Current – একমুখী কারেন্ট।
28. AC ফ্রিকোয়েন্সি বাংলাদেশে কত?
👉 ৫০ হার্টজ (Hz)।
29. DC ব্যাটারির উদাহরণ কী?
👉 মোবাইল ব্যাটারি, গাড়ির ব্যাটারি।
30. AC সরবরাহের উদাহরণ কী?
👉 গৃহস্থালী বিদ্যুৎ লাইন।
---
🔹 ট্রান্সফরমার ও মোটর
31. ট্রান্সফরমার কি?
👉 একটি স্ট্যাটিক যন্ত্র যা ভোল্টেজ পরিবর্তন করে।
32. ট্রান্সফরমারের মূল নীতি কী?
👉 ইলেক্ট্রোম্যাগনেটিক ইনডাকশন।
33. DC মোটর কী কাজ করে?
👉 বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।
34. DC জেনারেটর কী কাজ করে?
👉 যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে।
35. AC মোটরের প্রকারভেদ কী?
👉 সিঙ্ক্রোনাস ও ইন্ডাকশন মোটর।
36. ইন্ডাকশন মোটরের নীতি কী?
👉 ইলেক্ট্রোম্যাগনেটিক ইনডাকশন।
37. সিঙ্গেল ফেজ মোটর কোথায় ব্যবহৃত হয়?
👉 ঘরোয়া যন্ত্রপাতিতে।
38. থ্রি-ফেজ মোটর কোথায় ব্যবহৃত হয়?
👉 ইন্ডাস্ট্রিতে, ভারী যন্ত্রে।
39. রটার (Rotor) কী?
👉 মোটরের ঘূর্ণনশীল অংশ।
40. স্টেটর (Stator) কী?
👉 মোটরের স্থির অংশ।
---
🔹 মাপযন্ত্র (Measuring Instruments)
41. অ্যামিটার কি মাপে?
👉 কারেন্ট।
42. ভোল্টমিটার কি মাপে?
👉 ভোল্টেজ।
43. ওহম মিটার কি মাপে?
👉 রেজিস্ট্যান্স।
44. ওয়াটমিটার কি মাপে?
👉 পাওয়ার।
45. মাল্টিমিটার কি কাজ করে?
👉 কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স মাপে।
---
🔹 সুরক্ষা ও গ্রাউন্ডিং
46. আর্থিং কি?
👉 যন্ত্রের ধাতব অংশকে মাটির সাথে সংযুক্ত করা।
47. আর্থিং কেন প্রয়োজন?
👉 শর্ট সার্কিট ও বিদ্যুৎস্পৃষ্ট থেকে রক্ষা।
48. MCB কী?
👉 Miniature Circuit Breaker – অতিরিক্ত কারেন্টে ট্রিপ দেয়।
49. ELCB কী?
👉 Earth Leakage Circuit Breaker – লিকেজ কারেন্টে সার্কিট বন্ধ করে।
50. শর্ট সার্কিট কি?
👉 কারেন্টের অপ্রত্যাশিত সরাসরি পথ সৃষ্টি হওয়া।
---
🔹 পাওয়ার সিস্টেম
51. পাওয়ার প্ল্যান্টের প্রকারভেদ কী?
👉 থার্মাল, হাইড্রো, নিউক্লিয়ার, সোলার।
52. বাংলাদেশে AC ভোল্টেজ সরবরাহ কত?
👉 ২২০V (সিঙ্গেল ফেজ), ৪০০V (থ্রি ফেজ)।
53. হাই ভোল্টেজ লাইন কত ভোল্টের হয়?
👉 ১১kV, ৩৩kV, ১৩২kV, ২৩০kV ইত্যাদি।
54. ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কাজ কি?
👉 ভোল্টেজ কমিয়ে ভোক্তার উপযোগী করা।
55. লোড শেডিং কেন হয়?
👉 চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন না হলে।
---
🔹 আলো ও আলোকসজ্জা
56. লুমেন (Lumen) কি?
👉 আলো উৎপাদনের একক।
57. লাক্স (Lux) কি?
👉 প্রতি বর্গমিটারে আলোর পরিমাণ।
58. LED এর পূর্ণরূপ কী?
👉 Light Emitting Diode।
59. CFL এর পূর্ণরূপ কী?
👉 Compact Fluorescent Lamp।
60. Incandescent lamp কীভাবে কাজ করে?
👉 ফিলামেন্ট গরম হয়ে আলো উৎপন্ন করে।
---
🔹 ব্যাটারি ও চার্জিং
61. ব্যাটারি কি?
👉 রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরকারী যন্ত্র।
62. ব্যাটারির প্রধান দুই ধরণ কী?
👉 প্রাইমারি (একবার ব্যবহারযোগ্য) ও সেকেন্ডারি (রিচার্জেবল)।
63. লেড-অ্যাসিড ব্যাটারি কোথায় ব্যবহৃত হয়?
👉 গাড়ি, UPS ইত্যাদিতে।
64. ব্যাটারির ভোল্টেজ সাধারণত কত হয়?
👉 প্রতি সেল ২V।
65. চার্জার কী করে?
👉 DC ভোল্টেজ সরবরাহ করে ব্যাটারি চার্জ করে।
---
🔹 ইন্সটলেশন ও তার
66. ক্যাবল কী?
👉 বিদ্যুৎ পরিবহনের জন্য ব্যবহৃত তামা/অ্যালুমিনিয়াম তারের গুচ্ছ।
67. ক্যাবলের প্রকারভেদ কী?
👉 PVC, XLPE, Armored, Flexible।
68. ক্যাবলের সাইজ কিসে নির্ধারিত হয়?
👉 ক্রস-সেকশন এরিয়া (mm²) ও কারেন্ট বহন ক্ষমতা।
69. ৩/২২ তার মানে কী?
👉 ৩টি স্ট্র্যান্ড, প্রতিটি ২২ SWG (Standard Wire Gauge)।
70. কেবল জয়েন্ট কী?
👉 দুটি কেবল যুক্ত করার প্রক্রিয়া।
---
🔹 সিগন্যাল ও কন্ট্রোল
71. PLC কী?
👉 Programmable Logic Controller।
72. SCADA কী?
👉 Supervisory Control and Data Acquisition।
73. Sensor কী করে?
👉 ভৌত পরিবর্তন সনাক্ত করে বৈদ্যুতিক সিগনালে রূপান্তর করে।
74. Relay Logic কোথায় ব্যবহৃত হয়?
👉 মোটর স্টার্টার ও কন্ট্রোল সার্কিটে।
75. Contactor কী?
👉 একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ।
---
🔹 পাওয়ার ফ্যাক্টর
76. Power Factor কী?
👉 আসল পাওয়ার ও আপারেন্ট পাওয়ারের অনুপাত।
77. এর মান কত হতে পারে?
👉 ০ থেকে ১ এর মধ্যে।
78. লো পাওয়ার ফ্যাক্টরের ক্ষতি কী?
👉 বেশি কারেন্ট ও কম দক্ষতা।
79. Power Factor উন্নতির উপায় কী?
👉 ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করা।
80. আদর্শ Power Factor কত হওয়া উচিত?
👉 ১ (Unity)।
---
🔹 ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন
81. ট্রান্সমিশন লাইন কী?
👉 পাওয়ার প্ল্যান্ট থেকে সাবস্টেশনে বিদ্যুৎ পরিবহন।
82. ডিস্ট্রিবিউশন লাইন কী?
👉 সাবস্টেশন থেকে গ্রাহক পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ।
83. সাবস্টেশন কি?
👉 ট্রান্সফরমার ও সুইচগিয়ারসহ ভোল্টেজ রূপান্তর কেন্দ্র।
84. Transmission efficiency কী?
👉 (আউটপুট/ইনপুট) × 100%।
85. লাইন লস কেন হয়?
👉 রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্সের কারণে।
---
🔹 অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন
86. ইলেক্ট্রোম্যাগনেটিক ইনডাকশন কে আবিষ্কার করেন?
👉 মাইকেল ফ্যারাডে।
87. AC জেনারেটর কে আবিষ্কার করেন?
👉 নিকোলা টেসলা।
88. ওহমের সূত্র কে প্রবর্তন করেন?
👉 জর্জ সাইমন ওহম।
89. সোলার সেল কীভাবে কাজ করে?
👉 সূর্যালোককে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে।
90. UPS এর পূর্ণরূপ কী?
👉 Uninterruptible Power Supply।
91. ইনভার্টার কী করে?
👉 DC কে AC তে রূপান্তর করে।
92. রেকটিফায়ার কী করে?
👉 AC কে DC তে রূপান্তর করে।
93. সার্কিট ডায়াগ্রাম কি?
👉 বৈদ্যুতিক সার্কিটের প্রতীকী চিত্র।
94. পাওয়ার লস কমানোর উপায় কী?
👉 ভোল্টেজ বাড়ানো ও সঠিক কেবল ব্যবহার।
95. স্মার্ট গ্রিড কী?
👉 আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত পাওয়ার নেটওয়ার্ক।
96. সোলার প্যানেলের একক কি?
👉 ওয়াট-পিক (Wp)।
97. নিউট্রাল তারের কাজ কি?
👉 সার্কিট সম্পূর্ণ করা।
98. লাইভ তার কি?
👉 কারেন্ট বহনকারী তার।
99. লোড কি?
👉 যন্ত্রপাতি যা বিদ্যুৎ ব্যবহার করে।
100. ইলেকট্রিক্যাল সিস্টেমের তিনটি মৌলিক উপাদান কী?
👉 জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন।
সিরাজগঞ্জ আইটি সাপোর্ট -

14/11/2025

IT - REGULAR Voltage ⚡
সিরাজগঞ্জ আইটি সাপোর্ট -

14/11/2025

IT SUPPORT SERVICE CLASS - REGULAR

সিরাজগঞ্জ আইটি সাপোর্ট -

12/11/2025

আজ আমরা মাদারবোর্ড এর কিছু অজানা তথ্য জানবো !
সিরাজগঞ্জ আইটি সাপোর্ট -

24/10/2025

ম্যাজিক পেনড্রাইভ তৈরির জন্য যা লাগবে
🔹 হার্ডওয়্যার:

একটি পেনড্রাইভ (কমপক্ষে ৬৪GB হলে ভালো হয়)
প্রয়োজনীয় সফটওয়্যার:
১. Ventoy — পেনড্রাইভে একাধিক ISO ফাইল বুটযোগ্য করতে সাহায্য করে।
২. HBCD_PE (Hiren’s BootCD PE) — ডেটা রিকভারি, পার্টিশন, রিকভারির জন্য জনপ্রিয় টুলস প্যাক।
৩. VentoyThemer — Ventoy-এর বুট মেনুর চেহারা (থিম) সুন্দর করতে ব্যবহৃত হয়।
৪. Windows ISO ফাইলসমূহ (7/10/11) — ইনস্টল বা লাইভ চালানোর জন্য প্রয়োজনীয় উইন্ডোজ ফাইল।
৫. প্রয়োজনীয় সফটওয়্যার প্যাক — যেমন WinRAR, MS Office, Chrome, Antivirus, Data Recovery Tools, Partition Tools, Drivers ইত্যাদি।

সিরাজগঞ্জ আইটি সাপোর্ট -

11/10/2025

কম্পিউটারের যন্ত্রাং এবং কার্যাবলী
সিরাজগঞ্জ আইটি সাপোর্ট -

05/10/2025

windows active FREE
by Ahadhaque536
✅ Activate Windows Trial (Rearm) – Steps
1. Open Terminal as Admin
Search cmd
right-click
→ Run as administrator
2. Run Rearm Command
slmgr /rearm
3. Restart PC
shutdown -r -t 0
✅ Done! This extends the trial period.
🔁 You can do this up to 3 times.

Address

Sirajganj
6751

Opening Hours

Monday 12:30 - 15:00
Tuesday 12:30 - 15:00
Wednesday 12:30 - 15:00
Thursday 12:30 - 15:00
Saturday 12:30 - 15:00
Sunday 12:30 - 15:00

Telephone

+8801540181187

Alerts

Be the first to know and let us send you an email when সিরাজগঞ্জ আইটি সাপোর্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিরাজগঞ্জ আইটি সাপোর্ট:

Share