সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ

সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ আসসালামু আলাইকুম

নোটিশ--
25/09/2025

নোটিশ--

New Uniform 1st Assembly Class XI
22/09/2025

New Uniform
1st Assembly
Class XI

18/09/2025

যদি তুমি বিষন্নতায় আচ্ছন্ন থাকো তাহলে এই পথ তোমার....

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস।নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ মহোদয়।
15/09/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস।

নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ মহোদয়।

13/09/2025

পান খাওন যায় না, জানলা খুলন যায় না..প্লেন থামাও, যামু না ইতাত করি✈️🤣🤣

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে যে ১৪টি কোম্পানিকে জমি বরাদ্দ নিয়েছে । প্রতিটি কোম্পানির বরাদ্দকৃত জমির পরিমাণ নিচে দেওয়া হলো—১. ...
02/09/2025

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে যে ১৪টি কোম্পানিকে জমি বরাদ্দ নিয়েছে । প্রতিটি কোম্পানির বরাদ্দকৃত জমির পরিমাণ নিচে দেওয়া হলো—

১. নিট এশিয়া লিমিটেড – ১৫ একর – পোশাক শিল্প
২. অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড – ২ একর – গার্মেন্টস শিল্প
৩. রাইজিং হোল্ডিংস লিমিটেড – ১০ একর – কম্পোজিট কারখানা
৪. রাইজিং স্পিনিং মিলস লিমিটেড – ৫ একর – তুলা বস্ত্র শিল্প
৫. যশোর ফিড লিমিটেড – ১৬ একর – প্রাণিখাদ্য উৎপাদন শিল্প
৬. মেরিনা প্রপার্টি (বাংলাদেশ) লিমিটেড – ১৪ একর – শিল্প কাগজ উৎপাদন
৭. টেক্স টাউন লিমিটেড – ৫ একর – নিট গার্মেন্টস শিল্প
৮. এমকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড – ৪ একর – রাসায়নিক দ্রব্য উৎপাদন
৯. রাতুল ফেব্রিক্স লিমিটেড – ৫ একর – গার্মেন্টস আনুষঙ্গিক ও প্যাকেজিং সামগ্রী
১০. এসকোয়ার এক্সেসরিজ লিমিটেড – ৫ একর – গার্মেন্টস আনুষঙ্গিক ও প্যাকেজিং সামগ্রী
১১. এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড – ৭ একর – ইলেকট্রনিক্স ও গৃহস্থালী যন্ত্রপাতি
১২. সামী আহমেদ – ২ একর – খাদ্য শিল্প
১৩. কনটিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড – ৮ একর – তৈরি পোশাক শিল্প
১৪. এপেক্স ফুটওয়্যার লিমিটেড – ৫ একর – জুতা ও চামড়াজাত পণ্য শিল্প

বি:দ্র: যারা চাকরির উদ্দেশ্যে সিরাজগঞ্জে আসতে চান, তাদের উচিত এখন থেকেই এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখা এবং খোঁজ নেওয়া—কবে তারা সিরাজগঞ্জে কারখানা স্থাপন করছে।

28/08/2025
যে সকল শিক্ষার্থী দ্বাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে তাদের নাম ও রোল নম্বর নিম্নে দেওয়া হলো
27/08/2025

যে সকল শিক্ষার্থী দ্বাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে তাদের নাম ও রোল নম্বর নিম্নে দেওয়া হলো

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘...
27/08/2025

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।
শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে?’
লোকটি উত্তর দেয়ার আগেই এসপির ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে ‌’স্যার স্যার’ বলে সম্বোধন করলেন। তারপর বললেন, ‘স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি।’
ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে। তাকে বললেন, ‘আমার রুমে একজনকে রেখে এসেছি, ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে।’
ওসি বলল, ‘স্যার কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি।’
দুইঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি শুনতে পেলেন। অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরিপ্রার্থী হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক-মুখ থেকে ঝরছে রক্ত।
এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন, ‘আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি, আর তুমি এর কী হাল করেছো!’
ওসি উত্তর দিল, ‘স্যার, এই ব্যাটা তো মহা বদমায়েশ। আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল। সে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজনের নাম বলে। আমি তাকে সতর্ক করে বললাম, সত্য কথা বল নাহলে তোর খবর করে দেব। তাও সে কিছুতেই নিজের সম্পৃক্ততা স্বীকার করে না। পরে বললাম, তোর বাসায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল ও ইয়াবা পাওয়া যাবে, তাও শয়তানটা ভয় পায় না। বারবার ওই একই নাম বলে। আর কী করার থাকে স্যার বলুন, দিলাম থার্ড ডিগ্রি।
অবশেষে এইমাত্র ব্যাটা স্বীকার করছে যে, কোনো রবীন্দ্রনাথ না, ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিলো।

দ্বাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে WWW.studentsheba.com এ প্রবেশ করে ক্লাস রোল নম্বর এর পূর্বে ২৬ ও কলেজের EIIN no126483 দি...
27/08/2025

দ্বাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে WWW.studentsheba.com এ প্রবেশ করে ক্লাস রোল নম্বর এর পূর্বে ২৬ ও কলেজের EIIN no126483 দিয়ে লগইন করে ভর্তি হতে হবে । অনলাইনে ভর্তির পর রশিদ কলেজে জমা দিতে হবে।

13/03/2025

মাগুরায় ধ'র্ষণের শিকার সেই শিশু আছিয়া আর নেই! ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Address

Sirajganj
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share