Vet's Corner & Clinic

Vet's Corner & Clinic একটি সেবা মুলক প্রতিষ্ঠান। এখানে গবাদি প্রাণীর সকল ধরনের পরামর্শ দেওয়া।

22/08/2025

আলহামদুলিল্লাহ

27/07/2025

গরু মোটাতাজাকরণ ও অধিক দুধ বৃদ্ধি করনের ফর্মুলা।

22/07/2025

প্রকৃতির নিয়মে চলছে জীবন

Be care full
15/07/2025

Be care full

বিশ্ব ভেটেনারি দিবস ২০২৫
26/04/2025

বিশ্ব ভেটেনারি দিবস ২০২৫

গরুটি ব্রয়লার ফিড বা মুরগির ফিড খাওয়ার ফলে পেটের নানান সমস্যায় ভুগে শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নেয়। খামারীর অ...
10/04/2025

গরুটি ব্রয়লার ফিড বা মুরগির ফিড খাওয়ার ফলে পেটের নানান সমস্যায় ভুগে শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নেয়। খামারীর অজ্ঞতা এবং ভুল খাদ্য খাওয়ানোর কারণে এই দুর্ঘটনা ঘটে, যা তার সাজানো স্বপ্নগুলোকে মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। বর্তমান সময়ে বাজার মূল্য এতটাই উচ্চ যে একটি গরুর মৃত্যু খামারীর জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়ায়, যা পূরণ করতে অনেক সময় লেগে যায়।গরুটির পোস্টমর্টেম করা হলে দেখা যায়, তার কিডনি, লিভার এবং ফুসফুসে পানি জমে গিয়েছে, যা ছবিতে স্পষ্টভাবে দৃশ্যমান। অনেক খামারী মনে করেন মুরগির ফিড খাওয়ালে গরু মোটা হয়, কিন্তু এটি একটি ভুল ধারণা। এই ফিডের কারণে গরুর চামড়ার নিচে পানি জমে, যার ফলে গরুকে নাদুস-নুদুস দেখায়; কিন্তু জবাই করার পর দেখা যায় মাংস হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় এবং ওজনও কম হয়। ফলে গরু থেকে আশানুরূপ মাংস পাওয়া যায় না।এছাড়া, ব্রয়লার মুরগির ফিডে থাকা স্টার্চ এবং হাড়ের গুঁড়ো গরুর পক্ষে হজম করা সম্ভব হয় না, যার কারণে পেটে নানারকম সমস্যা দেখা দেয়। তাহলে কেন গরুকে এমন ফিড খাওয়ানো হবে, যেখানে শুধুই ঝুঁকি আর ঝুঁকি? এই ভুল পদক্ষেপ শুধু গরুর জীবনই কেড়ে নেয় না, বরং খামারীর ভবিষ্যৎ পরিকল্পনাকেও ধ্বংস করে দেয়।

30/03/2025

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবার আমল-ইবাদত কবুল হোক।

Address

Ullapara
Sirajganj
6721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet's Corner & Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share