Md Asraful Islam

Md Asraful Islam একটাই জীবন তার কি নিদারুণ অপচয়।

16/07/2025

কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে।কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে।

কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে!
কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে।

কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে।

কেউ প্রিয়জন এর কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয়,

কেউ প্রিয়জন এর কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে।

কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ঈশ্বর চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে।

নানান রঙের মানুষ,
বিভোর নানা স্বপ্নে,
জীবন এঁকে বেড়ায়
সাদাকালো আলাপনে !!

আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক।

কারো সব থেকেও "সুখ" জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে!

কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাটে।

জীবন যেখানে যেমন!

( সংগৃহীত )

13/07/2025

এমন নিকৃষ্ট খু*ন দেখার পরেও যারা যুক্তি দেখায়, তর্ক করে,
তাদের আমি খান*কির পোলা বলে সম্মোধন করলাম

12/07/2025

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে।
শরীর, চেহারা, যোগ্যতা আর মন দিয়ে।
যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব সবচেয়ে কম। বেশ কিছুদিন তা পেলেই আর কোন আকর্ষণ থাকেনা।
এরপর হল চেহারা। এটার স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে বেশি। তবে চেহারা সুন্দর হলে আর সংগী বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ থেকেই যায়। বেশিরভাগ আকর্ষণ এই চেহারা কেন্দ্রিক হয়।
এরপরই টেকসই হল যোগ্যতার আকর্ষণ। মানুষের যোগ্যতাও এক ধরনের সৌন্দর্য। যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয়, তার স্থায়িত্ব হয় অনেক বেশি।
সবচেয়ে বেশি টেকসই হল মনকেন্দ্রিক আকর্ষণ। কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না। এটির জন্য সময়ের দরকার হয়, অনুভুতি তৈরির দরকার হয়। এটি যেমন ধীরে ধীরে তৈরি হয়, তেমনি এটার স্থায়িত্বও সবচেয়ে বেশি।
কিন্তু সব আকর্ষণই এক সময় কমে যায়। কেউ স্বীকার করুক বা না করুক, এটাই বাস্তবতা।
তবে এর সাথে সাথে সময়ের প্রেক্ষিতে ব্যালান্সও তৈরি হয়ে যায়। আকর্ষণ একসময় গিয়ে পরিণত হয় অভ্যাসে, মায়াতে, দায়িত্বে।
সেই অভ্যাসের কারণে, মায়ার কারণে, দায়িত্বের কারণে দুজন মানুষ বাকি জীবন একসাথে পার করে।
এই আকর্ষণ, অভ্যাস, মায়া, দায়িত্ব- সবগুলো মিলেই একসাথে ভালোবাসা।

11/07/2025

ভুলে যাওয়ার নিয়মে ভুলে গেছো তুমি:

মনে রাখার নিয়মে মনে রেখেছি আমি অথচ-কেউ,ই অনিয়ম করতে পারিনি?

তুমিও পারোনি অনিয়ম করে আমায় মনে রাখতে, আমিও পারিনি অনিয়ম করে তোমায় ভুলে যেতে

10/07/2025

সম্পর্কের দায় টানতে টানতে তুমি ভীষণ ক্লান্ত, তোমার বিশ্রাম প্রয়োজন। “ ভালোবাসি ” বলে শুধু আমার সাথে কেন, নিজের সাথেও তো প্রতিনিয়ত মিথ্যাচার করেছো। এবার নিজেকে একটু বিশ্রাম দাও, সত্যিটা বলে নিজেকে দায়মুক্ত করো।

আমি জানি, আমার মতো অধম তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না৷ তবে যতটুকু মুখে বলেছো, ততটুকুই বা কম কিসের? সম্পর্কের দায় অনিচ্ছায় যতটুকু টেনে গেছো, অনাগ্রহে ঠিক ততটাই তুমি মুখ থুবড়ে পড়ে গেলে! এখন তুমি ক্লান্ত, তোমার বিশ্রাম প্রয়োজন।

ভালোবেসে নিঃস্ব হওয়ার মাঝেও আত্মতৃপ্তি আছে। এই যে আমার নিজের বলতে কিছু নেই, সবকিছু তোমার ইশারায় চলে। তুমি কথা বললে ভালো থাকি, না বললে দম বন্ধ হয়ে আসে৷ তোমার সময় হলে, মন চাইলে তুমি কথা বলো, আমার অবসরে–প্রয়োজনে তুমি নাগালের বাইরে! আমার অনুভূতি সব তুমিই বশে নিয়েছো। এত ভারী অনুভূতি–অভিমান বহন করতে তোমার যে ভীষণ কষ্ট হয়, বুঝতে পারি৷ তুমি ক্লান্ত, তোমার বিশ্রাম প্রয়োজন।

তুমি চাইলেই সব হয়, অথচ তুমিই চাওনা! তোমার চাওয়ার মাঝেও ক্লান্তির ছাপ! ভালোবেসে তোমায় নিয়েই সুখী হতে চেয়েছি। অথচ তুমি হাল ছেড়ে দাও অনায়াসে। তুমি জানো, আমার চাইতে ভালো কেউ তোমায় ভালোবাসবে৷ আর আমি জানি, তোমার চাইতে হাজার ভালো কেউ এলেও আমার মনে ধরবে না। উহু, মনে ধরবে না৷ তুমি ক্লান্ত, আমার মতো শুধু ভালোবাসা লোভী মানুষের অনুভূতির দায়ভার টানতেই তুমি ক্লান্ত!

আমি তোমার মতো করে ভাবতে পারি না। তোমার মতো করে অনাগ্রহে, অবহেলায় সবকিছু ভুলতে পারি না৷ পৃথিবীতে সবকিছু থাকার পরেও শুধু তুমি ছাড়া পুরোপুরি নিঃস্ব আমি! অথচ আমি ছাড়াও তোমার জীবন স্বাভাবিক গতিতেই চলমান। তুমি ক্লান্ত, তোমার বিশ্রাম প্রয়োজন।

তুমি বিশ্রাম নাও, আর আমি শুধু ভালোবেসে নিঃস্ব হতে থাকি! ভালোবেসে পরিপূর্ণ হলে পৃথিবী বিশ্বাস করবে না, “ তোমাকে ভালোবাসার বিনিময়ে কি নিদারুণ বিরহ সংকটে ভুগে আজ নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি! ”

07/07/2025

ভাগ্যিস বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল; নইলে জানাই যেত না যে কোরানে আগেভাগেই এতকিছু বলা আছে!!!
১ – বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোন আলো নেই। সূরা ফুরক্বানের ৬১ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
২ – বিজ্ঞান মাত্র দুশো বছর আগে জেনেছে
চন্দ্র এবং সূর্য কক্ষ পথে ভেসে চলে... সূরা
আম্বিয়া ৩৩ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৩ – সূরা কিয়ামাহ’র ৩ ও ৪ নং আয়াতে ১৪০০ বছর আগেই জানানো হয়েছে; মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব। যা আজ প্রমাণিত।
৪ - ‘ বিগ ব্যাং’ থিওরি আবিষ্কার হয় মাত্র
চল্লিশ বছর আগে। সূরা আম্বিয়া ৩০ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৫ – পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয় নি... সূরা যুমার ২১ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৬ – বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্ঠি পানি একসাথে মিশ্রিত হয় না। সূরা ফুরকানের ২৫ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৭ – ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে; বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভাল থাকে।
৮ – বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপীলিকা মৃত দেহ কবর দেয়, এদের বাজার পদ্ধতি আছে। কুরআনের সূরা নামল এর ১৭ ও ১৮ নং আয়াতে এই বিষয়ে ধারণা দেয়।
৯ – ইসলাম মদ পানকে হারাম করেছে , চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর।
১০ – ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান আজ বলছে শুকরের মাংস লিভার, হার্টের জন্য খুবই ক্ষতিকর।
১১- রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। সূরা মুমিনূনের ২১ নং আয়াতে কুরআন এই বিষয়ে বর্ণনা করে গেছে।
১২ - মানুষের জন্ম তত্ব ভ্রুন তত্ব সম্পর্কে
বিজ্ঞান জেনেছে এই কদিন আগে। সূরা আলাকে কুরআন এই বিষয়ে জানিয়ে গেছে ১৪০০ বছর আগে।
১৩ - ভ্রন তত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে
পুরুষই ( শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে) তা নির্ধারণ করে। ভাবা জায়... কুরআন এই কথা জানিয়েছে ১৪০০ বছর আগে।
( সূরা নজমের ৪৫, ৪৬ নং আয়াত, সূরা
কিয়ামাহ’র ৩৭- ৩৯ নং আয়াত)
১৪ - একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার। ভাবা যায়?
১৪০০ বছর আগের এক পৃথিবীতে ভ্রুনের বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে। যা আজ প্রমাণিত !
( সূরা সাজদাহ আয়াত নং ৯ , ৭৬ এবং সূরা ইনসান আয়াত নং ২ )
১৫ – পৃথিবী দেখতে কেমন? এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা, সমান্তরাল... কোরআন ১৪০০ বছর আগে জানিয়ে
গেছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মত গোলাকার।
১৬ – পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে দুশ বছর আগে। সূরা লুকমানের ২৯ নং আয়াতে কুরআন এই কথা জানিয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে !!.....আমাদের সমস্যা হল আমরা সব কিছুই জানি... যারা নাস্তিক তারাও জানে... পার্থক্য টা হল ' বোধ' যেমন ধরুন একজন নেশাকর জানে যে নেশা করলেই তার জীবন নষ্ট হয়ে যাবে, যে ছেলে বাবা কে খুন
করেছে সে জানে যে এই মানুষটি তাকে জন্ম
দিয়েছে... সব জেনে শুনেই আমরা সব থেকে খারাপ কাজ গুলো করি... ব্যাপারটা অজ্ঞানতার না ব্যাপারটা ' বোধ' এর।.. আপনার এই বোধটা থাকতে হবে
--- সবার কাছে অনুরোধ শেয়ার করতে ভুলবেন না প্লিজ,কারন এটা আপনার পবিত্র দ্বায়িত্ব। আল্লাহ্ বলেন.. ঐ ব্যাক্তির কথার চেয়ে কার কথা উওম যে নিজে সৎকর্ম করে এবং অন্যকে সৎকর্মের জন্য আহবান করে।____ সূরা হা-মিম সিজদাহ্--(৩৩)......। নবী সা.বলেন. আমার পরে সবচেয়ে বড় দানশীল ব্যাক্তি তিনি,যে কোন বিষয়ে জানলো এবং অন্যকে তা জানালো.....(সংগৃহীত)

06/07/2025

আমি তো ভেবেছিলাম, আপনি আমার,
ভাবতাম, এই গল্পটা আমাদের...
কিন্তু বুঝে গেছি, আমি শুধু একজন দর্শক ছিলাম,
আর আপনি, আপনি ছিলেন আমার ভালোবাসার
মঞ্চে একজন নিখুঁত অভিনেতা।

তবুও ভালোবাসি, আজও।
ঠকতে থাকলেও বিশ্বাস করি, অনুভূতি আমার ভুয়া ছিল না।
আপনি অভিনয় করলেন ঠিকই, কিন্তু আমি তো সত্যিই ভালোবেসে ফেলেছিলাম...
এখনও করি।

আপনি পাশে থেকে এত সুন্দর অভিনয় করে গেলেন,
যে আমি ধরেই নিয়েছিলাম আপনিই আমার সব...

আপনার প্রতিটা কথা, প্রতিটা হাসি,
আর সেই চোখে চোখ রেখে বলা নির্ভরতার গল্পগুলো
সবই ছিল আমার কাছে সত্যি।
আমি ভাবতাম, আপনি আমায় ঠিক ততটাই
ভালোবাসেন, যতটা আমি আপনাকে।

আপনি পাশে ছিলেন, সময় দিয়েছেন, অনুভব
গড়েছেন,
আর আমি নির্বাক হয়ে ভালোবেসে গিয়েছি...
না বুঝে ফেলেছি, আপনি ভালোবাসেন না, শুধু একটা
চরিত্রে অভিনয় করছিলেন।

আপনার সেই হাসির ভিতরে লুকানো ছিল মিথ্যা,
আপনার স্পর্শে জড়িয়ে ছিল স্বার্থ,
তবুও আমি বুঝিনি...
কারণ আমি সত্যি ভালোবেসে ফেলেছিলাম একজন
অভিনয়শিল্পীকে।

05/07/2025

থেকে যাও না,
এত করে বলছি কেন বুঝছো না?
কোথাও না কোথাও তো তুমি থেকেই যাবে,
রয়ে যাবে কারোর মায়ায়।
থেকে যাওয় না— আমার কাছেই।
তুমি থেকে না গেলে আটকে রাখা যে বড় দায়।

তুমিতো জানো একটু বোকা আমি,
ভুল করে ফেলি শুধু শুধু ভুলেই।
হয়তো করি একটু বাহানা, খুনসুটি আর বাচ্চামি।
থেকে যাওয় না, খুঁজো না কারণ—
কী পেয়েছ কী বা আছে আর তোমাকে দেবার।
তবুও করছি বারণ যেওনা রেখে একা—
থেকে যাও না।

কাছে এসে বসো এই বুকে মাথা রাখো,
অনুভবে বুঝে নাও— কতটা আগলে রাখতে জানি।
চোখে চোখ রাখো আরও গভীরে পড়ে নাও চোখেরও ভাষা, কী বলে এই চোখ বুঝেও কেন বুঝছো না?

থেকে যাও না,
তুমি থেকে গেলে শুধরে নেব সব ভুল,
ছোট ছোট চাওয়ায় করবো না বায়না—
হয়ে যাবো শান্ত নদী বিরক্ত করবো না কখনো এমন।
থেকে যাও না, প্লিজ থেকে যাও।

সাবাস বাংলাদেশ আর মাত্র ২ ডা
02/07/2025

সাবাস বাংলাদেশ আর মাত্র ২ ডা

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Asraful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Asraful Islam:

Share