11/05/2025
মা দিবসে আমার মাকে নিয়ে কিছু কথা
আজ মা দিবস
কিন্তু সত্যি বলতে কি, আমার কাছে প্রতি দিনই মা দিবস😊
কারণ মা শুধু একটা দিনের জন্য ভালোবাসার নয় তিনি প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা মুহূর্তে আমার জীবনের অংশ।
মা এই ছোট্ট শব্দটার মধ্যে লুকিয়ে আছে আমার পৃথিবী, আমার সাহস, আর আমার ভালোবাসা।
আমার মা আমাকে যেন নিজের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রেখেছে
জীবনের পথে যতবার হোঁচট খেয়েছি, মা-ই পাশে থেকেছে সাহস দিয়েছে আবার দাঁড়াতে শিখিয়েছে।
আমার মন খারাপ হলে তোমার কণ্ঠটাই যেন সবচেয়ে বড় শান্তি।
তুমি পাশে আছো বলেই আমি নিজেকে কখনো একা মনে করিনি।
মা আছে বলেই আজ আমি এতটা শক্তভাবে দাঁড়িয়ে আছি।
মা, তুমি শুধু আমার মা নও তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু🥰
তুমি সেরা মা
এই পৃথিবীতে যত ভালোবাসা আছে, তার চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসি তোমায়, মা🥹🫶🏻
১১.০৫.২০২৫