Sujon Agro

Sujon Agro আমাদের অঙ্গীকার,
নিরাপদ খাদ্য হোক সবার অধিকার।

10/08/2025

ঘরের টিনের চালে আটকে গিয়েছিল একটি অসহায় ছাগল…
ঝুঁকিপূর্ণ সেই মুহূর্তে, এক সেকেন্ড দেরি মানেই হতে পারত বড় দুর্ঘটনা!
আমরা তাকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনলাম।
প্রাণ শুধু মানুষের নয়, প্রাণীরও সমান মূল্যবান ❤️
পুরো ভিডিও দেখুন, হয়তো আপনার মনও বদলে যাবে…

সকালটা ছিলো একদম শান্ত… কিন্তু হঠাৎ চোখে পড়লো অদ্ভুত দৃশ্য! 🐐ঘরের টিনের চালে দাঁড়িয়ে আছে একটা ছাগল—পা একদিকে পিছলে যাচ্ছ...
10/08/2025

সকালটা ছিলো একদম শান্ত… কিন্তু হঠাৎ চোখে পড়লো অদ্ভুত দৃশ্য! 🐐
ঘরের টিনের চালে দাঁড়িয়ে আছে একটা ছাগল—
পা একদিকে পিছলে যাচ্ছে, মাথা বাড়িয়ে চেষ্টা করছে গাছের পাতা খেতে…
আর নিচে? কয়েক ফুট গভীর, যেখানে পড়লে আঘাত যে মারাত্মক হতে পারতো তা বলাই বাহুল্য।

কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে বুঝলাম—এভাবে দাঁড়িয়ে থাকা মানে বিপদ ডাকছে।
সাহস করে উঠে গেলাম চালে, ধীরে ধীরে কাছে যেতেই ছাগলটা ভয়ে কেঁপে উঠলো।
আস্তে করে ধরে নামিয়ে আনলাম মাটিতে—নিরাপদে, স্বস্তিতে। ❤️

তখন মনে হলো… জীবনে এমন মানুষও আছে—
যারা ঝুঁকির কিনারায় দাঁড়িয়ে থাকে, কিন্তু নিজেরা নামতে পারে না।
তাদেরও দরকার একজন সাহায্যের হাত, যে বলবে—
‘চলো, তোমাকে আমি নামিয়ে দিচ্ছি নিরাপদে।’

এই পুরো ঘটনার ভিডিও আসছে শিগগিরই....

📢 জরুরি ঘোষণা | Sujon Agro –পরিবার থেকে 📢প্রিয় বন্ধু ও শুভানুধ্যায়ীবৃন্দ,জীবনের প্রতিটি পথে কখনো থামতে হয়, নিজেকে সময় দ...
07/08/2025

📢 জরুরি ঘোষণা | Sujon Agro –পরিবার থেকে 📢

প্রিয় বন্ধু ও শুভানুধ্যায়ীবৃন্দ,

জীবনের প্রতিটি পথে কখনো থামতে হয়, নিজেকে সময় দিতে হয়—তাই আজ আমরা আপনাদের সামনে একটু অন্য রকম খবর নিয়ে এসেছি।

ব্যক্তিগত কিছু কারণে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, Sujon Agro এর সকল আপডেট, কার্যক্রম এবং যোগাযোগ সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে।

আমাদের এই বিরতি কষ্টদায়ক হলেও, আমরা বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং শীঘ্রই আবার নতুন উদ্যমে ফিরে আসার জন্য অপেক্ষা করবেন।

আপনারা যে ভালোবাসা, সমর্থন ও ধৈর্য্য দেখিয়েছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
এই কঠিন সময়ে একসাথে থেকে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।

আমাদের বিশ্বাস, ভালো মানুষের ভালোবাসা কখনো বৃথা যায় না।
শীঘ্রই আবারো দেখা হবে—আর তখন Sujon Agro হবে আগের চেয়ে আরও দৃঢ়, আরও শক্তিশালী।

আপনাদের সকলের প্রতি অগাধ কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।

Sujon Agro Family ❤️

---

🧡 আপনি যদি এই বার্তাটি অনুভব করেন, তাহলে শেয়ার করুন এবং সবাইকে জানান, আমরা শীঘ্রই আবার ফিরে আসবো। 🧡


06/08/2025

অভিযান ২ এর মিশনে যাচ্ছি—
-----------------------------
বিস্তারিত পরে আসছে!

🚨 অফিসিয়াল সতর্কবার্তাদালাল চক্রের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি... Sujon Agro সম্প্রতি সম্পূর্ণ বৈধ ও আইনানুগভাবে একটি নতুন ...
05/08/2025

🚨 অফিসিয়াল সতর্কবার্তা
দালাল চক্রের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি...

Sujon Agro সম্প্রতি সম্পূর্ণ বৈধ ও আইনানুগভাবে একটি নতুন সম্পত্তি ক্রয় করেছে, যা আমাদের কৃষিভিত্তিক কার্যক্রম ও ভবিষ্যৎ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তবে পরিতাপের বিষয়, কিছু দালালচক্র এই অর্জনের পেছনে লেগে পরিকল্পিতভাবে ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত। অপপ্রচার, হুমকি এবং গোপন ষড়যন্ত্র করে Sujon Agro -এর ভাবমূর্তি ও অগ্রগতিকে থামিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।

🔎 আমরা এই অপতৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। প্রয়োজনবোধে আইনের কঠোরতম ব্যবস্থাও নিতে প্রস্তুত আছি।

📢 দালালদের জন্য শেষবারের মতো হুঁশিয়ারি:
আপনাদের নোংরা রাজনীতি, দালালি ও ফন্দিফিকির Sujon Agro-এর পথ আটকাতে পারবে না।
আপনারা ভুলে যাবেন না — আমরা পরিশ্রম আর ন্যায়ের শক্তিতে গড়ে উঠা প্রতিষ্ঠান।
অন্যায়ের বিরুদ্ধে আমরা কখনো নত হব না — প্রয়োজনে প্রতিরোধ হবে আরও কঠোর, আরও স্পষ্ট।

⚠️ এখনই থামুন। না হলে আইনি ও সামাজিক প্রতিক্রিয়া আপনাদের জন্য হবে অত্যন্ত কঠিন।


হাঁটু পানি, বৃষ্টির ঢল—তবুও থামেনি ওর হাত!এই চারাই একদিন হবে সোনার ধান, পেট ভরাবে গ্রামের-শহরের হাজার মানুষ।কষ্টের মাঝে ...
05/08/2025

হাঁটু পানি, বৃষ্টির ঢল—তবুও থামেনি ওর হাত!
এই চারাই একদিন হবে সোনার ধান, পেট ভরাবে গ্রামের-শহরের হাজার মানুষ।
কষ্টের মাঝে গড়া এই হাসিটা—গ্রাম বাংলার আসল সৌন্দর্য!


ভদ্রতার জবাব যদি অপচেষ্টা হয়, তাহলে প্রতিবাদের ভাষা বদলাতে হয়!একটা সময় ছিল, চুপ ছিলাম — ভাবছিলাম মানুষ বুঝবে।কিন্তু এখন ...
03/08/2025

ভদ্রতার জবাব যদি অপচেষ্টা হয়, তাহলে প্রতিবাদের ভাষা বদলাতে হয়!

একটা সময় ছিল, চুপ ছিলাম — ভাবছিলাম মানুষ বুঝবে।
কিন্তু এখন দেখছি, কিছু মুখোশধারী ব্যক্তি দালাল সেজে আমার পেছনে লেগেছে — উদ্দেশ্য একটাই: ক্ষতি করা।

🔴 আমার সততা, পরিশ্রম আর ন্যায়ের পথকে যারা বিপদ মনে করে,
তাদের উদ্দেশ্যে বলছি —
আর কোনো ছাড় নয়! এবার মুখোশ উন্মোচনের সময় হয়েছ।

✅ গোপনে যা করছো, তা এখন প্রকাশ্যে আনার সময় খুব কাছেই।
✅ প্রতিটি চাল, প্রতিটি অপচেষ্টা আমি জানি — এবং প্রস্তুত আছি জবাব দিতে।

⚠️ সতর্ক করে দিলাম —
আমার নাম ব্যবহার করে, আমার পিছনে দালালি করে কেউ পার পাবে না।
যদি থামতে না জানো, সমাজ তোমাদের চিনে নেবে।

বৃষ্টি ঝরছে টিপটিপ করে। চারপাশ ভেজা, আকাশ মেঘে ঢাকা, রাস্তাটা সাদা হয়ে উঠেছে পানির ছাঁটে। ঠিক এমন এক দিনে, জীবন থেমে নেই...
03/08/2025

বৃষ্টি ঝরছে টিপটিপ করে। চারপাশ ভেজা, আকাশ মেঘে ঢাকা, রাস্তাটা সাদা হয়ে উঠেছে পানির ছাঁটে। ঠিক এমন এক দিনে, জীবন থেমে নেই গ্রামের সেই মানুষটার।

ছবির বাঁ পাশে বড়সড় এক পলো জাল জড়ানো পানিতে। মনে হয় বহুদিনের সঙ্গী — হয়তো বাবার হাত ধরে শিখেছিল এই জালে মাছ ধরা, আর আজ সে নিজেই একা দাঁড়িয়ে। তার গায়ে ভিজে শার্ট, মাথায় একটা ছেঁড়া ছাতা — তবু থেমে নেই সে। ঝুম বৃষ্টির মধ্যেও, হাতে থাকা এক মুঠো চাউল বা চারার টোপ ছুঁড়ে দিচ্ছে জালের দিকে, হয়তো মাছ ডাকার চেষ্টা।

পাশে একটা ঝুড়ি রাখা — হয়তো আশা করছে আজ অন্তত কয়েকটা মাছ উঠবে। কারণ এই মাছই তার রাতের ভাত, সন্তানের মুখে হাসি।

পেছনে যেদিকে রাস্তা গেছে, সেদিকে শহর — উন্নয়ন, আলো, আধুনিকতা। আর এই ছবির মানুষটা দাঁড়িয়ে ঠিক সীমান্তে — শহরের ছায়া আর গ্রামের বাস্তবতার মাঝখানে।

এ ছবিতে শুধুই মাছ ধরা নয়, আছে টিকে থাকার লড়াই, প্রাকৃতিক দুর্যোগে বুক পেতে দাঁড়ানোর সাহস। আছে নিঃশব্দে বলা এক প্রশ্ন — “আমার মতো মানুষগুলো কবে একটু নিরাপদ হবে?”

জীবন যখন থেমে যাওয়ার কথা বলে, তখনই কেউ কেউ জাল ফেলে বলে —
“না, আমি এখনো লড়ছি…”

03/08/2025

প্রাকৃতিক দুর্যোগ যেন থামতেই চায় না—বারবার চেষ্টা করেও ঠিকভাবে দাঁড়াতে পারছি না; অতি ভারী বৃষ্টি যেন প্রতিটি পদক্ষেপ থামিয়ে দিচ্ছে। এবার সত্যিই বলতে পারি না কতটা পারবো, কতদূর যেতে পারবো… কারণ সবকিছুই এখন এক অনিশ্চিত যাত্রার মতো। সময়ই হয়তো বলে দেবে—আমি টিকে থাকতে পারলাম কি না।




01/08/2025

প্রাকৃতিক দূর্যোগের করাল ছায়া...
পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে,
যেখানে প্রতিদিনের জীবনটাই যেন এলোমেলো!
অবিরাম বৃষ্টি আর জলাবদ্ধতায়
নতুন করে তৈরি হচ্ছে ক্ষতির হিসাব...
সব কিছুই যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে অজানা এক দিকের পথে।


বর্ষার পানি নামতেই জীবিকা আর আনন্দ মিলেমিশে এক হয়ে গেছে!চারদিকে বন্যার জল, আর সেই জলে হাতে জাল, বাঁশের ফাঁদ কিংবা বালতিত...
31/07/2025

বর্ষার পানি নামতেই জীবিকা আর আনন্দ মিলেমিশে এক হয়ে গেছে!
চারদিকে বন্যার জল, আর সেই জলে হাতে জাল, বাঁশের ফাঁদ কিংবা বালতিতে মাছ ধরতে নেমেছেন গ্রামের নারী-পুরুষ সবাই মিলে।
কেউ জীবন চালাতে, কেউবা শখে—প্রতিটা মুখে অন্যরকম ব্যস্ততা, প্রতিটা হাতে বর্ষার উপহার।
এইতো আমাদের গ্রামের রঙিন গল্প…

30/07/2025

অতিরিক্ত বৃষ্টিতে আবারও পানির নিচে এলাকা…
বারবার তলিয়ে যাচ্ছে স্বপ্ন, ভেসে যাচ্ছে ফসল।
সামনে কী অপেক্ষা করছে কে জানে—
তবে এখনই ঘুরে দাঁড়ানোটা যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ!
প্রকৃতির সঙ্গে লড়াইটা এবার আরও কঠিন…


Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Sujon Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category