26/08/2023
দেখতে দেখতে কতগুলো দিন
কতগুলো মাস, কতগুলো বছর হারিয়ে গেল জীবন থেকে।
কত কদম ডাল থেকে,
তবুও তোমার আসার কোনো খবর নেই।
এমন একটা ঠিকানা নেই,,
যার কাছে তোমার কোনো খোঁজ পাওয়া যায়।
কত মানুষ প্রতিদিন আসে, দুচোখের সীমানা পেরিয়ে আবার চলে যায়।
এত মানুষের ভিতর আমি শুধু তোমাকেই খুঁজি। তবু তোমার দেখা পাইনা।
ভেবেছিলাম তোমাকে নিয়ে সূর্যাস্ত দেখব,,
ঠিক সেই সময়টাতে সাগর পাড়ে খালি পায়ে তোমার হাতে হাত রেখে।
জ্যোৎস্না রাতে উঠোনে বাস তুমি চাঁদ দেখবে,
আর আমি মুগ্ধ হয়ে তোমার চাদমুখটা দেখব।
এ পর্যন্ত কত কোটিবার সূর্য ডুবালা, দিনের আলোর শেষে জোগালো, তবুও তুমি এলে না।
দিন তো কেটে যাচ্ছে যেভাবেই হোক, তার তুমি থাকলে দিনগুলো হয়তো আরো সুন্দর হতো। যতই ভালো থাকি না কেন।
দিন শেষে একটা তুমি'র অভাব থেকেই যায়।
একটা তুমির অভাব থেকে যায় রাতের দীর্ঘশ্বাসে,
একটা তুমির অভাব থেকে যায় নয়ন যখন ভাসে।
একটা তুমি'র অভাব থেকে যায় প্রতিটি নিশ্বাসে।।