29/05/2025
যুদ্ধবিদ্ধস্ত দেশটি যখন দুর্নীতিতে আকণ্ঠ, নিমজ্জিত, দুর্ভিক্ষপীড়িত,গণতন্ত্র যখন নিষিদ্ধ,নিষিদ্ধ সকল রাজনৈতিক দল,নিষিদ্ধ প্রায় সকল সংবাদ মাধ্যম,রহিত বাকস্বাধীনতা,নির্যাতিত- নিপীড়িত মানুষ যখন হতাশায় মুষড়ে পড়েছে,,স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন ঠিক সেই সময় শিশু রাষ্ট্রটির হাল ধরেছিলেন এমন একজন মানুষ যিনি ছিলেন সততা,সাহসিকতা,বিচক্ষণতা,দেশপ্রেমের অতুলনীয় অবতার।
শক্ত হাতে তিনি দেশটিকে গড়ে তুলেছিলেন অবিশ্বাস্য দ্রুততায়।সম্ভব-অসম্ভব সকল কিছুকে তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন যেন যাদুর মতো।
রাষ্ট্রের সকল অর্গান,বেসরকারী খাত,অর্থনীতি,রাজনীতি,কৃষি,শিল্প,স্বাধীনতা-সার্বভৌমত্ব সহ জনগণের মনোজগতে তিনি যেন বিদ্যুৎ সঞ্চারিত করেছিলেন। সদ্যস্বাধীন একটি দেশ,বাংলাদেশের স্মার্টনেস ও শক্তির জানান দিয়েছিলেন বিশ্ব দরবারে।
বিনিময়ে তিনি পেয়েছিলেন জনগণের অকৃত্রিম ভালোবাসা,সুগভীর শ্রদ্ধা হয়েছিলেন স্বপ্নের নায়ক,হৃদয়পটের রাখাল রাজা।
আজো তাঁর গড়া দল,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর লক্ষ-কোটি নেতাকর্মী ও সমর্থক দেশ বাঁচাতে-মানুষ বাঁচাতে,স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে বিরামবিহীন লড়ছে।
৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে জানাই স শ্রদ্ধ সালাম।
মহাকালের মহানায়ক,মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক,অমর হোক।
বাংলাদেশ জিন্দাবাদ 🌾🇧🇩👈