
12/07/2023
,,,,,,,,এই আমি সেই আমি,,,,,,,
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
চন্দ্র গেছে দূর পরবাসে
তারা জ্বলেনি ওই আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে?
চন্দ্র গেছে দূর পরবাসে
তারা জ্বলেনি ওই আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে?
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
বিজলী চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে?
বিজলী চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে?
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
হে পাগলা, হে হাওয়া
হে পাগলা
হে পাগলা
ও বন্ধু আসছে বহুদিন পরে...