17/05/2024
সুদ ঘুষের টাকায় তুমি হইছো কোটিপতি ভাইবা দেখো একটু তুমি কি করছ কার ক্ষতি?
চুল পেকেছে দাঁত নড়েছে বয়স হইছে ভার
হঠাৎ একদিন অসুস্থতায় হসপিটালে যায়,
ডাক্তার সাহেব চেক করে কয় ডায়াবেটিক তোমার হাই খাইতে হবে বেছে এখন করার কিছু নাই!
তোমার করা অসৎ সম্পদ হচ্ছে এখন ভাগ
ভাগে একটু কম পড়লে দেবে তোমায় ডাক সালিশ ডেকে করবে বিচার তোমার চোখের সামনে,
বাজবে তুমি যতদিন ভাসবে চোখের জলে বালিশ ভিজবে চোখের জলে ভাববে মনে মনে শেষ বয়সে একি হলো কেউ নাই আর পাশে!
সৎ টাকায় ডাল ভাত সুস্থ থাকো সদায়,
অসৎ টাকায় গোস্ত ভাত দূরে ঠেলে দাও,,
Shorif