23/11/2025
আমার ইউটিউব একাউন্টি হ্যাক হয়েছে! আমি জানিনা যে হ্যাক করেছে তার পরিচয় কী! তবে সবাই বলছে সে আমার কাছের কেউ এমনকি প্রশাসনও বলেছে সে আমার কাছের কেউ হবে! সবাই সব দিক থেকে চেষ্টা করতেছে একাউন্টটি ফিরিয়ে আনার..
যে আমার চ্যানেলটি হ্যাক করেছো তার উদ্দেশ্য একটা কথায় বলবো তুমি যদি আমার কাছের কেউ হয়ে থাকো বা যেই হও না কেনো আমার সাথে কন্টাক্ট করো! আর যদি আমারই তোমাকে খুজে নিতে হয় তারপর তোমার আর কোনো অপশন থাকবে না! তখন যতোই পরিচিত হও না কেনো আমি ছাড় দিবো না ,কারন এই চ্যানেলটা আমার ইমোশন। প্রসাশনের মাধ্যমে বা যেকোনো উপায়ে চ্যানেল আমি ফিরিয়ে আনবই , তুমি ভালোই ভালোই ফেরত দিলে আর কিছু বলবো না, তোমার যদি মনে হয় আমার সাথে কন্টাক্টের মাধ্যমে তোমার সবকিছু সলভ করবে 01612197465 এই নাম্বারে যোগাযোগ করো। নিজের ভালো পাগলেও বুঝে।