14/08/2025
Copy post.
আমার কাছে ভালোবাসার সবচেয়ে বড় মানে হচ্ছে, "জীবন সহজ করা"। 🤍
আমরা যখন কাউকে ভালোবাসি, আমাদের বিগেস্ট কনসার্ন হওয়া উচিত কীভাবে তার জীবন সহজ করা যায়। একটু আগে এক মেয়ের পোস্ট পড়ছিলাম যে তার বাবা বেডরুমের এসি ছেড়ে, মেইন ডোর লক করে একটা ফ্যান সেট করেছে যাতে রান্নাঘরে বাতাস যায়।কারন তার মা গরমে রান্নাঘরে রান্না করছে,তার যাতে কষ্ট না হয়। যেন তার জন্য রান্না করা সহজ হয়।
আমার আপু আমার জন্য কফির প্যাকেটের পাশে কেচিটাও রেখে যায় যাতে আমার কেচি খুঁজতে কষ্ট না হয়, আমি পাউরুটির শক্ত অংশ খেতে পারিনা বলে ওইট ছিড়ে আমাকে নাস্তা দেয়। এর মানে এই না যে আমি পারিনা। এর মানে এই যে আমার জন্য একটু সহজ করা।
আমার জীবনে একজন অতি চমৎকার মানুষ ছিলো, তার সাথে বন্ধুত্ব থাকাকালীন আমার কোনোদিনো একা বাসায় আসতে হয়নাই। যত ঝড় জল অমবশ্যা হয়ে যাক সে গিয়ে নিয়ে এসেছে কারন ব্যাগ যাতে আমার টানা না লাগে।আমি দেশের অর্ধেক ঘুরেছি, ব্যাগ টেনে আমার অভ্যেস আছে। আমি কী পারিনা? পারি, কিন্তু এর মানে হলো আমার জীবন সহজ করা।
আমি প্রতিবার বাসার সামনে যখন আসি আমার আম্মুকে অনেক মানা করি তারপরেও আমার ব্যাগটা নিজে হাতে করে নামায়। কারন উনি চায়না ব্যাগটা আমি তুলি।
আমার মামাকে দেখি প্রতিদিন বিকালে আস্তে করে বাসায় ঢুকে যাতে আমার মামির ঘুম না ভাঙে।
এই হিসাবটা অত্যন্তই সরল, যে যাকে আপনি ভালোবাসবেন আপনি চাইবেন যেন তার কষ্ট না হয়। এবং তার জীবন যেন সহজ হয়। আপনি যদি কারো জন্য দরজা টেনেও ধরেন তার জন্য সহজ হবে বলে, সেইটাও পিউরেস্ট ফর্মে ভালোবাসা। ভালোবাসি মানে তোমার জন্য সকল কিছু আমি সহজ করতে চাই। মুখে সারাদিন লাবিউ লাবিউ বলার চাইতে যখন আপনি কারো জীবন সহজ করবেন, তখন ভালোবাসা অনুধাবন সহজ হবে।
মানুষ ভাবে ভালোবাসা অনেক সোজা।কিন্তু ভালোবাসাতো সহজ না, অনেক সাহস আর পরিশ্রমের বিষয়। কিন্তু it is worthy.আর দুনিয়ার কোন মূল্যবান জিনিস পরিশ্রম ছাড়া পাওয়া যায় না।🕊️