Abdul Alim Bin Shahid

Abdul Alim Bin Shahid নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ আল্লাহর সন্তুষ্টির জন্য।
(সূরা আনআম: আয়াত 62)

LOUD & CLEAR
06/10/2025

LOUD & CLEAR

06/10/2025
মানুষের মস্তিষ্কে একটা sympathy bias কাজ করে। যাকে দুর্বল মনে করা হয়, তার কথা মানুষ দ্রুত বিশ্বাস করে। নারীর চোখের পানি,...
04/10/2025

মানুষের মস্তিষ্কে একটা sympathy bias কাজ করে। যাকে দুর্বল মনে করা হয়, তার কথা মানুষ দ্রুত বিশ্বাস করে। নারীর চোখের পানি, আবেগ, কিংবা অভিযোগ সমাজকে অনেক বেশি প্রভাবিত করে পুরুষের আত্মপক্ষ সমর্থনের চেয়ে। ইতিহাস, সংস্কৃতি আর সামাজিক আবেগের কারণে নারীকে সাধারণত "ভিকটিম" বা "ভুক্তভোগী" হিসেবে দেখা হয়। তাই কোনো নারী যদি পুরুষের বিরুদ্ধে কিছু বলে, সেটাকে সহজে সহানুভূতির চোখে দেখা হয়।

আবু ত্বহা আদনান ভাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগ এক মিনিটের জন্য ধরে নিলাম সত্য। কিন্তু ত্বহা ভাইয়ের তো ফ্যামিলি আছে, তার মা-বাবা গুরুজন আছেন, তার উস্তাদ ও আছেন। অবশ্যই তার স্ত্রী এই অভিযোগ গুলো তাদেরকে জানাতে পারতেন। অথবা পারিবারিক সালিসি বৈঠকে এটা উপস্থাপন করে তার নামে বিচার দিতে পারতেন।

কিন্তু তার স্ত্রী একজন সেলিব্রিটি মানে সেও ক্ষমতাধর। অতএব তার স্বামীর ভুল এখন তার কাছে স্বামীর মান-মর্যাদার চেয়েও বড়। কারন সেও সেলিব্রিটি তার ক্ষমতাও তার স্বামীর থেকে কম নয়। অতএব সে তার পারিবারিক বিষয়টা ফেসবুকেই বলে দিলেন। এবং তারপর কি হলো-

কোনো পুরুষের চরিত্রে দাগ লাগানো মানে শুধু তার সামাজিক ইমেজ না, পরিবার, এবং পেছনের সকল ভালো কাজ সবকিছুই ভেঙে ফেলা সম্ভব। একবার মানুষের মনে সন্দেহ তৈরি হয়ে গেলে, সেই সন্দেহ পরে মিথ্যা প্রমাণিত হলেও সেই কলঙ্ক পুরোপুরি মুছা যায় না।

তাই এই ঘটনার থেকে আমাদের ভাইয়ের জন্য একটা শিক্ষা রয়েছে। সেই শিক্ষা কি নিজেরাই খুঁজে নিয়েন, আমি জাস্ট বলবো-নিজের স্ত্রীকে স্ত্রী হিসেবেই ঘরে রাখুন।

আর এজন্যই কিবোর্ড যু দ্ধা সুমন আহমাদ বলিয়াছেন: “একজন পুরুষ ততোক্ষণ পর্যন্ত দোষী, যতক্ষণ পর্যন্ত না সে নির্দোষ। আর একজন নারী ততোক্ষণ পর্যন্ত নির্দোষ, যতক্ষণ পর্যন্ত না সে দো ষী"
©Alor Poth

16/09/2025

হিন্দু-সমাজের লোকদেরকে আর কি ভাবে বুঝাইতাম। নানা ইস্যুতে আর কতো উদারতার পরও তারা তাদের ভুলের উপর অনড় থাকবেন।
আপনারা সবসময়ই সাম্প্রদায়িক কনসার্নে থাকেন, এবং বিচার দিতেই থাকেন যে আপনাদের উপর জুলুম হচ্ছে।
কিন্তু এখনো আপনারা সন্তোষ শর্মার মত একজন জালিম মুখোশধারিকে ছাড়তে পারলেননা।

যারা আমাদেরকে সি টি টি সির গোপন সেলগুলোতে নির্যাতন করেছে বিদেশীদের সঙ্গে নিয়ে, তাদেরকে সঙ্গে রেখে কোন মুখে আপনারা অসাম্প্রদায়িকতার নীতিকথা উচ্চারণ করে থাকেন।

আর এদেশের গোয়েন্দা সংস্থাগুলো এখনো পুরান চরিত্র থেকে মুক্ত হতে পারনি। ইসলামপন্থীদের উপর তাদের সব নজরদারি।
সুযোগ পেলে ছোবল মারার অপেক্ষা! তাদের কোন মাথাব্যথা নেই সন্তোষদের নিয়ে।

চন্দ্রনাথের সামান্য এক ভুয়া নিউজে ইন্টারিমের লোকজন মুসলমানদেরকে ধামকি হুমকি দিয়ে কথা বললেন।
আর সন্তোষদের বেলায় এসে এরা হয়ে থাকেন বিড়ালের বাচ্চা।
কার ভয়ে? দিল্লির?
আর দিল্লি যদি নতুন পলিসি বিনির্মানে আন্তরিক হয়ে থাকে, তাহলে তাকে সন্তোষদের মত দৃশ্যমান অদৃশ্যমান সকল দেয়াল অপসারণ করতে হবে।

আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের যে-কোন বহাল চিহ্ন ভবিষ্যৎ কোন বিপ্লবের পটভুমি তৈরি করবে, সাবধান করে দিলাম।

সন্তোষদেরকে ইনসাফের কাঠগড়ায় দাঁড়াতে হবেই ইনশাআল্লাহ।

15/09/2025

আমাদের গ্রামের নৌকাবাইচ

সংগীতের বই রেডি। আপনার সন্তানকে স্কুলে তাল তেওড়া শেখানো হবে। উপদেষ্টা বিধান রায়ের ধর্মে গানবাজনা ভালো জিনিস, সেটা তিনি ম...
13/09/2025

সংগীতের বই রেডি। আপনার সন্তানকে স্কুলে তাল তেওড়া শেখানো হবে।

উপদেষ্টা বিধান রায়ের ধর্মে গানবাজনা ভালো জিনিস, সেটা তিনি মুসলমানের সন্তানের ওপর চাপাবেন কেন?

এই বইতে দেখলাম ৪পৃষ্ঠার লালন জীবনী দেয়া আবার লালন দিবসও ঘোষণা করেছে সরকার। লালন আবার লোকায়ত নদীময় ইসলামের মতো কুফরি মতবাদের কেন্দ্র।

এদেশের মুসলমানদের সাথে জাস্ট তামাশা হচ্ছে। সবার প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি এইসব মুনকার প্রতিরোধে কোন ভূমিকা না রাখে তাহলে কর্মিদের উচিত এই নিরবতার প্রতিবাদ করা।

Post Credit: Mehedi Hasan

ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও  উপজেলা মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম নোমানী কে বসতঘরে ঢুকে কু*পিয়ে হ*ত...
06/09/2025

ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও উপজেলা মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম নোমানী কে বসতঘরে ঢুকে কু*পিয়ে হ*ত্যা করেছে স*ন্ত্রা*সীরা। উনি ভোলার একজন পরিচিত ইসলামী বক্তা ছিলেন।

প্রশ্নটা হচ্ছে আপনি নিরাপদ তো?
আপনি যদি এই দুনিয়ার কাউকে ভয় করে এখন চুপ থাকেন, তাহলে পরকালে পাকড়াও হবার জন্য প্রস্তুত হন।

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Alim Bin Shahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share