Bellal Hossain 03

Bellal Hossain 03 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bellal Hossain 03, Sirajganj.
(8)

✨ সত্য ও সুন্দর বিষয় ইংরেজি ভাষায় তুলে ধরার চেষ্টা করছি,🌺 সুস্থ সংস্কৃতি প্রচারে প্রয়াস করছি 🌺

❤️পোষ্ট রুটিন❤️

★ইংরেজি ভিডিও -সকাল ★৮টার মধ্যে
★ইংরেজি অনুবাদ দুপুর ★১২টা ও বিকাল ★২টার মধ্যে।
★ইংরেজ ভিডিও সন্ধ্যা ★9 টার মধ্যে।

Good morning everyone, কেমন আছেন আপনারা 💕💕💕🖤🤍
13/08/2025

Good morning everyone, কেমন আছেন আপনারা 💕💕💕🖤🤍

রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন:> “যে সত্তার শপথ, যার হাতে আমার জীবন—এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে,...
12/08/2025

রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন:

> “যে সত্তার শপথ, যার হাতে আমার জীবন—এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না
সে কেন হত্যা করেছে,
এবং নিহত ব্যক্তি জানবে না কেন
তাকে হত্যা করা হলো।” 💔 recently I'm seeing and feeling the matters what is happening. 😥😭

পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো, যখন আপনি দেখবেন আপনার দোয়া গুলো কবুল হচ্ছে। disclose gratitude to Almighty Allah. 🤲🤲🤲
11/08/2025

পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো, যখন আপনি দেখবেন আপনার দোয়া গুলো কবুল হচ্ছে।
disclose gratitude to Almighty Allah. 🤲🤲🤲

Peace be upon all of you,dear❤️ lovely and lively buddies ❤️ Today i would like to narrate about the true and false that...
10/08/2025

Peace be upon all of you,dear❤️ lovely and lively buddies ❤️
Today i would like to narrate about the true and false that divide the whole world into two categories

Where someone says false to get so much opportunities, interest profits and so on
Or want to cover any kind of truth.
It may be for a while but not forever.

Actually truth is so strong that anyone can not bury
That comes out oneday or other in the cycle of time.

So, we all know that truth gives free and false brings destruction.
Hence,falsehood shatters everything.
On the contrary, truth builds up everything.

So,Buddies, Let's build up a world of truth and throw away all falses.💕💕🌺

🖤 আমার শ্রাবণ পরশ🫴 _______বেলাল হোসাইন 🫴মেঘের আঁচলে ভিজে যায় সকাল,ধরা যেন গায় প্রীতির বান,ফোঁটায় ফোঁটায় নামে শ্রাবণের গা...
09/08/2025

🖤 আমার শ্রাবণ পরশ🫴 _______বেলাল হোসাইন 🫴

মেঘের আঁচলে ভিজে যায় সকাল,
ধরা যেন গায় প্রীতির বান,
ফোঁটায় ফোঁটায় নামে শ্রাবণের গান,
মন ভিজিয়ে দেয় অবিরাম প্রাণ।

সবুজ পাতায় জলমাখা হাসি,
ধূসর আকাশে প্রেমের ভাষি,
কাদামাটি গন্ধে মায়ার ঘ্রাণ,
শিশিরের মতো নরম আহ্বান।

ঝরঝর বৃষ্টির মধুর ছোঁয়া,
জীবনের পথে আনে নুতন পাওয়া
শ্রাবণ আসে ভালোবাসা বুকে,
সব দুঃখ ধুয়ে নেয় নীরব সুখে।

প্রকৃতি যেন খুলে দেয় হৃদয়দ্বার,
বৃষ্টির ছন্দে বাঁধে অপার,
শ্রাবণের পরশ তাই অমলিন স্মৃতি,
ভালোবাসায় ভেজা জীবনের গীতি।

শুকনো হৃদয়ে বাজে
বেদনার বীণ্
প্রেমময় শ্রাবণে ভিজে দেয় বাদলে।🫴🫴🫴

হে আল্লাহ ____ আমাকে গুছিয়ে দাও,                    আমি বিভ্রম আর দু-শ্চিন্তায় ক্লান্ত।!!
08/08/2025

হে আল্লাহ ____ আমাকে গুছিয়ে দাও,
আমি বিভ্রম আর দু-শ্চিন্তায় ক্লান্ত।!!

ভালোবাসা  মানে শুধু ফুল নয়,তাতে থাকে কাঁটাও, না বলা অনেক কথাযেখানে শাসন নেই, ভালোবাসা কি রয়?,আছে শুধু মায়া, যা জড়িয়ে থাক...
07/08/2025

ভালোবাসা মানে শুধু ফুল নয়,
তাতে থাকে কাঁটাও, না বলা অনেক কথা
যেখানে শাসন নেই, ভালোবাসা কি রয়?,
আছে শুধু মায়া, যা জড়িয়ে থাকে শুকিয়ে যাওয়া, হৃদয়ের চরে।

সে শাসন হয় কখনো নিঃশব্দ চাওয়া,
যেখানে ভালোবাসা গড়ে, ভাঙে না কখনো সেখা।

রাগ করে বলি, “তুমি বুঝো না আমায়!”
আসলে ভেতরে বলে “থেকো পাশে—এই চায়।”
ভালোবাসার শাসন হয় গভীর নদীর ঢেউ,
যেটা ছুঁয়ে যায় হৃদয়, রাখে না কোনো ক্ষয়।

কেমন হয়েছে বন্ধু----------- 🖤

এতো ছোট্ট একটা জীবন, এই সুন্দর, অনুপম ও মনোমুগ্ধকর দৃশ্য দেখে দেখে ও হেঁটে হেঁটে  কেটে দেওয়া যায়। ❤️🤍 কিন্তু এর চেয়েও যে...
06/08/2025

এতো ছোট্ট একটা জীবন, এই সুন্দর, অনুপম ও মনোমুগ্ধকর দৃশ্য দেখে দেখে ও হেঁটে হেঁটে কেটে দেওয়া যায়। ❤️🤍

কিন্তু এর চেয়েও যে কিছু মানুষের মনের দৃশ্য
আরও সুন্দর,
তাই তো আমি বাঁচতে চাই,
মনের সুন্দর নিয়ে, এমন প্রকৃতির সুন্দরে। 🤲🤲💘

🤍 আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দর কে ভালোভাসেন।
আমিও তার ব্যতিক্রমী নয়।❤️

আমার ভালো লাগার খুবই প্রিয় দৃশ্য। ❤️ যদিও আকাশ  খুবই ভয়ংকর দেখাচ্ছে, তবুও  এই ভয়ংকারের মাঝে ভয়ানক সুন্দর লুকিয়ে আছে। কার...
05/08/2025

আমার ভালো লাগার খুবই প্রিয় দৃশ্য। ❤️
যদিও আকাশ খুবই ভয়ংকর দেখাচ্ছে,
তবুও এই ভয়ংকারের মাঝে ভয়ানক সুন্দর লুকিয়ে আছে। কারণ,
একটু পরেও মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়েবে
ও নীল আকাশে চাঁদ হাসবে।

🖤আপন 🖤_______বেলাল হোসাইন 🖊️কে আপন, কে বা পর,জীবন জুড়ে বিভ্রান্তি ভর।স্বার্থ গেলে আপন ভোলে,পরের মতো দূরে চলে।যে পাশে থা...
04/08/2025

🖤আপন 🖤_______বেলাল হোসাইন 🖊️

কে আপন, কে বা পর,
জীবন জুড়ে বিভ্রান্তি ভর।
স্বার্থ গেলে আপন ভোলে,
পরের মতো দূরে চলে।

যে পাশে থাকে দুঃখের দিনে,
সে-ই তো আপন, হৃদয় মনে
বাকি শুধু মুখের বুলি,
প্রয়োজনে যে সবই ভুলি।

আপন তো সে-ই, যে চোখের জলে
তোমার ব্যথা হৃদয়ে তোলে।
যে নিঃস্ব হলেও পাশে রয়
আপন সে-ই, বাকি সব ঢাকে।

কে আপন, বোঝা বড় কঠিন,
কর্মে আচরণে চিনা যায় তখন।

আমি যাহা চাই, তাহা কই পাই
সে-তো স্বপনে দেখায়, আপন করে
বাস্তবে দেয় কখন?

হারিলে সে খোঁজবে যখন
অন্ধকার হাসবে তখন। 🖤

বন্ধুরা, ছবিটি আমি আমার গাঁয়ের সবুজ মাঠ থেকে তুলেছি।🌺🌺💕
03/08/2025

বন্ধুরা, ছবিটি আমি আমার গাঁয়ের সবুজ মাঠ থেকে তুলেছি।
🌺🌺💕

যে বোঝে না বা ভুল বোঝে তাকে বোঝানো যায় কিন্তু যে বোঝার চেষ্টা করে না তাকে বোঝানো অসম্ভব। 😥😭
01/08/2025

যে বোঝে না বা ভুল বোঝে তাকে বোঝানো যায়
কিন্তু যে বোঝার চেষ্টা করে না
তাকে বোঝানো অসম্ভব। 😥😭

Address

Sirajganj

Telephone

+8801781534948

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bellal Hossain 03 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bellal Hossain 03:

Share