Spoken English By CM

Spoken English By CM আবারও তোমাদের মা‌ঝে ফি‌রে এলাম।

19/05/2024

🍀আস্তে আস্তে পড়তে থাকেন 🍀
১.সুবাহানআল্লাহ
২.আলহামদুলিল্লাহ
৩.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪.আল্লাহু আকবর
৫.আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
৭. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৮. আল্লাহুমাগফিরলি
৯. আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
১০. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
১১.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
১২. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
১৩. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
১৪.লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
১৫. ইয়া হালালাল মুশকিলাত
১৬.আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
১৭.ইয়া আরহামার রাহিমীন
১৮.ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
১৯. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
২০. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
২১. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
২২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
২৩. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
২৪. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
২৫. ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
২৬.ইয়া ওয়াদুদু
২৭. রাব্বি হাবলি মিনাস সলিহিন
২৮.ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
২৯. ইন্নাল্লাহা মাআ সবেরীন
৩০.হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
৩১. ইয়া রাব্বিগ ফিরলি
৩২.আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম
◆পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন।

04/10/2023
29/07/2023

64 টি Vocabulary নিন্মে দেওয়া হলোঃ
1. required = অপরিহায্র্য, অবশ্যক, প্রয়োজন, প্রয়োজনীয়
2. stipulations = ভিভিন্ন/শর্তাবলী
3. approach = অভিগমন, অভিগমন করা, এগন, কাছান, ঘেঁষা, নিকটস্থ হত্তয়া, সদৃশ হত্তয়া, সমকক্ষ হত্তয়া, সমীপবর্তী হত্তয়া
4. pledges = অঙ্গীকার
5. adverse = প্রতিকূল
6. drastically = মারাত্মকভাবে,আয়তন বহুলাংশে
7. merely = নিছক
8. damage = ক্ষতি, ক্ষতি করা, খারাপ করা, শয়তানি করা
9. sympathetic = সহানুভূতিশীল
10. coalitions = সম্মেলন, জোট
11. era = যুগ
12. collectively = সমবেতভাবে
13. convention = সম্মেলন
14. decade = দশক
15. enhance = বাড়ান,বৃদ্ধি করা
16. reminded = স্মরণ করিয়ে
17. threshold = প্রান্তিক
18. attend = মনোযোগ দেত্তয়া,পরিচর্যা করা
19. performance = কর্মক্ষমতা
20. implementation = বাস্তবায়ন
21. failed = ব্যর্থ
22. empowered = ক্ষমতায়
23. wildfires = দাবানল
24. mechanism = কলকব্জা, কলের গঠন, যন্ত্রনিম্র্মাণ, সর্ববিধ যন্ত্র
25. compromise = আপস
26. signatories = স্বাক্ষরকারীদের
27. consensus = সর্বসম্মতি (Unanimousness)
28. inevitably = অনিবার্যভাবে, অবশ্যম্ভাবীরূপে
29. beyond = তার পরেও
30. recognise = চেনা
31. implement = বাস্তবায়ন
32. basis = ভিত্তি
33. mean = নীচ
34. rethink = পুনরায় চিন্তা করা
35. emissions = নির্গমন
36. potential = সম্ভাব্য
37. unleashed = উন্মোচিত
38. adaptation = অভিযোজন
39. instead = পরিবর্তে
40. progress = অগ্রসর ও সমৃদ্ধ্ব হওয়া( advance)
41. withdrew = প্রত্যাহার,অপসরণ হত্তয়া
42. tackle = অস্ত্রশস্ত্র-,সাজসরঁজাম
43. stark = সম্পূর্ণভাবে,ডাহা
44. leads = বিশালাকার,পরিচালনা
45. decades = কয়েক দশক ধরে
46. launch = আরম্ভ, আরম্ভ করান, আরম্ভ হত্তয়া, চালু করা, ছোড়া, জলে নামান, জলে ভাসান, ঝাঁপাইয়া পড়া, দাগা, ধাবিত করা, নিজেকে নিক্ষিপ্ত করা, প্রবৃত্ত করান, প্রেরণ করা, বেগে ছুটিয়া যাত্তয়া, সবেগে নিক্ষেপ করা
47. humanitarian = মানবিক
48. race = জাতি
49. urgency = জরুরি, চাড়া
50. ever = চিরকাল
51. effective = কার্যকর, কার্যোপযোগী, ঘটাইতে সক্ষম, চালু, ফলপ্রদ, ফলপ্রসূ, বলবৎ, বহাল, বাস্তবিক, শক্তিমান্, সক্রিয়, সার্থক
52. resilience = স্থিতিস্থাপকতা
53. situation = অবস্থা, অবস্থানস্থল, চাকরি, চাকরী, জায়গা, পদ, পরিবেশ, পরিস্থিতি, সন্ধিক্ষণ, সাময়িক অবস্থা, স্থল, স্থান, হাল
54. summit = সর্বোচ্চ সীমা,শিখর
55. appropriate = যথাযথ
56. unequivocally = দ্ব্যর্থহীনভাবে
57. assessment = মূল্যায়ন
58. plethora = আধিক্য
59. coalition = জোট
60. conference = সম্মেলন
61. negotiation = আলাপালোচনা

আবারও তোমাদের মা‌ঝে ফি‌রে এলাম।

04/07/2023

📗 I didn't want to hurt you
➡️ আমি তোমাকে কষ্ট দিতে চায়নি

📗 I didn't want to make bad result
➡️ আমি খারাপ ফল করতে চায়নি

📗 He didn't wants to fail in exam.
➡️ সে পরীক্ষায় অকৃতকার্য হতে চায়নি

📗 You didn't want to see me
➡️ তুমি আমাকে দেখতে চাওনি

📗 I didn't want to break their blive
➡️ আমি তাদের বিশ্বাস ভাঙতে চায়নি

📗 He didn't wants to marry her
➡️ সে তাকে বিবাহ করতে চায়নি।।

*** Now your turn....

04/07/2023

About to =প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি
Structure :Subject+Auxiliary verb+About to+V1+object
চলুন কিছু বাক্য প্রেকটিস করি -

I was about to love you.
=আমি প্রায় তোমাকে ভালোইবেসে ফেলেছিলাম।
You were about to fall in danger.
=তুমি প্রায় বিপদে পড়তে গিয়েছিলে।
I was about to reach.
=আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম।
I was about to win.
=আমি প্রায় জিতে গিয়েছিলাম.
I was about to die.
=আমি প্রায় মরে গিয়েছিলাম।
I was about to m**f.
=আমি প্রায় লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিলাম।
I was about to get the job.
=আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম।
I was about to fall asleep.
=আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম।

03/07/2023

✅খাবার রান্না হয়েছে।
👉The food is cooked।
✅আজ কি কি রান্না হচ্ছে ?
👉What is being cooked today?
✅তুমি কি খাবার খেয়েছো?
👉Did You eat?
✅এখন কয়টা বাজে ?
👉What time is it now ?
✅তুমি আইসক্রিম খাবে ? 💕
👉 Will you eat ice cream ?
✅তুমি আর কিছু খাবে ?
👉 Will you eat anything else
✅বার্গার একটি কত টাকা ?
👉How much is a burger ?
✅আজ মাছ ভাজা খাবো 🙂
👉 Today I will eat fried fish.

03/07/2023

দৈনন্দিন জীবনে কথাবার্তায় এগুলো খুবই জরুরি:
✪ কারো সাথে পরিচিত হলে- Hello, nice to meet you.
✪ উৎসাহ দিতে - Good job/Well done – (সাবাশ!)
✪ কারো কথা বুঝতে পারলে - I see/ I understand/ I got it
✪ কারো কথা বুঝতে না পারলে - Pardon please.
✪ গভীরভাবে দু:খ প্রকাশ - I'm extremely sorry, I regret – আমি অনুতপ্ত।
✪ অভিনন্দন জানাতে- Best wishes - (শুভ কামনা)
✪ ধন্যবাদ জানাতে - I am grateful to you – (আমি তোমার প্রতি কৃতজ্ঞ।)
✪ কেউ কুশল জিজ্ঞাসা করলে – I'm extremely well (আমি বেশ ভাল আছি)
✪ কারো দৃষ্টি আকর্ষণ করা- Excuse me – শুনুন, Hey, got it? – এই, বুঝতে পেরেছো?
May I have your attention please- আপনি যদি একটু এদিকে নজর দেন।
✪ কাউকে অপেক্ষা করতে বললে - Just a moment/Hang on a moment- (একটু অপেক্ষা করুন)
✪ মতামত প্রকাশ করতে-
In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে,
As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।
✪ বিদায় জানাতে- See you later- (পরে দেখা হবে)
✪ কারো নাম জানতে - Can I have your name? - (আমি কি তোমার নাম জানতে পারি?)
✪ প্রস্তাব দেওয়া- Would you like something to drink? - আপনি কি কিছু পান করবেন?
✪ হতাশা প্রকাশ করা - What a pity - কি দুঃখজনক।
✪ সাহায্য চাওয়া - Could you give me a hand? - তুমি কি আমাকে সাহায্য করতে পারবে?
✪ কারো খোঁজ/খবর নেওয়া - What’s up/ How is everything?- কি ব্যপার?, What’s going on – কেমন চলছে?
✪ বিরক্তি প্রকাশ করা- How disgusting/How absurd! (কি বিরক্তিকর/হাস্যকর)

[email protected]

03/07/2023

ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের 50 টি Structure জানা খুবই গুরুত্বপূর্ণ।
★RULE:1
কোনো কিছু প্রয়োজন বুঝাতে,
আমরা need to use করব।
sub+need to+verb1
I need to learn English.
আমার ইংরেজি শিখা প্রয়োজন।
I need to buy a book.
আমার একটি বই কিনা প্রয়োজন।
I need to help him.
আমার তাকে সাহায্য করা প্রয়োজন।
I need to do the work.
আমার কাজটি করা প্রয়োজন।
★RULE:2
☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)
1.I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে )
2.I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)
3..I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।
Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet.
★ RULE:3
☞There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে)
1. There is something wrong with computer.(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে)
2. There is something wrong with my mobile.(আমার মোবাইলে সমস্যা হয়েছে)
3. There is something wrong with my certificate.(আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে)
4.There is something wrong with my Television.(আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে)
★Rules:4
☞I have decided to+ verb...(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)
1.I have decided to learn English.( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)
2. I have decided to change myself.(আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)
3.I have decided to work hard.(আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি)
4.I have decided to help the poor.(আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি)
5.I have decided to change my bad habits.(আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)
★RUlE:5
☞I am trying to + verb.(কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,
1. I am trying to learn English.( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)
2. I am trying to do something.(আমি কিছু করার চেষ্টা করতেছি)
3. I am trying to help the street children.( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)
4. I am trying to clean my room.(আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করত

02/07/2023

Acclaimed(এ্যাকলেইম্ড) - প্রশংসিত।
Demeanour(ডেমিনাঃ) - হাবভাব,আচরণ

Just bcz of her demeanour she is acclaimed in social media.

[email protected]

02/07/2023

ব্যাসিক Tense অনুযায়ী বাক্য তৈরি ও কথোপকথন
💠 Do you go? - তুমি কি যাও?
💠 Do you write? - তুমি কি লেখ?
💠 Do you write anything? - তুমি কিছু লেখ কি?
💠 Don’t you go? - তুমি কি যাও না?
💠 Don’t you write? - তুমি কি লেখ না?
💠 Did you go? - তুমি কি গিয়েছিলে?
💠 I didn’t go - আমি যাইনি।
💠 Didn’t you go? - তুমি কি যাওনি?
💠 I will go - আমি যাব ।
💠 I won’t go - আমি যাব না ।
💠 Will you go? - তুমি কি যাবে?
💠 Won’t you go? - তুমি কি যাবে না ।
💠 I will have anything - আমি কিছু খাব ।
💠 I won’t have anything - আমি কিছু খাব না ।

Note: will not এর সংক্ষিপ্ত রুপ won’t, খাওয়া/পান করা অর্থে have বসে ।
💢 Conversation (কথোপকথন)
Ques: Do you like coffee?- তুমি কি কফি পছন্দ কর?
Ans: Yes, I like coffee - হ্যাঁ, আমি কফি পছন্দ করি ।
Ques: Did you attend the meeting? - তুমি কি মিটিংয়ে উপস্থিত হয়েছিলে?
Ans: Yes, I attended - হ্যাঁ, আমি উপস্থিত হয়েছিলাম ।
Ques: Will Robin go to university?- রবিন কি বিশ্ববিদ্যালয়ে যাবে?
Ans: Yes, he will - হ্যাঁ, সে যাবে ।
Ques: Won’t the doctor see the patients today?
ডাক্তার কি আজ রোগী দেখবেন না?
Ans: Yes, he will see the patient? - হ্যাঁ, তিনি রোগী দেখবেন ।
By Chand Miyan
[email protected]

আমার লেখা কবিতা by Chand Miyanউত্তরের আকাশে কালোমেঘের খেলাআনন্দে নাচছে দেখোআমার মনের ভেলাআসছে তেড়ে মেঘ কালোদুলছে বৃক্ষের...
08/09/2022

আমার লেখা কবিতা
by Chand Miyan

উত্তরের আকাশে কালো

মেঘের খেলা

আনন্দে নাচছে দেখো

আমার মনের ভেলা

আসছে তেড়ে মেঘ কালো

দুলছে বৃক্ষের ডালপালা

পড়ছে জল মুক্তার মতো

সাথে ছোট শিলা

বাবার মুখে বিষণ্তা

অশ্রু দিচ্ছে দোলা

ক্ষণে ক্ষণে ঝাপটা দিয়ে

পড়ছে জলের ঢেলা

পড়ছে আর উঠছে মতো

আঙিনার গাছপালা

বাবা তখন বাইরে দেখে

খুলে দরজার পাল্লা।

11/10/2021

#সংগ্রামে_শপথে_মানবাধিকার
#মানুষেরজন্যফাউন্ডেশন
#দরিদ্র #মানুষের #মামলার #ভার #বহণকরে #বাংলাদেশসরকার

14/09/2021

মাইক্রোফাইন্যান্স আলোচনা ঃ
💢💢💢💢💢💢💢💢💢
# ঋণ কি ঃ
👉 শর্ত সাপেক্ষে নিদিষ্ট সময়ের জন্য যে কোন পরিমাণ অর্থ সম্পদ এক উৎস থেকে অন্য উৎসে স্থানান্তরিত হওয়াকে ঋণ বলে।
# ক্ষুদ্র ঋণ ঃ
👉 যে ঋণ সাধারণ ভাবে সমাজের অর্থনৈতিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর সদস্য / সদস্যাগনের তাদের জন্য উপযোগী একটি বিশেষায়িত ব্যবস্থাপনার মাধ্যমে আয় বর্ধনের জন্য ছোট আকারে বিনিয়োজিত হয়ে থাকে তাকে ক্ষুদ্র ঋণ বলে।
ঋণ দুই প্রকার ঃ(০১) মাইক্রোক্রেডিট
(০২) মাইক্রোফিন্যান্স
(০১) মাইক্রোক্রেডিট ( Microcredit) ঃ মাইক্রো কথাটির অর্থ ক্ষুদ্র / ছোট এবং ক্রেডিট অর্থ হচ্ছে ঋণ অর্থাৎ মাইক্রো ক্রেডিট হচ্ছে ক্ষুদ্র ঋণ। ঋণ বলতে আমরা সাধারণতঃ যে শর্ত সাপেক্ষে আর্থিক সেবা প্রদান যাহা নিদিষ্ট সময় পরে ফেরৎ যোগ্য তাকে বুঝি। পুর্নাঙ্গ ভাবে বলতে গেলে মাইক্রো ক্রেডিট হচ্ছে এমন এক ধরনের ঋণপ্রক্রিয়া যেখানে ঋণের আকার ছোট এবং ঋণের মেয়াদ সল্প।
(০২) মাইক্রোফিন্যান্স (Microfinance) ঃ মাইক্রোফিন্যান্স হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণির লোকের জন্য বিভিন্ন ধরনের ঋণ সুবিধা ( সাধারণ ঋণ, আয়বর্ধক খাতে ঋণ ইত্যাদি) এবং সেই সঙ্গে অন্যান্য সেবা যেমন ঃ সঞ্চয় ( নিরাপত্তা সঞ্চয়) , বীমা( জীবন বীমা, গবাদি পশু বীমা), রেমিটেন্স সুবিধা ইত্যাদি প্রদান করা হয়। এক কথায় শুধু মাত্র ঋণ প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সার্বিক আর্থিক সেবা সমুহের সমন্বয়ই হলো মাইক্রোফিন্যান্স। অন্য ভাবে বলা যায় - Credit + Savings +Other Financial Benefit = Microfinance.

# এমআরএ-র রিপোর্টিং এর ক্ষেত্রে ঋণের ধরণ নিম্নরূপ ঃ
১) সাধারণ ঋণ : জাগরন ও বুনিয়াদ।
২) ক্ষুদ্র উদ্যোগ ঋণ : অগ্রসর(ME)
৩) কৃষি ঋণ : সুফলন।
৪) অন্যান্য ক্ষুদ্র ঋণ : প্রকল্প ঋণ, সাহস ঋণ।

👉 অগ্রসর ঋণ ( মাইক্রো এন্টারপ্রাইজ) ঃ সদস্য যাচাই প্রক্রিয়া ঃ
১)জরিপের মাধ্যমে মধ্যবিত্ত যাদের দোকান, ছোট ফার্ম অথবা ক্ষুদ্র প্রকল্প রয়েছে। বাড়ি তৈরি করে বাড়ি ভাড়া দিবে বা বাড়ি সংস্কার করে ভাড়া দিবে।
২)একই পরিবার হতে একজনের বেশী ক্ষুদ্র উদ্যোক্তা ঋণী হতে পারবেনা।
৩) সদস্যর বয়স ১৮ -৬০ বছরের মধ্যে হতে হবে। উল্লেখ্য যে শারীরিক সক্ষমতা আছে এবং হিসাব নিকাশ সঠিক ভাবে রাখতে পারেন।
৪) ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ পুরুষ মহিলা উভয়ের জন্য প্রযোজ্য হতে পারে।
৫) যে সকল পরিবারে একাধিক আয়ের উৎস আছে।
৬) যে সকল পরিবারে বাড়ি ভাড়া পায় তাদের অগ্রসর ঋণ প্রদান করা।
৭) ঋণ প্রদানের পূর্বে সদস্যর সকল আয়ের উৎস সমুহ ভাল করে সরজমিনে পরিদর্শন করে যাচাই করতে হবে।
৮) অগ্রসর ঋণ প্রদানের ক্ষেত্রে ৩ টি শব্দ বিবেচনা করতে হবে -( ক) দেখে (খ) শুনে (গ) বুঝে।

👉 অগ্রসর ঋণ এর সম্ভাব্য প্রকল্পসমূহ ঃ
১) বাড়ি নির্মান / মেরামত ( ফ্লাট কেনার জন্য ঋণ দেওয়া যাবে না)
২) বিদেশে চাকুরী।
৩) হাঁস -মুরগীর খামার
৪) শিক্ষক / সরকারি চাকুরী জীবি।
৫) ডেইরী ফার্ম
৬) নার্সারী
৭) মৎস্য খামার
৮) স্থায়ী মুদির দোকান, ষ্টেশনারীজ
৯) ওয়ার্কসপ
১০) রিকশা - ভ্যান গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান।
১১) কুটির শিল্প
১২)বেকারি
১৩) ডিস্ট্রিবিউশন ব্যবসা
১৪) রড সিমেন্ট এর দোকান
১৫) মিনি গামেন্টস এর ব্যবসা।।

👉 অগ্রসর ঋণ যাদের দেওয়া যাবে না ?
১) জুয়েলার্স
২) সেলুন
৩) মোবাইল এর ইজি লোডের দোকান
৪) লন্ড্রি
৫) মৌসুমী ব্যবসা / গুদামজাতকরণ
৬) ঠিকাদারি
৭) আবাসিক হোটেল / খাবার হোটেল
৮) বরফ কল / আইসক্রিম ফ্যাক্টরী
৯) ফুটের যে কোন ব্যবসা
১০) উকিল, পুলিশ, সাংবাদিক, সক্রিয় রাজনৈতিক ব্যক্তি।
১১) পূর্বে এনজিও তে চাকুরি করেছেন এমন ব্যক্তিকে ঋণ না দেওয়া।
১২) আইনের দৃষ্টিতে বৈধ নয় এমন প্রকল্প / খাতে অগ্রসর ঋণ না দেওয়া।

👉 অগ্রসর ঋণের সদস্য মূল্যায়ণ প্রক্রিয়া ( উদ্যোক্তার সামাজিক গ্রহনযোগ্যতা ও অন্যান্য বিবেচ্য বিষয়সমূহ)
মাইক্রো এন্টারপ্রাইজ ব্যবস্থাপনার উদ্যোক্তার ভুমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যবসার লাভ লোকসান যাচাইয়ের সময় উদ্যোক্তার বিষয়ে বিশেষ ভাবে খোঁজ নিতে হবে। উদ্যোক্তার কিছু আচরণের কারনে ঋণ এবং ব্যবসা ঝুঁকিতে পড়তে পাবে।
১) সমাজে সুনামের অভাব।
২) অবৈধ ব্যবসায় লিপ্ত থাকা।
৩) অবৈধ / অ-সামাজিক ব্যবসা/ কাজে লিপ্ত থাকা।
৪)একাধিক বিবাহ করার প্রবনতা বা পরকিয়ায় লিপ্ত।
৫) আচার আচরন রুক্ষ।
৬) রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি আছে কি না এবং তা অনৈতিক ভাবে ব্যবহার করে কি না।
৭) Criminal background .
৮) ঋণের টাকা ভিন্ন কাজে সরিয়ে নেওয়ার প্রবণতা।
৯) ব্যবসা সম্পর্কে সঠিক তথ্য না দেয়া, বা অতিরঞ্জিত তথ্য দেয়া।
১০) ঋণ খেলাপি / অধিক ঋণে জরজরিত।।
👉 কে, এম,রেজাউল করিম (রেজা)মাইক্রোফাইন্যান্স আলোচনা ঃ
💢💢💢💢💢💢💢💢💢
# ঋণ কি ঃ
👉 শর্ত সাপেক্ষে নিদিষ্ট সময়ের জন্য যে কোন পরিমাণ অর্থ সম্পদ এক উৎস থেকে অন্য উৎসে স্থানান্তরিত হওয়াকে ঋণ বলে।
# ক্ষুদ্র ঋণ ঃ
👉 যে ঋণ সাধারণ ভাবে সমাজের অর্থনৈতিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর সদস্য / সদস্যাগনের তাদের জন্য উপযোগী একটি বিশেষায়িত ব্যবস্থাপনার মাধ্যমে আয় বর্ধনের জন্য ছোট আকারে বিনিয়োজিত হয়ে থাকে তাকে ক্ষুদ্র ঋণ বলে।
ঋণ দুই প্রকার ঃ(০১) মাইক্রোক্রেডিট
(০২) মাইক্রোফিন্যান্স
(০১) মাইক্রোক্রেডিট ( Microcredit) ঃ মাইক্রো কথাটির অর্থ ক্ষুদ্র / ছোট এবং ক্রেডিট অর্থ হচ্ছে ঋণ অর্থাৎ মাইক্রো ক্রেডিট হচ্ছে ক্ষুদ্র ঋণ। ঋণ বলতে আমরা সাধারণতঃ যে শর্ত সাপেক্ষে আর্থিক সেবা প্রদান যাহা নিদিষ্ট সময় পরে ফেরৎ যোগ্য তাকে বুঝি। পুর্নাঙ্গ ভাবে বলতে গেলে মাইক্রো ক্রেডিট হচ্ছে এমন এক ধরনের ঋণপ্রক্রিয়া যেখানে ঋণের আকার ছোট এবং ঋণের মেয়াদ সল্প।
(০২) মাইক্রোফিন্যান্স (Microfinance) ঃ মাইক্রোফিন্যান্স হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণির লোকের জন্য বিভিন্ন ধরনের ঋণ সুবিধা ( সাধারণ ঋণ, আয়বর্ধক খাতে ঋণ ইত্যাদি) এবং সেই সঙ্গে অন্যান্য সেবা যেমন ঃ সঞ্চয় ( নিরাপত্তা সঞ্চয়) , বীমা( জীবন বীমা, গবাদি পশু বীমা), রেমিটেন্স সুবিধা ইত্যাদি প্রদান করা হয়। এক কথায় শুধু মাত্র ঋণ প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সার্বিক আর্থিক সেবা সমুহের সমন্বয়ই হলো মাইক্রোফিন্যান্স। অন্য ভাবে বলা যায় - Credit + Savings +Other Financial Benefit = Microfinance.

# এমআরএ-র রিপোর্টিং এর ক্ষেত্রে ঋণের ধরণ নিম্নরূপ ঃ
১) সাধারণ ঋণ : জাগরন ও বুনিয়াদ।
২) ক্ষুদ্র উদ্যোগ ঋণ : অগ্রসর(ME)
৩) কৃষি ঋণ : সুফলন।
৪) অন্যান্য ক্ষুদ্র ঋণ : প্রকল্প ঋণ, সাহস ঋণ।

👉 অগ্রসর ঋণ ( মাইক্রো এন্টারপ্রাইজ) ঃ সদস্য যাচাই প্রক্রিয়া ঃ
১)জরিপের মাধ্যমে মধ্যবিত্ত যাদের দোকান, ছোট ফার্ম অথবা ক্ষুদ্র প্রকল্প রয়েছে। বাড়ি তৈরি করে বাড়ি ভাড়া দিবে বা বাড়ি সংস্কার করে ভাড়া দিবে।
২)একই পরিবার হতে একজনের বেশী ক্ষুদ্র উদ্যোক্তা ঋণী হতে পারবেনা।
৩) সদস্যর বয়স ১৮ -৬০ বছরের মধ্যে হতে হবে। উল্লেখ্য যে শারীরিক সক্ষমতা আছে এবং হিসাব নিকাশ সঠিক ভাবে রাখতে পারেন।
৪) ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ পুরুষ মহিলা উভয়ের জন্য প্রযোজ্য হতে পারে।
৫) যে সকল পরিবারে একাধিক আয়ের উৎস আছে।
৬) যে সকল পরিবারে বাড়ি ভাড়া পায় তাদের অগ্রসর ঋণ প্রদান করা।
৭) ঋণ প্রদানের পূর্বে সদস্যর সকল আয়ের উৎস সমুহ ভাল করে সরজমিনে পরিদর্শন করে যাচাই করতে হবে।
৮) অগ্রসর ঋণ প্রদানের ক্ষেত্রে ৩ টি শব্দ বিবেচনা করতে হবে -( ক) দেখে (খ) শুনে (গ) বুঝে।

👉 অগ্রসর ঋণ এর সম্ভাব্য প্রকল্পসমূহ ঃ
১) বাড়ি নির্মান / মেরামত ( ফ্লাট কেনার জন্য ঋণ দেওয়া যাবে না)
২) বিদেশে চাকুরী।
৩) হাঁস -মুরগীর খামার
৪) শিক্ষক / সরকারি চাকুরী জীবি।
৫) ডেইরী ফার্ম
৬) নার্সারী
৭) মৎস্য খামার
৮) স্থায়ী মুদির দোকান, ষ্টেশনারীজ
৯) ওয়ার্কসপ
১০) রিকশা - ভ্যান গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান।
১১) কুটির শিল্প
১২)বেকারি
১৩) ডিস্ট্রিবিউশন ব্যবসা
১৪) রড সিমেন্ট এর দোকান
১৫) মিনি গামেন্টস এর ব্যবসা।।

👉 অগ্রসর ঋণ যাদের দেওয়া যাবে না ?
১) জুয়েলার্স
২) সেলুন
৩) মোবাইল এর ইজি লোডের দোকান
৪) লন্ড্রি
৫) মৌসুমী ব্যবসা / গুদামজাতকরণ
৬) ঠিকাদারি
৭) আবাসিক হোটেল / খাবার হোটেল
৮) বরফ কল / আইসক্রিম ফ্যাক্টরী
৯) ফুটের যে কোন ব্যবসা
১০) উকিল, পুলিশ, সাংবাদিক, সক্রিয় রাজনৈতিক ব্যক্তি।
১১) পূর্বে এনজিও তে চাকুরি করেছেন এমন ব্যক্তিকে ঋণ না দেওয়া।
১২) আইনের দৃষ্টিতে বৈধ নয় এমন প্রকল্প / খাতে অগ্রসর ঋণ না দেওয়া।

👉 অগ্রসর ঋণের সদস্য মূল্যায়ণ প্রক্রিয়া ( উদ্যোক্তার সামাজিক গ্রহনযোগ্যতা ও অন্যান্য বিবেচ্য বিষয়সমূহ)
মাইক্রো এন্টারপ্রাইজ ব্যবস্থাপনার উদ্যোক্তার ভুমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যবসার লাভ লোকসান যাচাইয়ের সময় উদ্যোক্তার বিষয়ে বিশেষ ভাবে খোঁজ নিতে হবে। উদ্যোক্তার কিছু আচরণের কারনে ঋণ এবং ব্যবসা ঝুঁকিতে পড়তে পাবে।
১) সমাজে সুনামের অভাব।
২) অবৈধ ব্যবসায় লিপ্ত থাকা।
৩) অবৈধ / অ-সামাজিক ব্যবসা/ কাজে লিপ্ত থাকা।
৪)একাধিক বিবাহ করার প্রবনতা বা পরকিয়ায় লিপ্ত।
৫) আচার আচরন রুক্ষ।
৬) রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি আছে কি না এবং তা অনৈতিক ভাবে ব্যবহার করে কি না।
৭) Criminal background .
৮) ঋণের টাকা ভিন্ন কাজে সরিয়ে নেওয়ার প্রবণতা।
৯) ব্যবসা সম্পর্কে সঠিক তথ্য না দেয়া, বা অতিরঞ্জিত তথ্য দেয়া।
১০) ঋণ খেলাপি / অধিক ঋণে জরজরিত।।
👉 কে, এম,রেজাউল করিম (রেজা)

21/08/2021
12/07/2021

সিরাজগঞ্জ ,কা‌জিপুর প্রতি‌নি‌ধি:

স'‌মি‌লের করা‌তে জীবন গেল শ্রমি‌কের।

সিরাজগঞ্জ জেলার কা‌জিপুর থানায় নাটুয়ারপাড়ায় স'‌মি‌লে কাঠ কাটার সময় এক দুর্ঘটনায় দিলু (৪৮) না‌মের এক শ্রমি‌ক প্রাণ হারায়। জানা যায় গা‌ছের বড় এক‌টি খন্ড করা‌তে দেয়ার সময় হঠাৎ এই দুর্ঘটনা ঘ‌টে।

এক শ্রমিক আমা‌দের জানায় গা‌ছের খন্ড‌টি করা‌তে দেওয়ার সময় হঠাৎ পা পিছ‌লে করা‌তের উপর গি‌য়ে প‌ড়ে । সা‌থে সা‌থে পেট থে‌কে পিঠ পর্যন্ত কে‌টে দ্বিখন্ড হ‌য়ে যায়। কোন কিছু বু‌ঝে উঠার আ‌গেই ঘটনাটি ঘ‌টে যায়।

‌চো‌খের পা‌নি আর কান্না স্ব‌রে আ‌রেক শ্রমিক ব‌লেন আমা‌দের ‌দেখা ছাড়া কিছু করার ছিল না।

ঘটনাস্থ‌লে নাটুয়ারপাড়া পু‌লিশ ফা‌ড়ির পু‌লিশ উপ‌স্থিত হ‌য়ে দুর্ঘটনার বিষয়টা নি‌শ্চিত হ‌য়ে চ‌লে যান ।

Address

Cm
Sirajganj

Telephone

+8801749124986

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spoken English By CM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spoken English By CM:

Share