
08/11/2023
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেকেই ফ্রিল্যনসিং সম্পর্কে জানি। আবার অনেকে জানিও না।
আসলে ফ্রিল্যানসিং কি?
এ সম্পর্কে একটু বলি।
ফ্রিল্যানসিং:
ফ্রিল্যানসিং আসলে একটি মুক্ত পেশা। যার মাধ্যমে ইন্টারনেট এর সাহায্যে বিভিন্ন কাজ করে ঘরে বসে টাকা উপার্জন করা যায়। যে কোনো বয়সের মানুষ এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পারে। এখানে বয়স আবস্যক না। সাধারন চাকরির মতই।
কিন্তুু পর্থক্য হলো আপনার উপোযোগি সময়ে কাজ করতে পারবেন। সময় এর কোনো বাধা ধরা নিয়ম নেই।
দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।
এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার হবে।
সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান।
ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।
Pic for attention