Udvabon Computer

  • Home
  • Udvabon Computer

Udvabon Computer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Udvabon Computer, Video Creator, .

ঘরে বসে সরকারি চাকরি, আবেদন করতে মেসেজ করুন। “উদ্ভাবন কম্পিউটার” এর মাধ্যমে, আপনি শুধু কাগজপত্রের ছবি তুলে মেসেজ করুন, আমি আপনার সব তথ্য পূরণ করে আপনাকে দেখিয়ে যাচাই করে আবেদন সম্পূর্ণ করে পেমেন্ট। এভাবেই ঘরে বসেই চাকরির আবেদন করে নিতে পারবেন! “উদ্ভাবন কম্পিউটার” এর মাধ্যমে, আপনি যেকোন চাকরি, বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরির সিভি তৈরী, ছবি ভিডিও এডিটিং , ভোটার আইডি সংশোধন, জন্মনিবন্ধন, ই-পার্সপোট, হারা

নো মোবাইল জিডি, রেলের টিকেট ক্রয়, স্কুল কলেজের প্রশ্ন তৈরিসহ যেকোন কম্পিউটার কাজ এর জন্য মেসেজ করতে পারেন ।

02/08/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সিরাজগঞ্জ টেকনিক্যাল ইন্সটিউটে কম্পিউটার কোর্সে ২৪জন নিবে আবেদন শেষ তারিখ ৩০জুলাই ২০২৫। ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ন স...
20/07/2025

সিরাজগঞ্জ টেকনিক্যাল ইন্সটিউটে কম্পিউটার কোর্সে ২৪জন নিবে আবেদন শেষ তারিখ ৩০জুলাই ২০২৫।

ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ন সরকারি খরচে বিভিন্ন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ASSET প্রকল্পের অর্থায়নে সাম্পূর্ন সরকারি খরচে বেকার/হতদরিদ্র সুবিধা বঞ্চিত যুব ও যুব মহিলা, অনগ্রসর জনগোষ্ঠী, উপজাতি এবং প্রতিবন্ধীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতার প্রশিক্ষণ প্রদানে অত্র প্রতিষ্ঠানে আগষ্ট-অক্টোবর, ২০২৫ সেশনে ৩ (তিন) মাস/৩৬০ঘন্টা মেয়াদী নিম্নবর্ণিত অকুপেশন/কোর্সে নির্ধারিত ফরমে প্রশিক্ষনার্থী ভর্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে। ভর্তি ফরম ডাউনলোড ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://tsc.sirajganj.gov.bd

কোর্সের নাম

লেভেল-3

নূন্যতম এসএসসি/সমমান

শিক্ষাবত

৩০/০৭/২৫ খ্রিঃ তারিখে

১৬/০৭/২৫ খ্রি: হতে

জমার তারিখ

২৪/০৭/২৫ ৩০/০৭/২৫

ফলাফল প্রকাশের ভর্তি পরীক্ষা ০১/০৮/২৫ খ্রি শুক্রবার সঝাল ১০০,০০০ ঘটিকা।

অর্তির তারিণ

০১/০৮/২০ খ্রিঃ হতে

০৭/০৮/২০ বেলা ২.০০ ঘটিকায়।

কম্পিউটার অপারেশন

লেভেল-3 লেভেল-2

৩০/০৭/২০

০২ ড্রাইভিং ইলেকট্রিকাল ইন্সটলেশন

মেইনটেন্যান্স ফর কনস্ট্রাশন

সমমান

নুন্যতম জেএসসি/

45

http://scair br/she/page/৪.৩০ ঘটিকা

সন্ধ্যা ৭.০০

সময় দুপুর ২.০০ ঘটিকা হতে বেলা

ফলাফল প্রকাশের সময় ঐ দিন

০৩/০৮/২৫ খ্রিঃ দুপুর ২.০০ ঘটিকা হতে বেলা ৪.৩০ ঘটিকা

কর্তৃপক্ষ নির্ধারিত

26

তারিখ

অনুযায়ী

মোবাইল ফোন Level-1

লেভেল-১

সম্পদ-এনটিভিওএফ

শর্ট-কোর্স

বিভাগে।

(প্রতিষ্ঠানের ওয়েব সাইটে।

০৫ ওয়েল্ডিং

ভর্তির শর্ত সমূহ:

১। ভর্তি হলে কোন অবস্থাতেই ভর্তি বাতিল করা যাবেনা। প্রশিক্ষণার্থীকে প্রতিদিনই পূর্ণ সময় আবশ্যিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। উপস্থিতি (দুপুর ২:০০টা হতে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত বা কর্তৃপক্ষ প্রদত্ত নির্ধারিত সময়) Facial Recognition Camera এবং Biometrics এর মাধ্যমে নিশ্চিত করা হবে এবং তাৎক্ষণিক অনলাইনে প্রেরিত হবে। সর্বনিম্ন ৮০% উপস্থিত থাকতে হবে অন্যথায় ভর্তি বাতিল বলে গন্য হবে।

২ । NSDA এর আওতায় NTVQF Level Assessment এ আবশ্যিকভাবে অংশগ্রহন করতে হবে।

৩। প্রশিক্ষণ সমাপ্তির পর সংশ্লিষ্ট অকুপেশনে আবাশিকভাবে নিজ দায়িত্বে কর্মসংস্থান/ আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকতে হবে।

৪। জাতীয় পরিচয়পত্র (NID) অবশ্যই থাকতে হবে। নির্ধারিত বয়স বাতিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

। ইতিপূর্বে ASSET/SEIP প্রকল্পের মাধ্যমে কোন কোর্স করে থাকলে অথবা অত্র শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।

৫। আবেদন পত্রের সাথে জমাদানকৃত সকল শর্ত অবশ্যই পালন করতে হবে। ৬

৭। NSDA কর্তৃক গৃহীত Assessment এ অংশগ্রহণ না করলে কোন ভাতা প্রদান করা হবে না।

কোর্সের সুবিধা সমুহ:

১। ২। নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণ ভাতা হিসাবে মাসিক ২০০০ টাকা এবং অন্যান্য প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণ ভাতা

কোর্সের মেয়াদ: ৩ (তিন) মাস, প্রতিমাসে ২৬ দিন মোট ৩৬০ফুটা।

Assessment-এ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণকে যাতায়াত ভাতা বাবদ প্রতিদিন উপস্থিতির জন্য ১০০টাকা হারে প্রদান করা হবে। (শর্ত প্রযোজ্য)

হিসাবে মাসিক ১৫০০ টাকা প্রদান করা হবে। (শর্ত প্রযোজ্য)

যাতায়াত ও প্রশিক্ষণভাতা প্রাপ্তির শর্ত: যাতায়াত ভাতা উপস্থিতির উপর নির্ভর করবে। সর্বনিম্ন ৮০% উপস্থিত থেকে Assessment এ অংশ গ্রহণ করলে মোট টাকার ৫০টি, কৃতকার্য হলে মোট টাকার ৮০%, কৃতকার্য হয়ে কর্মসংস্থান/আত্মকর্মসংস্থানে নিয়োজিত হলে ১০০% টাকা 'প্রশিক্ষণ সমাপ্তির পর বাজেট প্রাপ্তি স্বাপেক্ষে প্রদান করা হবে।

প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন:

১। ড্রাইভিং (মোবাইল নং: ০১৭১৬১৫৬৯০৬)

২। কম্পিউটার অপারেশন (মোবাইল নং: ০১৬৮১৬৯২০৭৫)

৩। ইলেকট্রিক্যাল মেইটেন্যান্স (মোবাইল নং: ০১৭১৬৫১৩৮৮৯)

৪। মোবাইল ফোন সার্ভিসিং (মোবাইল নংঃ ০১৭১১২০৯৪৪১/০১৯১২৯৩৪৫/৩০)

৫। ওয়েল্ডিং (মোবাইল নংঃ ০১৭১০৭৯৫৫৫০)

বিঃ শুঃ যে কোন সময় কারণ দর্শানো ব্যতিরেকে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাতিল বা সংশোধনের ক্ষমতা অধ্যক্ষ, সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সংরক্ষণ করেন।

7/1/2020

20/07/2025

যেটা ভুল, সেটা একবার করে দুঃখ প্রকাশ করে আর না করার চেষ্টা করে। কিন্তু বারবার ইচ্ছা করে করে = মানে সে বুঝে শুনেই তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে। ইচ্ছে করে কষ্ট দেওয়ার জন্যই নিষেধ অমান্য করে। মানুষকে বদলানো যায় না, কিন্তু শান্ত থেকেও অনেক শক্ত মেসেজ দেওয়া যায়।

18/07/2025

বাটন ফোনে টিকটক

18/07/2025

ফোন চুরি হবার আগেই চালু করে নিন গোপন কিছু ট্রিকস

18/07/2025

July free 1gb data
Dial now
GP / Banglalink
*121*1807 #
Teletalk
*111*1807 #
Robi
*4*1807 #

কোন ২০০টাকা নোটটি জাল?  #জাল  #টাকা
16/07/2025

কোন ২০০টাকা নোটটি জাল?
#জাল #টাকা

23/06/2025

আর মাত্র ২ দিন পরেই অনেক শিক্ষার্থীদের এইচ এস সি পরীক্ষা। শেষ সময়ের কিছু মাশওয়ারা তোমাদের সাথেঃ

১) নিয়মিত ফজরের সালাত অবশ্যই চেষ্টা করব জামাআতের সাথে আদায় করার মসজিদে গিয়ে। সালাতের পরের যিকর গুলো ও সকালের যিকরগুলো পড়ার সর্বোচ্চ চেষ্টা করবো, ১০-১৫ মিনিট লাগে বড়জোর। এতে করে আল্লাহর এক বিশেষ রহমত থাকবে ইনশাআল্লাহ। সম্ভব হলে পরীক্ষার দিন বাসা থেকে বের হওয়ার আগে ২ রাকাত সালাতুল হাজত (নফল সালাতের মতোই, নিয়্যাত থাকবে ভালোভাবে পরীক্ষা দিতে পারা) পড়তে পারো। আল্লাহর বান্দা হিসেবে আমরা দুনিয়াবী কাজে সর্বপ্রথম আল্লাহর কাছেই সাহায্য চাইবো।

২) বাসা থেকে পরীক্ষাকেন্দ্রে যাওয়া পর্যন্ত নজরের হিফাযত মাস্ট, চোখ যখন গুনাহ থেকে বেচে থাকবে, অন্তর পবিত্র থাকবে। ইনশা আল্লাহ ব্রেইনের কর্মদক্ষতা অনেক বাড়বে। এই টিপস সবসময়ের জন্যে। ব্যক্তিজীবনে আমি এর অনেক চমৎকার প্রভাব পেয়েছি ও আমার ছাত্রদেরকেও বলি এটা। তারাও এই আমলের উপকারী প্রভাব পেয়েছে।

৩) পরীক্ষার হলে প্রবেশের পর, মূল লেখা শুরু করবার পূর্বে ০১ বার করে সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, দরুদ শরীফ। আর ০৩ বার করে সূরা ইখলাস-ফালাক্ব-নাস পড়ে নিলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হিফাযত করবেন, পড়ে আসা জিনিসগুলো ভালোমতো ঠিকভাবে মনে পড়বে।

৪) পরীক্ষার হলে নার্ভাস হওয়া যাবেনা। যেই জিনিসগুলো সহজ সেগুলো আগে এন্সার করলে সময় বাচঁবে। যা পারছিনা তা সবার শেষে লিখাই উত্তম৷ টেনশন সবার শেষে নেওয়াই ভালো, শুরুতে না।

৫) পরীক্ষার হলে কোন পড়া জিনিস ভুলে গেলে বারবার ইস্তেগফার হিসেবে - "আস্তাগফিরুল্লাহ" এবং দরুদ শরীফের আমল করবে। ভুলে যাওয়া মূলত কোন গুনাহের প্রভাব। তাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে এবং দরুদ পাঠ করলে ইনশাআল্লাহ ভুলে যাওয়া পড়া মনে পড়বে।

৬) সকালে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো একবার চোখ বুলিয়ে যেতে পারো যেগুলো সূত্র জাতীয়, কোন জিনিসের মূলভাব, ইত্যাদি ইত্যাদি।

৭) নতুন কোন পড়া ভুলেও পড়া যাবেনা পরীক্ষার সময়/পরীক্ষার আগের সময়ে। এতে আরো যা আগে পড়েছ তাতে বাজে প্রভাব ফেলতে পারে৷ আগের পড়াগুলো ভালোমত রিভাইস দেওয়াই বুদ্ধিমানের কাজ। কম পড়ো, কিন্তু যা পড়েছ সেগুলোই খুব ভালো করে পড়ো।

৮) বাবা-মা এর থেকে ভালোমত দুআ নিয়ে ঘর থেকে বের হবে। কোন কারণে মনোমালিন্য/কিছু হয়ে থাকলেও বাবা-মাকে অসন্তুষ্ট রাখা উচিত না কখনোই। পরীক্ষার আগে তাদের দুআ ইনশাআল্লাহ অনেক মুশকিল/বিপদ-আপদ থেকে মুক্তি দিতে সাহায্য করবে।

৯) নিজের উপরে কনফিডেন্স রাখবে৷ অন্যের কারণে ভুল দাগানো/লিখা পরিহার করবে। নিজের উপরে পূর্ণ কনফিডেন্স রেখেই লিখা সর্বদা উত্তম৷ পাশের জনের প্রভাবে যেন নিজে খারাপ না করো। নিজের কারণে ভুল করলেও সেটাতে আত্মিক শান্তি থাকবে। আর এক্সাম হলে কেউ আপন না। কার মনে কি আছে আমরা জানিনা। কেউ যে সঠিকটাই তোমাকে বলবে এমন না, ইচ্ছা করে ভুলও বলতে পারে।

১০) সর্বশেষ কোন প্রকার অসদুপায় অবলম্বন করা উচিত না। খাতা নিয়ে নিলে স্যাররা অনেক কাহিনী করবে৷ আমাদের সময় একটা ছেলেকে কাঁদিয়ে এরপরে খাতা ফেরত দিয়েছিল। ছেলেরা কিন্তু সহজে কাঁদেনা, অতএব ভেবে দেখো কীরকম সাংঘাতিক ঘটনা! সুতরাং, নিজে যা পারো তাই ভালোমত লিখে আসবে। সৎ থাকার জন্যে আল্লাহ অতটুকুতেই সীমাহীন বরকত দিবেন - কথাটা মিলিয়ে নিও রেজাল্টের দিন।

অনেক অনেক দুআ রইলো সকলের জন্যে, আল্লাহ সকলকে মনের মত ভালো রেজাল্ট করার ও ভবিষ্যত জীবনে ভালো কিছু করে মুসলিমদের সামগ্রিক অবস্থা শক্তিশালী করার তৌফিক দিন, আমিন। পরিচিতদের সাথে শেয়ার করতে পারি

বিশাল গরু ছাগলের হাট🤣
22/06/2025

বিশাল গরু ছাগলের হাট🤣

19/04/2025

চাকরির সুযোগ – Ahaliyas Deen Square & Be Arab

পদবী:
বোরকা ও পাঞ্জাবি সেলাই অপারেটর / দর্জি / কারিগর

বেতন:
৳১৬,০০০ – ৩০,০০০ (দক্ষতা অনুযায়ী আলোচনাযোগ্য)
(ওভারটাইমে বাড়তি ইনকামের সুযোগ)

অতিরিক্ত সুযোগ সুবিধা:
• ফ্রি থাকার ব্যবস্থা (Accomodation Provided)
• নতুনদের জন্য কাজ শেখার সুযোগ
• শুক্রবার ছুটি (সাপ্তাহিক বন্ধ)

ডিউটি সময়:
প্রতিদিন ৮ ঘণ্টা (সকাল/দুপুর শিফট)
(অতিরিক্ত সময় কাজ করলে বাড়তি পারিশ্রমিক প্রদান করা হবে)

অবস্থান:
কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা



যোগাযোগ করুন এখনই:

01976-157018

বোরকা ও পাঞ্জাবি ইন্ডাস্ট্রির বিশ্বমানের ব্র্যান্ডে কাজের সুযোগ, অভিজ্ঞ ও নতুনদের জন্য উভয় ক্ষেত্রেই!

21/03/2025

১৬০০টাকায় ঈদ শপিং থ্রি-পিস পাঞ্জাবি জুতা Mirpur 10 Hope Market মিরপুর ১০ হোপ মার্কেট সস্তায় EiD25
Mirpur 10 Hope Market মিরপুর ১০ হোপ মার্কেট সস্তায় ১৬০০টাকায় ঈদ শপিং থ্রি-পিস পাঞ্জাবি জুতা EiD25shopping vlog, Mirpur 10 hope market, Mirpur hope market, মিরপুর হোপ মার্কেট, mirpur 1 hope market, dhaka mirpur hope market, হোপ মার্কেট মিরপুর, Eid collection 2025 in bangladesh, পাইকারি দামে পাঞ্জাবি, ঈদ কালেকশন, indian panjabi cheap price in bd, Eid shopping 2025 bangladesh, girly haul, Shopping vlog, hope market mirpur dhaka locationMirpur hope market, dhaka cloth market, love buzz, mirpur 10 street shopping, Mirpur hope market vlog, মিরপুর ১০ হোপ মার্কেট, hope market mirpur dhaka new video, hope market mirpur dhaka tops collection, Mirpur hope market atoz, street shopping, mirpur 10, shopping vlog, Dhaka New market, new market fire incident, farjana vlogs, new market dhaka dress

Address


Alerts

Be the first to know and let us send you an email when Udvabon Computer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udvabon Computer:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share