SM Shihab Uddin

SM Shihab Uddin দুনিয়া ক্ষণস্থায়ী! আখিরাত চিরস্থায়ী!
তবুও কেন ক্ষুদ্র এই জীবন নিয়ে মানুষের এত অহংকার?? অহংকার মুক্ত জীবন সুন্দর💓

01/07/2025
বিয়ের আগে দ্বীনদার (ধর্মপরায়ণ) মেয়ে যাচাই করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেভাবে দ্বীনদার মেয়ে যাচাই করবেন১. নামাজ ও ইবা...
01/07/2025

বিয়ের আগে দ্বীনদার (ধর্মপরায়ণ) মেয়ে যাচাই করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেভাবে দ্বীনদার মেয়ে যাচাই করবেন

১. নামাজ ও ইবাদতের প্রতি মনোভাব সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি না। রমজানে রোজা রাখে কি না, সুন্নত রোজা রাখার আগ্রহ আছে কি না। কুরআন তিলাওয়াত করে কি না, এবং এর অর্থ বোঝার চেষ্টা করে কি না।

যাচাইয়ের উপায়:

পরোক্ষভাবে বা বিশ্বস্ত নারী সূত্রে জেনে নিতে পারেন। কখনো কখনো সরাসরি প্রশ্নও করা যায়, যেমন: "আপনি কীভাবে দিন শুরু করেন?" "আপনার প্রিয় সূরা বা আয়াত কোনটি?”

২. পর্দা ও হায়া (লজ্জাশীলতা)

সে পর্দার প্রতি যত্নশীল কি না। কথা বলার ভঙ্গিতে সংযম ও শালীনতা আছে কি না

৩. ইসলামি জ্ঞান অর্জনের আগ্রহ দ্বীনি বই পড়া, ইসলামি বক্তার বয়ান শোনা বা ইসলামি কোর্স করার আগ্রহ আছে কি না।

প্রশ্ন করা যায়:

"সর্বশেষ কোন ইসলামি বইটি পড়েছেন বা কোন ওয়াজ আপনাকে প্রভাবিত করেছে?"৪. তার বন্ধুমহল ও পরিবেশ বন্ধুরা কেমন? তারা দ্বীনদার কিনা? সে কোথায় এবং কার সঙ্গে সময় কাটায়?

যাচাইয়ের উপায়:

যদি তার পরিবার বা বন্ধুদের কারও সঙ্গে পরিচয় থাকে, তাহলে খুব ভালোভাবে অনুমান করা যায়।

৫. পরিবার ও পরিবেশ

পরিবার ধর্মপালনে উৎসাহ দেয় কি না। ঘরোয়া পরিবেশ ইসলামি আদর্শে চলে কি না। কারণ: পরিবার অনেক সময় ব্যক্তির চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে।

৬. তার বিয়ের উদ্দেশ্য

সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে চায়, নাকি শুধুই দুনিয়াবি সুবিধার জন্য?

প্রশ্ন করা যায়:

"আপনার দৃষ্টিতে একটি সফল দাম্পত্য জীবনের মূল ভিত্তি কী?"

সতর্কতাঃ

অতিরিক্ত রোমান্টিক বা খোলামেলা আচরণ করলে তা দ্বীনদারির পরিপন্থী হতে পারে। কেবল বাহ্যিক হিজাব নয়, চরিত্রগত পর্দা ও লজ্জাশীলতাও যাচাই করতে হবে।

29/06/2025
29/06/2025
29/06/2025

ইসলামী দলগুলোর একটা স্বভাব হচ্ছে-
তারা বলে লাত্থি মারতে পারলেই খুশি।
বল তার নিজের গোল পোস্টে ঢুকলো, নাকি শত্রুর গোলপোস্টে ঢুকলো,
সে খেয়াল নাই।

পিআর পদ্ধতিতে নির্বাচন হইলো বাংলাদেশের হি*ন্দু*ত্ববাদীদের বহু পুরাতন এজন্ডা। হি*ন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যেই সংগঠন তৈরী করছে ভারতের গোয়েন্দা সংস্থা র’ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধীতা করতে, তাদের বহুদিনের দাবী হচ্ছে- এই পিআর পদ্ধতিতে নির্বাচন। কারণ এর এই পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতায় হি*ন্দু*ত্ববাদীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ আসবে।

আসলে এটা ভারতের অনেক দিনের চাওয়া। ভারত বিভিন্ন সময় বিভিন্ন হি*ন্দু*ত্ববাদী সংগঠনের মাধ্যম দিয়ে এই দাবী উত্থাপন করে আসছিলো। আজকে অখণ্ড ভা র ত প্রতিষ্ঠার দাবীদার গোবিন্দ প্রামণিক স্পষ্ট করেই বলেছে- পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তারা ভোট দিতে যাবে না।

মজার বিষয় হলো- আজকে ইসলামী আন্দোলনও একই কথা বলেছে। তবে আমার মনে হয় না, এদের নেতারা পিআর পদ্ধতিতে কার লাভ, কার ক্ষতি সেটা বুঝে। দুই বাচ্চা দুধ খেয়ে লাফায়, আর এরা দুধ না খেয়েই লাফায়।

ইসলামী সংগঠনগুলোর বুঝদার লোকদের বলবো, আপনাদের নেতৃবৃন্দরা কী বক্তব্য দেয়, তা আগেই ঠিক করে নিবেন, নয়ত সাধারণ মানুষ এগুলো দেখে হাসে।

28/06/2025

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Shihab Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share