13/10/2025
১৬ প্রকার ইসিমের নয় প্রকার ইরাব
------------------------------------------------
প্রথম প্রকার ইরাব: এ প্রকার ইরাবে ৩টি ইসিম:
(১) مُفْرَد مُنْصَرِف صَحِيح (২) جَارِي مَجْرَي الصَّحِيْح
(৩) جَمْع مُكَسَّر مُنْصَرِف
১. مُفْرَد مُنْصَرِف صَحِيح : যে শব্দের শেষে “হরফে ইল্লাত” থাকে না।
২. جَارِي مَجْرَي الصَّحِيْح: যে শব্দের শেষে “ওয়াও” বা “ইয়া” থাকবে এবং পূর্বের অক্ষরটি সাকিন হবে।
৩. جَمْعُ مُكَسَّر مُنْصَرِف: যে শব্দকে বহুবচন করার পর একবচনের ভিত্তি ঠিক থাকে না।
এ তিন প্রকারের ইরাব হলো : রফার অবস্থায় পেশ হওয়া, নসবের অবস্থায় যবর হওয়া, যরের অবস্থায় জের হওয়া। যেমন-
جَاءَ زَيْدٌ وَ دَلْوٌ وَ ظَبْيٌ وَرِجَالٌ- رَايْتُ زَيْدًا وَدَلْوًا وَظَبِيًا وَرِجَالًا - مَرَرْتُ بِزَيْدٍ وَدَلْوٍ وَظَبْيِ وَرِجَالٍ
দ্বিতীয় প্রকার ইরাব:
এ প্রকার ইরাবে ১টি ইসিম: جَمَعْ مُؤَنَّثْ سَالِمْ
৪. جَمَع مُؤَنَّث سَالِم : এ প্রকারের ইরাব হল- রফার অবস্থায় পেশ হওয়া, নসব এবং যরের অবস্থায় জের হওয়া।
যেমন هُنَّ مُسْلِمَاتٌ-رَايْتُ مُسْلِمَاتٍ- مَرَرْتُ بِمُسْلِمَاتٍ-
তৃতীয় প্রকার ইরাব:
এ প্রকার ইরাবে ১টি ইসিম: غَيْرُ مُنْصَرِف
৫. غَيْرُ مُنْصَرِف: এ প্রকারের ইরাব হলো - যের এবং তানভীন দাখিল হবে না এবং জেরের স্থলে সবসময় যবর হবে। যেমন- جَاءَ عُمَرُ- رَايْتُ عُمَرَ- مَرَرْتُ بِعُمَرَ
চতুর্থ প্রকার ইরাব: এ প্রকার ইরাবে ১টি ইসিম: اَسْـمَـاءُ سِـتَّـةٍ مُـكَـبَّـرَةً مُـوَحَّـدَةً مُـضَـافَـةً اِلٰي غَـيْـرِ يَـاءِ الْـمُـتَـكَـلِّـمِ
৬. اَسْـمَـاء سِـتَّـة مُـكَـبَّـرَة : ছয়টি একক “মুকাব্বারা বিশেষ্য” যাহা ইয়া মুতাকাল্লিম এর প্রতি ইযাফাত হয় না।
এ প্রকারের ইরাব হলো : রফার অবস্থায় واوহবে, নসব অবস্থায় الفএবং যরের অবস্থায় ياء হবে।
ছয়টি ইসিম নিম্নরূপ: اَخٌ-اَبٌ- هَنٌ- حَمٌ- فَمٌ- ذُوْ
যেমন: جَاءَنِيْ اَخُوْكَ- رَايْتُ اَخَاكَ- مَرَرْتُ بِاَخِيْكَ
পঞ্চম প্রকার ইরাব: এ প্রকার ইরাবে ৩টি ইসিম: (প্রকৃত দ্বিবচন, উহ্য দ্বিবচন, আকৃতিগত দ্বিবচন) :
এ প্রকারের ইরাব হলো : রফার অবস্থায় الف হওয়া, নসব ও যরের অবস্থায় ياء সাকিন এবং তাহার পূর্বাক্ষর যবর হবে
৭.تَثْنِيَّة حَقِيْقِي : প্রকৃত দ্বিবচন। যেমন: رَجُلَانِ- رَجُلَيْنِ
৮. تَثْنِيَّة مَعْنَوِيْ: উহ্য দ্বিবচন।
যেমন: كِلَا,كِلْتَا- كِلَيْهِمَا- كِلْتَيْهِمَا
৯.تَثْنِيَّة صُوْرِي : আকৃতিগত দ্বিবচন।
যেমন: اِثْنَانِ-اِثْنَتَانِ- اِثْنَيْنِ-اِثْنَتَيْنِ
ষষ্ঠ প্রকার ইরাব: এ প্রকার ইরাবে ৩টি ইসিম: (প্রকৃত বহুবচন, উহ্য বহুবচন, আকৃতিগত বহুবচন) :
ইরাব হলো : রফার অবস্থায় واو উহার পূর্বাক্ষর পেশ হওয়া, নসব ও যরের অবস্থায় ياء উহার পূর্বাক্ষর যের বিশিষ্ট হবে।
১০.جَمَع مُذَكَّر سَالِم حَقِيْقِي : প্রকৃত বহুবচন।
যেমন: طَالِبُوْنَ
১১. جَمع مُذَكَّر سَالِم مَعْنَوِي: উহ্য বহুবচন।
যেমন: اُوْلُوْ
১২. جَمَع مُذَكَّر سَالِم صُوْرِي: আকৃতিগত বহুবচন। যেমন: عِشْرُوْنَ- ثَلَاثُوْنَ- اَرْبَعُوْنَ
সপ্তম প্রকার ইরাব: এ প্রকার ইরাবে ২টি ইসিম: اِسْمِ مَقْصُور، غير جَمْعُ الْمُذَكَّرِ السَّالِمِ اَلْمُضَافُ إلٰي يَاءِ الْمُتَكَلِّمِ
১১.اِسم مَقْصُور: যে ইসম-এর শেষে الف مَقْصُوْر (আলিফ মাকসুরা) থাকে তাকে الاسْمُ الْمَقْصُوْر বলে।
১২.غَيْرُ الجَمْعِ الْمُذَكَّرِ السَّالِمِ مُضَافًا إلٰي يَاءِ الْمُتَكَلِّمِ: অর্থাৎ,الجَمْعُ الْمُذَكَّرِ السَّالِمِ ব্যতীত অন্য যেকোন اسم যখনيَاءُ مُتَكَلِّم -এর দিকেمُضَاف হয়।
যেমন-صَدِيْقِيْ، أُخْتِيْ، كِتَابِيْ، اَبِيْ، اُمِّيْ، غُلَامِيْ
এ প্রকারের ইরাব হলো : রফা, নসব এবং জরের অবস্থায় উহ্য জের হবে।
যেমন-عِيْسٰی، مُوْسٰی، هُدٰي، كِتَابِيْ، اَبِيْ
অষ্টম প্রকার ইরাব :
এ প্রকার ইরাবে ১টি ইসিম: اِسْم مَنْقُوص
১৩.اسْمِ مَنْقُوص: যে إسم এর শেষেاَلْيَاءُ السَّاكِنَةُ থাকে এবং পূর্বাক্ষরে যের থাকে তাকেالاسْمُ الْمَنْقُوْص বলে।
এ প্রকারের ইরাব হল: রফার অবস্থায় উহ্য পেশ হওয়া, যেরের অবস্থায় উহ্য যের, নসবের অবস্থায় প্রকাশ্য যবর হওয়া।
যেমন: جَاءَنِيْ اَلْقَاضِيْ- رَايْتُ اَلْقَاضِيَ- مَرَرْتُ باَلْقَاضِيْ
নবম প্রকার ইরাব: এ প্রকার ইরাবে ১টি ইসিম: جَمْعُ الْمُذَكَّرِ السَّالِمِ اَلْمُضَافُ إلٰي يَاءِ الْمُتَكَلِّمِ
এ প্রকারের ইরাব হলো :رفع অবস্থায়- গোপন ওয়াও,نصب অবস্থায়- প্রকাশ্য ইয়া, جر অবস্থায়- প্রকাশ্য ইয়া দ্বারা।
১৬। اَلْجَمْعُ الْمُذَكَّر السَّالِمِ مُضَافًا إلٰي يَاءِ الْمُتَكَلِّمِ : অর্থাৎ,جَمْعُ الْمُذَكَّرِ السَّالِمِ যখনيَاءُ مُتَكَلِّم এর প্রতিمُضَاف হয়। যেমন- جَاءَ مُسْلِمِيَّ، رَأَيْتُ مُسْلِمِيَّ، مَرَرْتُ الي مُسْلِمِيَّ
ঽ اِضَافَة এর কারণেن অক্ষরটি বিলুপ্ত হয়ে গেছে। অতঃপরواو ওياء একত্র হওয়ায়واو কেياء দ্বারা পরিবর্তন করতঃياء এর পূর্বাক্ষরে যের প্রদান করা হয়েছে।
যেমন- جَاءَ مُسْلِمِيَّ، رَأَيْتُ مُسْلِمِيَّ، مَرَرْتُ الي مُسْلِمِيَّ
প্রশ্নোত্তরে ১৬ প্রকার ইসিমের ৯ প্রকার ইরাব
-------------------------------------------------
১. প্রশ্ন:عامل কাকে বলে?
উত্তর: যেসব শব্দের কারণে إسْمُ الْمُعْرَبِ এর শেষে اِعْرَاب (তথা যবর, যের, পেশ অথবা ওয়াও, আলিফ, ইয়া) এর পরিবর্তন সাধিত হয় তাকেعَامِل বলে।
২. প্রশ্ন:اسم এর عامل কতো প্রকার?
উত্তর: اسم-এরعَامِل তিন প্রকার।
৩. প্রশ্ন:اسم এর আমেলগুলো কি কি?
উত্তর: اسم-এরعَامِل তিন প্রকার।
যথা- رَافِعٌ, نَاصِبٌ, جَارٌّ ।
৪. প্রশ্ন: عَلَامَةُ الرَّفْعِ অর্থ কি?
উত্তর: পেশের আলামত।
৫. প্রশ্ন: عَلَامَةُ الرَّفْعِ (পেশের আলামত) কয়টি?
উত্তর: তিনটি।
৬. প্রশ্ন: পেশের আলামতগুলো কি কি?
উত্তর: ১। اَلضَّمَّةُ (পেশ), ২।اَلْوَاوُ (ওয়াও),
৩।اَلْاَلِفُ (আলিফ)।
৭. প্রশ্ন: পেশের আলামতের একটি উদাহরণ দাও।
যেমন- قَامَ زَيْدٌ বাক্যে قَامَ ফেলটি হলো عَامِلٌ رَافِعٌ
৮. প্রশ্ন: عَلَامَةُ النَّصْبِ অর্থ কি?
উত্তর: যবরের আলামত।
৯. প্রশ্ন: عَلَامَةُ النَّصْبِ (যবরের আলামত) কয়টি?
উত্তর: পাঁচটি।
১০. প্রশ্ন: عَلَامَةُ النَّصْبِ (যবরের আলামত)-এর উদাহরণ দাও।
যেমন- إنَّ خَالِدًا غَنِيٌّ (নিশ্চয় খালিদ সম্পদশালী)। إنَّ হলে عَامِلٌ نَاصِبٌ।
১১. প্রশ্ন: عَلَامَةُ النَّصْبِ যবরের আলামতগুলো কি কি?
উত্তর: ১।اَلْفَتْحَةُ (যবর), ২।اَلْكَسْرَةُ (যের), ৩।اَلالِفُ (আলিফ) ৪। اَلْيَاءُ السَّاكِنَةُ الْمَفْتُوْحَةُ مَا قَبْلَهَا (সাকিনযুক্ত ইয়া দ্বারা, যার পূর্বাক্ষর যবর), ৫।اَلْيَاءُ السَّاكِنَةُ الْمَكْسُوْرَةُ مَا قَبْلَهَا (সাকিনযুক্ত ইয়া দ্বারা, যার পূর্বাক্ষর যের)।
১২. প্রশ্ন: عَلَامَةُ الْجَرِّ অর্থ কি?
উত্তর: যেরের আলামত।
১৩. প্রশ্ন: عَلَامَةُ الْجَرِّ (যেরের আলামত) কয়টি?
উত্তর: চারটি।
১৪. প্রশ্ন: عَلَامَةُ الْجَرِّ যেরের আলামতগুলো কি কি?
উত্তর: ১।اَلْكَسْرَةُ (যের), ২।اَلْفَتْحَةُ (যবর দ্বারা), ৩।اَلْيَاءُ السَّاكِنَةُ الْمَفْتُوْحَةُ مَا قَبْلَهَا (সাকিনযুক্ত ইয়া, যার পূর্বাক্ষর যবর), ৪।اَلْيَاءُ السَّاكِنَةُ الْمَكْسُوْرَةُ مَا قَبْلَهَا (সাকিনযুক্ত ইয়া, যার পূর্বাক্ষর যের হবে)
১৫. প্রশ্ন: عَلَامَةُ الْجَرِّ (যেরের আলামত)-এর একটি উদাহরণ দাও।
যেমন- دَخَلْتُ فِيْ الْمَسْجِدِ বাক্যে فِيْ হরফটি عَامِلٌ جَارٌّ
১৬. প্রশ্ন: اِعْرَابঅর্থ কি?
উত্তর: আলামত/চিহ্ন।
১৭. প্রশ্ন: اِعْرَابকাকে বলে?
উত্তর: যে চিহ্ন দ্বারাإسْمُ الْمُعْرَبِ এর শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয়, সে সকল চিহ্নকে اِعْرَاب বলে।
১৮. প্রশ্ন: اِعْرَابএর আরবী সংজ্ঞা দাও।
اَلْاِعْرَابُ مَا بِهِ يَخْتَلِفُ اَخِرُ الْمُعْرَبِ
১৯. প্রশ্ন: مَحَلُّ الاعْرَابকাকে বলে?
উত্তর: যে অক্ষরেاِعْرَاب হয়, তাকেمَحَلُّ الْإعْرَابِ বলে।
২০. প্রশ্ন:اعْرَاب কতো প্রকার?
উত্তর: দুই প্রকার।
২১. প্রশ্ন:مَحَلُّ الْإعْرَابِ এর উদাহরণ দাও।
যেমন-قَامَ زَيْدٌ বাক্যেقَامَ হলো عامل। তার সাথের زيد হলো معرب। আরزيد এর শেষবর্ণ তথাدال হলো مَحَلُّ الْإعْرَابِ এবংدال এর ওপর যে ضَمَّةْ (পেশ) আছে তা হলো اِعْرَاب
২২. প্রশ্ন: اعْرَاب এর প্রকারসমূহ লেখো?
উত্তর: ১. اِعْرَابُ بِالْحَرَكَاتِ(হরকত দ্বারা ইরাব)।
২. اِعْرَابُ بِالْحُرُوفِ (হরফ দ্বারা ইরাব)।
২৩. প্রশ্ন: اِعْرَابُ بِالْحَرَكَاتِ এর উদাহরণ দাও।
উত্তর: ضَمَّةُ (পেশ);فَتْحَةُ (যবর); كَسْرَةُ (যের)।
২৪. প্রশ্ন: اِعْرَابُ بِالْحُرُوفِ এর উদাহরণ দাও।
উত্তর: واو (ওয়াও);الف (আলিফ);ياء (ইয়া)।
২৫. প্রশ্ন:اعْرَاب এর অবস্থা কয়টি?
উত্তর: عامل এর কারণেإعْرَابْ এর তিনটি অবস্থা হয়ে থাকে।
২৬. প্রশ্ন:اعْرَاب এর তিনটি অবস্থা কি কি?
উত্তর: (১) حَالَةُ الرَّفْعِ (পেশের অবস্থা), (২) حَالَةُ النَّصْبِ (যবরের অবস্থা), (৩) حَالَةُ الْجَرِّ (যেরের অবস্থা)।
২৭. প্রশ্ন: حَالَةُ الرَّفْعِকাকে বলে?
উত্তর: যেاسم এর পূর্বেعَامِلِ رَافِعْ থাকে সেاِسْم এর অবস্থাকে حَالَةُ الرَّفْعِ বলে।
২৮. প্রশ্ন: حَالَةُ الرَّفْعِএর বিবরণ দাও।
উত্তর: কোনো اسم এ ضُمَّة দ্বারা, কোন اِسْمُ -এ وَاوُ দ্বারা এবং কোনإسْم এالف দ্বারা رَفَع প্রকাশ পায়।
২৯. প্রশ্ন: حَالَةُ الرَّفْعِ এর উদাহরণ দাও।
যেমন-جَائَنِيْ زَيْدٌ- جَائَنِيْ رَجُلَانِ- جَائَنِيْ مُسْلِمُوْنَ
৩০. প্রশ্ন: حَالَةُ النَّصْبِকাকে বলে?
উত্তর: যেإسْم এর পূর্বেعامل ناصب থাকে সেإسْم এর অবস্থাকেحَالَةُ النَّصْبِ বলে।
৩১. প্রশ্ন: حَالَةُ النَّصْبِএর বিবরণ দাও।
উত্তর: কেনো إسْم এفَتْحَة দ্বারা, কোনإسْم এكسرة দ্বারা এবং কোনإسْم এ الف দ্বারা, কোন إسْم এياء দ্বারাنَصْب প্রকাশ পায়।
৩২. প্রশ্ন: حَالَةُ النَّصْبِ এর উদাহরণ দাও।
رَأيْتُ زَيْدًا- رَأيْتُ مُسْلِمَاتٍ- رَأيْتُ اَخَاكَ- رَأيْتُ رَجُلَيْنِ-
৩৩. প্রশ্ন: حَالَةُ الْجَرِّকাকে বলে?
উত্তর: যেإسْم এর পূর্বেعَامِلُ جَار থাকে সে إسْم এর অবস্থাকেحَالَةُ الْجَرِّ বলে।
৩৪. প্রশ্ন: حَالَةُ الْجَرِّএর বিবরণ দাও।
উত্তর: কোনإسْم এكَسْرَة দ্বারা, কোন إسْم এفتحة দ্বারা এবং কোনإسْم এ ياء দ্বারাجر প্রকাশ পায়।
৩৫. প্রশ্ন:حَالَةُ الْجَرِّ এর উদাহরণ দাও।
مَرَرْتُ بِزَيْدٍ- مَرَرْتُ بِعُمَرَ- مَرَرْتُ بِرَجُلَيْنِ- مَرَرْتُ بِالْمُسْلِمِيْنَ
৩৬. প্রশ্ন: اعْرَاب এর ভিন্নতার দিক থেকে ইসম কতো প্রকার?
উত্তর: ১৬ প্রকার।
৩৭. প্রশ্ন: ১৬ প্রকার ইসিমসমূহ কি কি?
(১) مُفْرَد مُنْصَرِف صَحِيح، (২) جَارِي مَجْرَي الصَّحِيْح، (৩) جَمْعُ مُكَسَّر مُنْصَرِف، (৪) جَمَع مُؤَنَّث سَالِم، (৫) غَيْرُ مُنْصَرِف، (৬) اَسْـمَـاء سِـتَّـة، (৭) تَثْنِيَّة حَقِيْقِي، (৮) تَثْنِيَّة مَعْنَوِي، (৯) تَثْنِيَّة صُوْرِي، (১০) جَمْعُ مُذَكَّر سَالِم حَقِيْقِي، (১১) جَمْعُ مُذَكَّر سَالِم صُوْرِي، (১২)جَمْعُ مُذَكَّر سَالِم مَعْنَوِي، (১৩) اِسْم مَقْصُور، (১৪) اَلْمُضَافُ الی يَاءِ الْمُتَكَلِّمِ غَيْرُ الجَمْعِ الْمُذَكَّرِ السَّالِمِ، (১৫) اِسْمُ الْمَنْقُوْص، (১৬) جَمْعُ الْمُذَكَّرِ السَّالِمِ اَلْمُضَافُ إلٰي يَاءِ الْمُتَكَلِّمِ-
৩৮. প্রশ্ন: ১৬ প্রকার ইসিমের ইরাব কতো প্রকার?
উত্তর: ৯ প্রকার।
৩৯. প্রশ্ন: প্রথম প্রকার ইরাবের কয়টি ইসিম?
উত্তর: প্রথম প্রকার ইরাবে তিনটি ইসিম।
৪০. প্রশ্ন: প্রথম প্রকার ইরাবের ইসিমগুলো কি কি?
(১) مُفْرَد مُنْصَرِف صَحِيح- (২) جَارِي مَجْرَي الصَّحِيْح-
(৩) جَمْعُ مُكَسَّر مُنْصَرِف-
৪১. প্রশ্ন: مُفْرَد مُنْصَرِف صَحِيح কাকে বলে?
উত্তর: যে শব্দের শেষে “হরফে ইল্লাত” থাকে না।
৪২. প্রশ্ন: جَارِي مَجْرَي الصَّحِيْح কাকে বলে?
যে শব্দের শেষে “ওয়াও” বা “ইয়া” এবং পূর্বের অক্ষরটি সাকিন হবে।
৪৩. প্রশ্ন: جَمْعُ مُكَسَّر مُنْصَرِف কাকে বলে?
উত্তর: যে শব্দকে বহুবচন করার পর একবচনের ভিত্তি ঠিক থাকে না।
৪৪. প্রথম প্রকার ইরাবের বর্ণনা দাও।
উত্তর: রফার অবস্থায় পেশ, নসবের অবস্থায় যবর, যরের অবস্থায় জের।
৪৫. প্রশ্ন: প্রথম প্রকার ইরাবের উদাহরণ দাও।
جَاءَ زَيْدٌ وَ دَلْوٌ وَ ظَبْيٌ وَرِجَالٌ- رَايْتُ زَيْدًا وَدَلْوًا وَظَبِيًا وَرِجَالًا - مَرَرْتُ بِزَيْدٍ وَدَلْوٍ وَظَبْيِ وَرِجَالٍ
৪৬. প্রশ্ন: দ্বিতীয় প্রকার ইরাবের কয়টি ইসিম?
উত্তর: দ্বিতীয় প্রকার ইরাবের একটি ইসিম।
৪৭. প্রশ্ন: দ্বিতীয় প্রকার ইরাবের ইসিম কোনটি?
উত্তর: جَمَع مُؤَنَّث سَالِم
৪৮. প্রশ্ন: দ্বিতীয় প্রকার ইরাবের বর্ণনা দাও।
উত্তর: রফার অবস্থায় পেশ, নসব এবং যরের অবস্থায় জের হয়।
৪৯. প্রশ্ন: দ্বিতীয় প্রকার ইরাবের উদাহরণ দাও।
উত্তর : هُنَّ مُسْلِمَاتٌ- رَايْتُ مُسْلِمَاتٍ- مَرَرْتُ بِمُسْلِمَاتٍ
৫০. প্রশ্ন: তৃতীয় প্রকার ইরাবের কয়টি ইসিম?
উত্তর: তৃতীয় প্রকার ইরাবের একটি ইসিম।
৫১. প্রশ্ন: غَيْرُ مُنْصَرِف কাকে বলে?
উত্তর: যে اِسْم এর মধ্যেغَيْرُ الْمُنْصَرِفِ এর নয়টি সববের যে কোন দুটি সবব অথবা দু’য়ের স্থালাভিষিক্ত একটি সবব বিদ্যমান থাকে তাকে।
৫২. প্রশ্ন: তৃতীয় প্রকার ইরাবের ইসিম কোনটি?
উত্তর: غَيْرُ مُنْصَرِف
৫৩. প্রশ্ন: তৃতীয় প্রকার ইরাবের বর্ণনা দাও।
উত্তর: যের এবং তানভীন দাখিল হবে না এবং জেরের স্থলে যবর হবে।
৫৪. প্রশ্ন: তৃতীয় প্রকার ইরাবের উদাহরণ দাও।
উত্তর : جَاءَ عُمَرُ- رَايْتُ عُمَرَ- مَرَرْتُ بِعُمَرَ
৫৫. প্রশ্ন: চতুর্থ প্রকার ইরাবের কয়টি ইসিম?
উত্তর: চতুর্থ প্রকার ইরাবের একটি ইসিম।
৫৬. প্রশ্ন: চতুর্থ প্রকার ইরাবের ইসিমটি কি?
উত্তর: اَسْـمَـاء سِـتَّـة مُـكَـبَّـرَة
৫৭. প্রশ্ন: اَسْـمَـاء سِـتَّـة مُـكَـبَّـرَة অর্থ কি?
উত্তর: ছয়টি বড় ইসিম।
৫৮. প্রশ্ন: اَسْـمَـاء سِـتَّـة مُـكَـبَّـرَة গুলো লিখো?
উত্তর: اَبٌ- اَخٌ- حَمٌ- هَنٌ- فَمٌ ও ذُوْ
৫৯. প্রশ্ন: চতুর্থ প্রকার ইরাবের বর্ণনা দাও।
উত্তর: রফার অবস্থায় واوহবে, নসব অবস্থায় الفযরের অবস্থায় ياء
৬০. প্রশ্ন: চতুর্থ প্রকার ইরাবের উদাহরণ দাও।
উত্তর : جَاءَنِيْ اَخُوْكَ- رَايْتُ اَخَاكَ- مَرَرْتُ بِاَخِيْكَ
৬১. প্রশ্ন: পঞ্চম প্রকার ইরাবের কয়টি ইসিম?
উত্তর: পঞ্চম প্রকার ইরাবে তিনটি ইসিম।
৬২. প্রশ্ন: পঞ্চম প্রকার ইরাবের ইসিমগুলো কি কি?
উত্তর: (৭) تَثْنِيَّة حَقِيْقِي (৮) تَثْنِيَّة مَعْنَوِي, (৯) تَثْنِيَّة صُوْرِي
৬৩. প্রশ্ন: পঞ্চম প্রকার ইরাবের বর্ণনা দাও।
উত্তর: রফার অবস্থায় الفহওয়া, নসব ও যরের অবস্থায় ياء সাকিন এবং তাহার পূর্বাক্ষর যবর হবে।
৬৪. প্রশ্ন: تَثْنِيَّة صُوْرِي -এর উদাহরণ দাও।
جَاءَ رَجُلَانِ- رَايْتُ رَجُلَيْنِ- مَرَرْتُ بِرَجُلَيْنِ-
৬৫. প্রশ্ন: تَثْنِيَّة مَعْنَوِي -এর উদাহরণ দাও।
جَاءَ كِلَا,كِلْتَا- رَايْتُ كِلَيْهِمَا وكِلْتَيْهِمَا- مَرَرْتُ بكِلَيْهِمَا و بِكِلْتَيْهِمَا
৬৬. প্রশ্ন: تَثْنِيَّة حَقِيْقِي -এর উদাহরণ দাও।
جَاءَ اِثْنَانِ و اِثْنَتَانِ- رَايْتُ اِثْنَيْنِ و اِثْنَتَيْنِ- مَرَرْتُ باِثْنَيْنِ و اِثْنَتَيْنِ
৬৭. প্রশ্ন: ষষ্ঠ প্রকার ইরাবের কয়টি ইসিম?
উত্তর: ষষ্ঠ প্রকার ইরাবে তিনটি ইসিম।
৬৮. প্রশ্ন: ষষ্ঠ প্রকার ইরাবের ইসিমগুলো কি কি?
১০) جَمْعُ مُذَكَّر سَالِم حَقِيْقِي, ১১) جَمْعُ مُذَكَّر سَالِم صُوْرِي- ১২) جَمْعُ مُذَكَّر سَالِم مَعْنَوِي-
৬৯. প্রশ্ন: ষষ্ঠ প্রকার ইরাবের বর্ণনা দাও।
উত্তর: রফার অবস্থায় واو উহার পূর্বাক্ষর পেশ এবং নসব ও যরের অবস্থায় ياء উহার পূর্বাক্ষর যের বিশিষ্ট হবে।
৭০. প্রশ্ন: جَمْعُ مُذَكَّر سَالِم حَقِيْقِي-এর উদাহরণ দাও।
جَاءَ طَالِبُوْنَ- رَايْتُ طَالِبِيْنَ- مَرَرْتُ بِطَالِبِيْنَ
৭১. প্রশ্ন: جَمْعُ مُذَكَّر سَالِم صُوْرِي-এর উদাহরণ দাও।
جَاءَ اُوْلُوْ- رَايْتُ اُوْلِيْ- مَرَرْتُ بِاُوْلِيْ
৭২. প্রশ্ন: جَمْعُ مُذَكَّر سَالِم مَعْنَوِي-এর উদাহরণ দাও।
جَاءَ عِشْرُوْنَ- رَايْتُ عِشْرِيْنَ- مَرَرْتُ بِعِشْرِيْنَ
৭৩. প্রশ্ন: সপ্তম প্রকার ইরাবের কয়টি ইসিম?
উত্তর: সপ্তম প্রকার ইরাবের দুইটি ইসিম।
৭৪. সপ্তম প্রকার ইরাবের ইসিমগুলো কি?
اِسْم مَقْصُور- اَلْمُضَافُ الی يَاءِ الْمُتَكَلِّمِ غَيْرُ الجَمْعِ الْمُذَكَّرِ السَّالِمِ-
৭৫. সপ্তম প্রকার ইরাবের বর্ণনা দাও।
উত্তর: রফা, নসব এবং জরের অবস্থায় উহ্য জের হবে।
৭৬. প্রশ্ন: الاسْمُ الْمَقْصُوْر কাকে বলে?
উত্তর: যে ইসম-এর শেষে الف مَقْصُوْر (আলিফ মাকসুরা) থাকে।
৭৭. প্রশ্ন اَلْمُضَافُ الی يَاءِ الْمُتَكَلِّمِ غَيْرُ الجَمْعِ الْمُذَكَّرِ السَّالِمِ অর্থ কি?
অর্থাৎ,الجَمْعُ الْمُذَكَّرِ السَّالِمِ ব্যতীত অন্য যেকোনاسم যখনيَاءُ مُتَكَلِّم -এর দিকেمُضَاف হয়।
৭৮. প্রশ্ন: সপ্তম প্রকার ইরাবের উদাহরণ দাও।
উত্তর :عِيْسٰی- مُوْسٰی- هُدٰي- كِتَابِيْ- اَبِيْ
৭৯. প্রশ্ন: অষ্টম প্রকার ইরাবের কয়টি ইসিম?
উত্তর: অষ্টম প্রকার ইরাবের একটি ইসিম।
৮০. অষ্টম প্রকার ইরাবের ইসিমটি কি?
উত্তর: اِسْمُ الْمَنْقُوْص
৮১. প্রশ্ন: اِسْمُ الْمَنْقُوْص কাকে বলে?
উত্তর: যে إسم এর শেষেاَلْيَاءُ السَّاكِنَةُ থাকে এবং পূর্বাক্ষরে যের থাকে তাকেالاسْمُ الْمَنْقُوْص বলে।
৮২. প্রশ্ন: অষ্টম প্রকার ইরাবের বর্ণনা দাও।
উত্তর : রফার অবস্থায় উহ্য পেশ, যেরের অবস্থায় উহ্য যের এবং নসবের অবস্থায় প্রকাশ্য যবর হওয়া।
৮৩. প্রশ্ন: অষ্টম প্রকার ইরাবের উদাহরণ দাও।
উত্তর : جَاءَنِيْ اَلْقَاضِيْ- رَايْتُ اَلْقَاضِيَ- مَرَرْتُ باَلْقَاضِيْ
৮৪. প্রশ্ন: নবম প্রকার ইরাবের কয়টি ইসিম?
উত্তর: নবম প্রকার ইরাবের একটি ইসিম।
৮৫. প্রশ্ন: নবম প্রকার ইরাবের ইসিমটি কি?
উত্তর: جَمْعُ الْمُذَكَّرِ السَّالِمِ اَلْمُضَافُ إلٰي يَاءِ الْمُتَكَلِّمِ
৮৬. প্রশ্ন: নবম প্রকার ইরাবের বর্ণনা দাও।
উত্তর: رفع অবস্থায় গোপন ওয়াও,نصب অবস্থায় প্রকাশ্য ইয়া, جر অবস্থায় প্রকাশ্য ইয়া দ্বারা।
৮৭. প্রশ্ন: নবম প্রকার ইরাবের উদাহরণ দাও।
উত্তর : جَاءَ مُسْلِمِيَّ- رَأَيْتُ مُسْلِمِيَّ- مَرَرْتُ الي مُسْلِمِيَّ
৮৮. প্রশ্ন: নবম প্রকার ইরাবে উহ্য নূনের বিধান কি?
উত্তর : اِضَافَة এর কারণেن অক্ষরটি বিলুপ্ত হয়ে যায়। অতঃপরواو ওياء একত্র হওয়ায়واو কেياء দ্বারা পরিবর্তন করেياء এর পূর্বাক্ষরে যের দেয়া হয়েছে। যেমন- جَاءَ مُسْلِمِيَّ- رَأَيْتُ مُسْلِمِيَّ- مَرَرْتُ الي مُسْلِمِيَّ
এক নজরে নয় প্রকার ইরাব
--------------------------------
১নং ইরাবে ৩টি ইসিম
(১) مُفْرَد مُنْصَرِف صَحِيح،
(২) جَارِي مَجْرَي الصَّحِيْح، (৩) جَمْعُ مُكَسَّر مُنْصَرِف
২নং ইরাবে ১টি ইসিম (৪) جَمَع مُؤَنَّث سَالِم
৩নং ইরাবে ১টি ইসিম (৫) غَيْرُ مُنْصَرِف
৪নং ইরাবে ১টি ইসিম (৬) اَسْـمَـاء سِـتَّـة
৫নং ইরাবে ৩টি ইসিম
(৭) تَثْنِيَّة حَقِيْقِي، (৮) تَثْنِيَّة مَعْنَوِي، (৯) تَثْنِيَّة صُوْرِي
৬নং ইরাবে ৩টি ইসিম
১০) جَمْعُ مُذَكَّر سَالِم حَقِيْقِي، ১১) جَمْعُ مُذَكَّر سَالِم صُوْرِي، ১২) جَمْعُ مُذَكَّر سَالِم مَعْنَوِي
৭নং ইরাব ২টি ইসিম
১৩) اِسْم مَقْصُور، ১৪) اَلْمُضَافُ الی يَاءِ الْمُتَكَلِّمِ غَيْرُ الجَمْعِ الْمُذَكَّرِ السَّالِمِ
৮নং ইরাবে ১টি ইসিম (১৫) اِسْمُ الْمَنْقُوْص
৯নং ইরাবে ১টি ইসিম
(১৬) جَمْعُ الْمُذَكَّرِ السَّالِمِ اَلْمُضَافُ إلٰي يَاءِ الْمُتَكَلِّمِ
[মুহাদ্দিস ইব্রাহীম খলিল সাহেবের টাইমলাইন থেকে]
#নাহু #সরফ #ইরাব